ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

লোহাগড়ায় হত্যাকাণ্ডের আসামিদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৯-৯-২০২১ দুপুর ১১:২০

নড়াইলের লোহাগড়া উপজেলার কামার গ্রামে এক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মামলার আসামিদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষ। মামলার শুরু থেকেই হত্যাকাণ্ডে জড়িতদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করছে প্রতিপক্ষ।

স্থানীয়রা জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সৈয়দ আলী হত্যাকাণ্ডের পর আসামিদের বাড়িঘরে ভাংচুর-লুটপাট চলছেই। গত কয়েক দিনে নাসির শেখ ও মো. শফিকুল শেখের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে নিয়েছে সবকিছুই। আসামি নাসির শেখের বাড়ির কাঁচা ও আধাপাকা চারটি ঘরের চালের টিন কুপিয়ে ঝাঁজরা করে দিয়েছে এবং ঘরের গ্রিলের জালানা-দরজা, খাট-পালংসহ অন্যান্য আসবাবপত্র এবং দুটি নৌকা ও পুকুরের মাছ লুটে নিয়েছে। এছাড়া আসামি মো. শফিকুল শেখের বাড়িঘরে ভাংচুর ও সমস্ত আসবাবপত্র লুটপাট করা হয়েছে।

আসামি নাসির শেখের স্ত্রী আলেয়া বেগম বলেন, আমার স্বামীসহ তিন ছেলে আসামি। আমার স্বামী নাসির শেখ ও ছেলে নাজমুল শেখ জেলে আছে। আমরা এখন কেউ বাড়িতে থাকি না। এ সুযোগে বাদীপক্ষের লোকজন আমাদের বাড়িঘর ভাংচুর ও ঘরে থাকা সবকিছুই লুটে নিয়ে গেছে। রাত গভীর হলেই বাদীপক্ষের লোকজন ভাংচুর ও লুটপাট করেই যাচ্ছে। বাদীপক্ষ আমাদের ঘরের সবকিছু ভেঙে নিয়ে গেছে। এখন আমাদের কিছুই নেই। ঘরবাড়ি, সংসার সব শেষ হয়ে গেছে। 

হত্যা মামলার আসামি মো. শফিকুল শেখের স্ত্রী মোছা. রাশিদা বেগম জানান, আমার স্বামী বাড়িতে নেই। ছেলে-মেয়ে নিয়ে আমি বাড়িতে খুব ভয়ে থাকি। প্রায় রাতেই বাদীপক্ষের লোকজন বাড়িতে এসে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে এবং হুমকি-ধমকি দিয়ে যায়। 

সরজমিন দেখা যায়, কয়েকটি বসতঘর খালি পড়ে আছে। বাড়ির লোকজন, গৃহস্থালি সামগ্রী কিছুই নেই। বাড়ির কাঁচা ও আধাপাকা ঘরের চালের টিন কুপিয়ে ঝাঁজরা করে দিয়েছে এবং ঘরের গ্রিলের জালানা-দরজা, খাট-পালংসহ অন্যান্য আসবাবপত্র লুটে নিয়েছে। যে বাড়ির লোকজন আছে তাদর চোখ-মুখে আতঙ্কের ছাপ দেখা গেছে।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হরিদাস রায় জানান, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের কোনো অভিযোগ পাইনি। ভুক্তভোগীরা অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

উল্লেখ্য, গত ২১ আগস্ট পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে খুন হন মো. সৈয়দ আলী। এরপর তার ভাই মো. সেকেন্দার শেখ বাদী হয়ে গত ২২ আগস্ট ৫ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং ১২, তারিখ ২২-০৮-২১ইং)। আসামিরা হলেন- মো. নাসির শেখ (৬০), মামুন শেখ (২৫), নাজমুল শেখ (২২), ইমন শেখ (১৯), মো. শফিকুল শেখ (৩০)। মামলার দুজন আসামি এখন জেলহাজতে আছেন। পলাতক রয়েছেন ৩ জন।

এমএসএম / জামান

সদরপুরে হেরোইনসহ যুবক আটক

সাতক্ষীরায় ট্রাক থামিয়ে চাঁদাবাজী, নেপথ্যে বাজার কমিটির সদস্য

নাঙ্গলকোটে গৃহবধুকে ধর্ষণের পর চুল কেটে দেয়ার অভিযোগে আটক-১

ভরা মাছসহ পাইকগাছায় চিংড়ি ঘের দখল করায় আদালতে মামলা

জয়পুরহাটে শহর জামায়াতের উদ্যোগে গণসংযোগ পক্ষ অনুষ্ঠিত

কাপাসিয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

মিরসরাইয়ে পশ্চিম মায়ানী কালামিয়া জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

ঝিনাইদহের আঃ রউফ ডিগ্রি কলেজের মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

কয়লা ব্যবসার নামে প্রতারণা ডিবির হাতে গ্রেপ্তার চোর চক্রের

খানসামায় ইপিজেড কর্মীকে ভুট্টা ক্ষেতে ধর্ষণের চেষ্টা

শাহজাদপুরে মাচাল পাতাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যু

ধামইরহাটে ওলামা সমাবেশ অনুষ্ঠিত