গোপালগঞ্জে এনসিপি সমাবেশে সহিংসতায় কমিশনের মাঠপর্যায়ে তদন্ত শুরু

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ, পুলিশকে লক্ষ্য করে আক্রমণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক সহিংস ঘটনার কারণ খুঁজে বের করতে সরকারি গঠিত ছয় সদস্যের তদন্ত কমিশন কাজ শুরু করেছে। মঙ্গলবার দুপুরে কমিশনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষ্যগ্রহণ শুরু করেন।
কমিশনের নেতৃত্ব দিচ্ছেন সাবেক বিচারপতি মো. আবু তারিক। সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, ঢাকায় প্রাথমিক তথ্য সংগ্রহের পর তারা গোপালগঞ্জে এসে সরেজমিন অনুসন্ধান শুরু করেছেন। “আমাদের দায়িত্ব হলো ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটন করে সরকারকে সুপারিশ দেওয়া,” বলেন তিনি।
জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান সাংবাদিকদের জানান, সরকার তাদের কাছে কিছু নির্দিষ্ট বিষয় তুলে ধরেছে, যার ভিত্তিতে তারা কাজ করছেন। “ভবিষ্যতে যেন এমন সহিংসতা না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশও অন্তর্ভুক্ত করা হবে,” বলেন তিনি। কমিশনের সদস্যরা জানান, এই তদন্ত প্রতিবেদন গোপনীয় থাকবে এবং সরকার প্রয়োজন অনুযায়ী তা প্রকাশ করবে।
এর আগে দুপুরে কমিশনের প্রতিনিধি দল গোপালগঞ্জে পৌঁছে ঘটনাস্থলগুলো ঘুরে দেখে। সদস্যদের মধ্যে ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম, ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুর রহমান ওসমানী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান সাজ্জাদ সিদ্দিকী। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
গত ১৬ জুলাই এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সমাবেশস্থলে হামলা, মঞ্চ ভাঙচুর, অগ্নিসংযোগ, জেলা কারাগার ও জেলা প্রশাসকের বাসভবনে হামলা, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১৫টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১ হাজার ২৫২ জনের নাম উল্লেখ রয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি হিসেবে রয়েছে ১৪ হাজার ৯৬০ জন।
মামলাগুলো সদর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানায় রুজু হয়। ঘটনার পর থেকে নিয়মিত অভিযানে এখন পর্যন্ত প্রায় ৩৫০ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই
