গোপালগঞ্জে এনসিপি সমাবেশে সহিংসতায় কমিশনের মাঠপর্যায়ে তদন্ত শুরু

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ, পুলিশকে লক্ষ্য করে আক্রমণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক সহিংস ঘটনার কারণ খুঁজে বের করতে সরকারি গঠিত ছয় সদস্যের তদন্ত কমিশন কাজ শুরু করেছে। মঙ্গলবার দুপুরে কমিশনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষ্যগ্রহণ শুরু করেন।
কমিশনের নেতৃত্ব দিচ্ছেন সাবেক বিচারপতি মো. আবু তারিক। সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, ঢাকায় প্রাথমিক তথ্য সংগ্রহের পর তারা গোপালগঞ্জে এসে সরেজমিন অনুসন্ধান শুরু করেছেন। “আমাদের দায়িত্ব হলো ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটন করে সরকারকে সুপারিশ দেওয়া,” বলেন তিনি।
জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান সাংবাদিকদের জানান, সরকার তাদের কাছে কিছু নির্দিষ্ট বিষয় তুলে ধরেছে, যার ভিত্তিতে তারা কাজ করছেন। “ভবিষ্যতে যেন এমন সহিংসতা না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশও অন্তর্ভুক্ত করা হবে,” বলেন তিনি। কমিশনের সদস্যরা জানান, এই তদন্ত প্রতিবেদন গোপনীয় থাকবে এবং সরকার প্রয়োজন অনুযায়ী তা প্রকাশ করবে।
এর আগে দুপুরে কমিশনের প্রতিনিধি দল গোপালগঞ্জে পৌঁছে ঘটনাস্থলগুলো ঘুরে দেখে। সদস্যদের মধ্যে ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম, ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুর রহমান ওসমানী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান সাজ্জাদ সিদ্দিকী। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
গত ১৬ জুলাই এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সমাবেশস্থলে হামলা, মঞ্চ ভাঙচুর, অগ্নিসংযোগ, জেলা কারাগার ও জেলা প্রশাসকের বাসভবনে হামলা, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১৫টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১ হাজার ২৫২ জনের নাম উল্লেখ রয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি হিসেবে রয়েছে ১৪ হাজার ৯৬০ জন।
মামলাগুলো সদর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানায় রুজু হয়। ঘটনার পর থেকে নিয়মিত অভিযানে এখন পর্যন্ত প্রায় ৩৫০ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম

জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে পাবনা জেলার ১৯৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় হারিয়েছে প্যাডেল চালিত রিকশাঃ ভরসা এখন ব্যাটারি চালিত অটোরিকশা

বীর মুক্তিযোদ্ধা হুমায়ন মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজস্থলীতে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, আহত ১

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী জিহাদ হোসেন এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

আদমদীঘিতে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত

বাউফলের জেলেদের চাল বিতরণে অনিয়ম: ইউপি সচিবকে শোকজ

লাকসাম ও মনোহরগঞ্জে কোন বৈষম্য রাখবো নাঃ আবুল কালাম

হাটহাজারীতে সরকারি পথে সেমিপাকা ঘর নির্মাণ করে প্রতিবন্ধকতা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ

বালিয়াকান্দিতে ৩১ দফা বাস্তবায়নে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছুটির দিনেও চড়া মোহনগঞ্জে সবজির বাজার

রায়গঞ্জে ব্যারিস্টার বাতেন : ‘৩১ দফাই শান্তি ও সমৃদ্ধির রূপরেখা’
