ঢাকা রবিবার, ২ নভেম্বর, ২০২৫

খাগড়াছড়িতে মগপার্টি’র সশস্ত্র প্রধান নিহত


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ১৫-৮-২০২৫ দুপুর ৪:৪

সেনা অভিযানে খাগড়াছড়িতে মগ লিবারেশন পার্টি’র সশস্ত্র শাখার প্রধান কংচাইঞো মারমা'র (৩১) নিহত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯ টা ১৫ মিনিটের দিকে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। 

এক পর্যায়ে পালানোর চেষ্টা করে দু’তলা ভবনের ছাদ থেকে লাফ দেয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহত কংচাইঞো মগ লিবারেশন পার্টির পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলের সশস্ত্র বিভাগের প্রধান বলে জানা যায়। নিহত কংচাইঞো মারমা মহালছড়ির এলাকার অংসাজাই মারমার ছেলে। সে শান্তিনগর একটি ভাড়া  বাড়িতে থাকতেন বলে জানা যায়।

স্থানীয়রা জানান, খাগড়াছড়ি শহরের শান্তিনগরে কংচাইঞো মারমার ভাড়া বাসায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় বেশ কয়েক রাউণ্ড গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর দু’তলা বাড়ির পাশ থেকে একজনকে আহত অবস্থায় সেনাবাহিনী উদ্ধার করে। 

পরে খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক দিপা ত্রিপুুরা বলেন, সকাল দশটার পর খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে সেনাবাহিনী একজনকে নিয়ে আসে। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়। তার শরীরে উচু অংশ থেকে পড়ে যাওয়ার আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ পোস্টমর্টেম রিপোর্টে জানা যাবে বলেও তিনি জানান। শান্তিনগরের ঐ দোতলা ভবনের মালিক সুজিত দে নামের স্থানীয় এক ব্যক্তি। 

তিনি জানান, তার ভাগনীর মৃত্যুর কারণে গতকাল রাত থেকে তারা কেউ বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বাসায় এসে দেখেন ভাড়াটিয়ার বাসায় সব এলোমেলো হয়ে আছে। সুজিত দে আরো বলেন, দেড় বছর ধরে স্ত্রী সন্তান নিয়ে কংচাইঞো মারমা এখানে ভাড়া থাকতেন। ভাড়া নেয়ার সময় তিনি বিএসআরএম কোম্পানিতে চাকরি করতে বলে আমাদের জানিয়েছেন। স্ত্রী সন্তান নিয়মিত বাসায় থাকলেও সে মাঝে মধ্যে আসতেন।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, হাসপাতাল থেকে বিষয়টি জানানোর পর পুলিশ সুরতহাল করছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে এ ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছুই জানানো হয়নি। অভিযান এখনো চলমান রয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে সূত্র জানায়।

এদিকে আরেক বিশ^স্ত সূত্র জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ির মানিকছড়ির গাড়িটানা এলাকা থেকে দেশীয় তৈরী ২টি এলজি,৫ রাউন্ড এ্যামনেশান,ওয়াকিটকি সেট ও আরেক গুরুত্বপূর্ণ সরঞ্জামসহ ১ যুবককে আটক করে। পরে তার দেয়া তথ্যে খাগড়াছড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোন। খাগড়াছড়ি অভিযানে ১টি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড বুলেট উদ্ধার করা হয় বলে জানা যায়।  

উল্লেখ যে, নিহত কংচাইঞো মারমা পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলের মগপার্টির সশস্ত্র বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং সে দীর্ঘদিন মানিকছড়ি-গুইমারা এলাকায় অবস্থান নিয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্ম পরিচালনা করে আসছিলো। গত ১২ থেকে ১৫ দিন আগে মগপার্টির কিছু সদস্য খাগড়াছড়িতে এসে অবস্থান নিয়েছিলো বলেও একটি সূত্রে তথ্য যাওয়া যায়। 

এমএসএম / এমএসএম

রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস উদযাপন

সুবর্ণচরে দারুল আজহার মডেল মাদ্রাসার ক্যাম্পাস অনুষ্ঠিত

মাত্র ৯ মাসেই হাফেজ হলেন ১১ বছর বয়সী ইয়াছিন

বিপ্লবের সার্টিফিকেট যদি চুপ্পুর কাছ থেকেই নিতে হয় তবে হাসিনার কাছে কেন নয়? -হাসনাত আব্দুল্লাহ,

ভূরুঙ্গামারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

চাঁদপুরে দুই শতাধিক কৃতি শিক্ষার্থী ও শিক্ষকের সংবর্ধনা

বাংলাদেশে এখনো গণভোট ও পিআর ব্যবস্থার সময় আসেনি - ড. রশিদ আহমেদ হোসাইনী

জামালপুরে পৃথক অভিযানে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

পটুয়াখালী পায়রার গ্রাসে নিশ্চিহ্ন হচ্ছে চান্দখালী ও মির্জাগঞ্জ

হাতিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

বরগুনায় জমি বিরোধের জের ধরে হত্যার হুমকি

প্রশাসনিক সংকটে পাঠদান ব্যহাত, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিতে

রাজশাহীতে সাংবাদিক অধিকার আদায়ে আরইউজে'র বিক্ষোভ সমাবেশ