ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে সহিংসতায় কমিশনের মাঠপর্যায়ে তদন্ত শুরু


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৩-৮-২০২৫ দুপুর ১২:৫২

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ, পুলিশকে লক্ষ্য করে আক্রমণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক সহিংস ঘটনার কারণ খুঁজে বের করতে সরকারি গঠিত ছয় সদস্যের তদন্ত কমিশন কাজ শুরু করেছে। মঙ্গলবার দুপুরে কমিশনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষ্যগ্রহণ শুরু করেন।

কমিশনের নেতৃত্ব দিচ্ছেন সাবেক বিচারপতি মো. আবু তারিক। সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, ঢাকায় প্রাথমিক তথ্য সংগ্রহের পর তারা গোপালগঞ্জে এসে সরেজমিন অনুসন্ধান শুরু করেছেন। “আমাদের দায়িত্ব হলো ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটন করে সরকারকে সুপারিশ দেওয়া,” বলেন তিনি।

জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান সাংবাদিকদের জানান, সরকার তাদের কাছে কিছু নির্দিষ্ট বিষয় তুলে ধরেছে, যার ভিত্তিতে তারা কাজ করছেন। “ভবিষ্যতে যেন এমন সহিংসতা না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশও অন্তর্ভুক্ত করা হবে,” বলেন তিনি। কমিশনের সদস্যরা জানান, এই তদন্ত প্রতিবেদন গোপনীয় থাকবে এবং সরকার প্রয়োজন অনুযায়ী তা প্রকাশ করবে।

এর আগে দুপুরে কমিশনের প্রতিনিধি দল গোপালগঞ্জে পৌঁছে ঘটনাস্থলগুলো ঘুরে দেখে। সদস্যদের মধ্যে ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম, ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুর রহমান ওসমানী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান সাজ্জাদ সিদ্দিকী। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

গত ১৬ জুলাই এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সমাবেশস্থলে হামলা, মঞ্চ ভাঙচুর, অগ্নিসংযোগ, জেলা কারাগার ও জেলা প্রশাসকের বাসভবনে হামলা, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১৫টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১ হাজার ২৫২ জনের নাম উল্লেখ রয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি হিসেবে রয়েছে ১৪ হাজার ৯৬০ জন।

মামলাগুলো সদর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানায় রুজু হয়। ঘটনার পর থেকে নিয়মিত অভিযানে এখন পর্যন্ত প্রায় ৩৫০ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ

গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত

ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউনিয়ায় শোকাবহ পরিবেশে ওসমান হাদীর গাইবানা জানাজা সম্পন্ন

আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুরের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো মেধা বৃত্তি পরীক্ষা

শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

ভূরুঙ্গামারীতে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তানোর কোয়েল পূর্বপাড়া গ্রামের স্বপন আলী অবৈধ মটার স্হাপন জনগণের মধ্যে চরম উত্তেজনা

বড়লেখায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে "দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসা"র উদ্বোধন

রায়গঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত