প্রিন্স মন্ডল অলিফ-চিতলমারী বাগেরহাট। ১২ আগস্ট মঙ্গলবার

বাগেরহাটের চিতলমারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল— “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”।
দিবসটি প্রথম পালিত হয় ২০০০ সালে। এর সূত্রপাত ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টারস রেসপনসিবল ফর ইয়ুথ-এ, যেখানে ১২ আগস্টকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হয়। ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে দিনটিকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। এর মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী যুবকদের উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে সরকার ও সমাজকে সচেতন করা।
মঙ্গলবার (১২ আগস্ট) দিবসটির প্রথম প্রহরে চিতলমারী উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ অলিউল্লাহ এবং পবিত্র গীতা পাঠ করেন বাবু রতন মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল হক। এরপর উপস্থিত সবাই যুব দিবসের শপথ পাঠে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রঞ্জন পাল এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা রুমান হোসাইন।
সফল আত্মকর্মীর অভিজ্ঞতা তুলে ধরেন উপজেলার বোয়ালিয়া গ্রামের রতন মন্ডল। এছাড়া চিতলমারী যুব সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন রহমত শেখ এবং শ্যামপাড়া যুব সংগঠনের পক্ষে বক্তব্য দেন মো. জাহিদুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক।
শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র, ব্যাগ ও চেক বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

সিংড়ায় যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ
