ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

কেন্দ্রের নির্দেশনা'কে বুড়ো আঙ্গুল দেখালো কুষ্টিয়া জেলা বিএনপি'র দুই নেতা


শেখ সবুজ আহমেদ, খোকসা photo শেখ সবুজ আহমেদ, খোকসা
প্রকাশিত: ১৩-৮-২০২৫ দুপুর ১২:৫০

প্রবাদে আছে "চোরে না শোনে ধর্মের কাহিনী" ঠিক তেমনি একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের পরেও দলীয় ভাবে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় এবার কেন্দ্রের নির্দেশনা কে বুড়ো আঙ্গুল দেখালো বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি'র কুষ্টিয়া জেলা আহবায়ক কমিটির আহবায়ক, কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

গত ৬ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী'র স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয় ১৫ ই আগস্ট ২০২৫ এর মধ্যে কুষ্টিয়া জেলা বিএনপি'র সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আজ ১৩-ই আগস্ট তবে এখনো সম্মেলনের কোন প্রস্তুতি দেখা যায়নি। কিন্তু কুষ্টিয়া জেলা বিএনপি'র বিভিন্ন নেতাকর্মীদের কাছ থেকে শোনা যাচ্ছে সম্মেলনের তারিখ পরিবর্তন করা হবে,তবে কবে নাগাদ জেলা বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও নির্দিষ্ট তথ্য জানা যায়নি। 

জানা যায়, কুষ্টিয়া জেলা বিএনপি'র আনুষ্ঠানিকভাবে সম্মেলন হয়েছিল সর্বশেষ ২০০৯ সালে। এরপর থেকে আর কোন সম্মেলন অনুষ্ঠিত হয়নি কুষ্টিয়ায়। তবে জেলা কমিটি বিভিন্ন সময়ে কেন্দ্রীয়ভাবে বা ঘরোয়া ভাবে করা হয়েছে কারণ তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্যাতনের মাত্রা এতটাই বেশি ছিল যে বিএনপি'র নেতাকর্মীদেরকে দলীয় কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী দ্বারা গ্রেফতার ও অভিযান করা হতো। তবে গত বছরের ৫-ই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর থেকেই আন্দোলনের বিজয়ের পতাকা হাতে নিয়ে দলকে এগিয়ে নিতে ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে'র প্রস্তুতির লক্ষ্যে সারাদেশে পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়। আর এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলা বিএনপি'র -২ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত বছরের ২৫ সেপ্টেম্বরে ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আর এতেই শুরু হয় যত বিপত্তি, আহবায়ক কমিটি ঘোষণার পর থেকেই জেলার ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা এই আহবায়ক কমিটি বাতিলের জন্য মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ একাধিক আন্দোলন করে এবং জেলার রাজনৈতিক অঙ্গনে কমিটির আহ্বায়ক, কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে নিয়ে চলতে থাকে সমালোচনার ঝড়। কিন্তু এ সমস্ত সমালোচনায় কান না দিয়ে নিজেদের মতো চলতে থাকে আহবায়ক, কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এমনটি অভিযোগ করে জেলার বিএনপি'র কর্মীরা। 

অভিযোগে আরো জানা যায়, জেলার সমস্ত উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে কুতুব উদ্দিন আহমেদ ও ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের আত্মীয়-স্বজন, নিজেদের পছন্দের লোক এবং টাকার বিনিময়ে অযোগ্য ও আওয়ামী লীগের পদ ধারী নেতাকর্মীদের'কে কমিটির গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করেছে। যার প্রমাণ কুমারখালী উপজেলার জগন্নাথ পুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক করা হয়েছে শামীম হোসেন'কে কিন্তু এই শামীম হোসেন জগনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক পদে এখনো নাম আছে। এবং বাগুলাট ইউনিয়ন বিএনপি'র সভাপতি করা হয়েছে সাইদুল ইসলামকে কিন্তু সাইদুল ইসলামের পিতা ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং কুষ্টিয়ার-৪ আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা আব্দুর রব এর সঙ্গে বিগত দিনে সামাজিক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সাইদুল ইসলাম। শুধু এরাই নয় জেলা জুড়ে এদের মত অনেক আওয়ামী লীগ নেতাকে টাকার বিনিময়ে রাতারাতি বিএনপি নেতা বানিয়েছে জেলা বিএনপির আহবায়ক, কুতুবু উদ্দিন আহমেদ ও সদস্য সচিব, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। অভিযোগে আরো জানা যায়, কুষ্টিয়া সদর পৌর বিএনপি'র কাউন্সিলে ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের সুযোগ থাকলেও বিজয়ী প্রার্থীকে বাদ দিয়ে ভোটকাটচুপি করে মোটা অংকের অর্থের বিনিময়ে আওয়ামী-পন্থী প্রার্থীদের বিজয় ঘোষনা করা হয়। বিষয়টি সে সময় জেলা জুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি করেছিল এবং বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সংবাদ প্রকাশ হয়েছিল। 

শুধু কমিটি বাণিজ্য'ই নয়, নাম প্রকাশে অনিচ্ছু জেলার এক প্রবীণ বিএনপি নেতা বলে, জেলার বিভিন্ন বালু মহল, সিএনজি স্টান্ড, পরিবহন সেক্টর, সরকারি রেজিস্ট্রি অফিস, জেলার সনামধন্য সব ব্যবসা প্রতিষ্ঠান সহ সব সেক্টরেই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে কুষ্টিয়া জেলা বিএনপি'র সদস্য সচিব, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এবং কুষ্টিয়া জেলার প্রত্যেকটা কমিটি'তেই গ্রুপিং রাজনীতি সৃষ্টি করেছে এই নেতা। এর আগেও আমরা দেখেছি আওয়ামী সন্ত্রাসী শীর্ষ চরমপন্থী নেতা লিপটন এর সঙ্গে জাকির হোসেনের বেশ সখ্যতা। সব মিলে এটাই বলব এই সমস্ত কর্মকান্ডের জন্য বাংলাদেশের ছাত্র জনতা সবাই এক হয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছে। আর সেই সমস্ত কর্মকাণ্ডগুলোই আমাদের দলের নেতারা করছে। এতে বিএনপি'র দলীয়মান ক্ষুন্ন হচ্ছে ও দিন দিন কুষ্টিয়াতে বিএনপি'র জনপ্রিয়তা কমতে থাকছে। 

কুষ্টিয়ার পৌর বিএনপি নেতা কাজল মাজমাদারের কাছে জেলা বিএনপি'র সম্মেলন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জেলা বিএনপি'র আহবায়ক, কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এতটাই বেপরোয়া হয়েছে যে কেন্দ্রের নির্দেশনা'কে অমান্য করে নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা জানে তাদেরকে এই কমিটিতে রাখা হবে না কারণ তাদের দুর্নীতি, চাঁদাবাজি, কমিটি বাণিজ্য সহ সকল অপরাধের তথ্য আমাদের প্রিয় অভিভাবক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আছে। আর তিনি কখনো দুর্নীতিবাজ,চাঁদাবাজদের কে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। একারণেই সম্মেলন নিয়ে জেলার আহ্বায়ক ও সদস্য সচিব গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। দলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা সঠিক টাইমে সঠিক ব্যবস্থা নিলে আজ সম্মেলন কে কেন্দ্র করে ষড়যন্ত্র করতে পারত না জেলার এই দুই নেতা। 

কুষ্টিয়া জেলা বিএনপি'র সম্মেলনের তারিখ পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জনাব অনিন্দ্য ইসলাম অমিত এর মুঠোফোন একাধিক বার কল দিলেও তিনি কলটি রিসিভ করেনি। 

এমএসএম / এমএসএম

মহেশখালীতে রাতে অপহরণের পর সকালে মিলল যুবকের লাশ

আবার রোহিঙ্গা ঢলের ঝুঁকিতে বাংলাদেশ

তানোরে চাষাবাদে গরুর বদলে বাড়ছে ঘোড়া দিয়ে মই চাষ

উল্লাপাড়ায় কষ্টি পাথরের মূর্তি পাচারকারী দুই জন গ্রেফতার

বরগুনায় তিন সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন

রাজশাহী-১ আসনে শরিফ উদ্দিনের বিরোধিতা না বিএনপির বিরোধিতা

টেকনাফে মুক্তিপণে ফিরেছে অপহৃত ব্যবসায়ী

কোচিং-এর গোলকধাঁধায়, শ্রেণিকক্ষে পাঠদানে গুরুত্ব নেই

হাসিনা বাংলাদেশকে গুম-খুন আর লুটের রাজ্যে পরিণত করেছিল: আব্দুল খালেক

দাউদকান্দির ধারিবন গ্রামে একমাত্র রাস্তাটি বন্ধ, পানিবন্দি কয়েকটি পরিবার

ভূরুঙ্গামারীতে ব্র্যাকের স্বপ্ন সারথি দলের জীবন দক্ষতা বিষয়ক ২৫তম সেশন অনুষ্ঠিত

রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ডা:কে এম বাবর সংবাদ সম্মেলনে স্ত্রীর অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে পানিবন্দি ২ হাজার পরিবারকে যুবদলের ত্রাণ সহায়তা