ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

কুষ্টিয়া-৪ আসনের তরুণ নেতা শেখ সাদী: একজন শিল্পপতি ও সমাজসেবক


শেখ সবুজ আহমেদ, খোকসা photo শেখ সবুজ আহমেদ, খোকসা
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ৩:২৩

বাংলার বিখ্যাত কবি কুসুম কুমারী দাশের কবিতায় যে ছেলেটির কথা বলা হয়েছে, তার সঙ্গে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার এক কিশোরের জীবন দর্শনের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। সেই কিশোরটি হলেন শেখ সাদী, যিনি ছোটবেলা থেকেই সমাজের জন্য ভালো কিছু করার এবং নিঃস্বার্থে মানুষের পাশে থাকার স্বপ্ন দেখতেন।

১৯৭৮ সালে কুমারখালী উপজেলার সদরপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শেখ সাদী। তার বাবা ছিলেন বিশিষ্ট জাতীয়তাবাদী ইসলামিক ব্যক্তিত্ব ও সমাজসেবক আলহাজ্ব আলিমুদ্দিন শেখ। শৈশব থেকেই কঠোর পরিশ্রমী ও মেধাবী শেখ সাদী পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখতেন। কুষ্টিয়া সরকারি কলেজে পড়ার সময় থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে স্নাতক এবং ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

১৯৯৮ সালে ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করে শেখ সাদী ঠিকাদারি ব্যবসা শুরু করেন। এই ব্যবসায় তিনি ২০০৪ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে আর্সেনিকমুক্ত কূপ ও টিউবওয়েল স্থাপনের জন্য জাতীয় পর্যায়ে পুরস্কৃত হন। এরপর তিনি রিয়েল এস্টেট ব্যবসায় প্রবেশ করেন এবং বর্তমানে অ্যাসিউর গ্রুপের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। পরিবেশবান্ধব ও টেকসই ভবন নির্মাণের জন্য অ্যাসিউর গ্রুপ দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে এবং ইতোমধ্যে আইএসও সার্টিফাইড স্বীকৃতি লাভ করেছে। ২০২১ সালে শেখ সাদী ‘এশিয়া ওয়ান’ ম্যাগাজিনের পক্ষ থেকে ‘ফাস্টেস্ট গ্রোয়িং লিডারশিপ অ্যাওয়ার্ড’ এবং তার প্রতিষ্ঠান ‘ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি অ্যাওয়ার্ড’ লাভ করে। পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০১৫ সালে তিনি অ্যাসিউর ট্যুরিজম লিমিটেড প্রতিষ্ঠা করেন, যার অধীনে দুটি ৫ তারকা রিসোর্ট চালু হওয়ার অপেক্ষায় আছে।

শুধু ব্যবসায়িক সাফল্য নয়, শেখ সাদীর মেধা ও শ্রমের প্রকাশ ঘটেছে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও। তিনি কুষ্টিয়া জেলা সমিতি, ঢাকা উত্তরা কল্যাণ সমিতি, দক্ষিণ বঙ্গ উন্নয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন। নিজ অর্থায়নে কুষ্টিয়া জেলা সমিতির কার্যালয়ে তিনি ‘শেখ সাদী অডিটোরিয়াম’ নির্মাণ করেছেন। এছাড়া, নিজ গ্রামে সদরপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেছেন, মসজিদে নতুন ভবন ও কবরস্থান স্থাপন করেছেন এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে একটি মানসম্মত স্টেডিয়াম নির্মাণ করছেন। পাশাপাশি, এলাকার মানুষের জন্য একটি হাসপাতাল নির্মাণ করছেন এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা রেখেছেন।

গণমাধ্যম জগতেও তার বিশেষ আগ্রহ রয়েছে। তিনি ‘কাগজের তারকা’ নামে একটি মাসিক ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক এবং নিরপেক্ষ সাংবাদিকতার জন্য ‘অধিবেশন নিউজ’ নামে একটি সংবাদমাধ্যম খুব দ্রুতই প্রকাশ করতে যাচ্ছেন।

শেখ সাদী একজন সফল শিল্পপতি হওয়া সত্ত্বেও কুষ্টিয়ার রাজনীতিতে ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, “আমি মানুষের কল্যাণে কাজ করি। কোনো পদ-পদবি বা এমপি হওয়ার জন্য রাজনীতি করি না। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে চলেছি এবং বাকি জীবনও চলতে চাই।”

সাধারণ মানুষ তার এই উদ্যোগে অনেক উপকৃত হয়েছে। তারা বলেন, শেখ সাদী একজন ভালো মানুষ এবং এলাকার শিক্ষিত ও তরুণদের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়। এলাকাবাসী প্রত্যাশা করে, তার মতো একজন প্রতিশ্রুতিশীল ও উদ্যমী ব্যক্তি খোকসা-কুমারখালীকে বাংলাদেশের একটি রোল মডেল হিসেবে গড়ে তুলবেন।

এমএসএম / এমএসএম

পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মির্জাগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আকতার হোসেনের সংবাদ সম্মেলন

পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের বারো দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

অনির্বাণের আয়োজনে লেখক ও কবিদের চলনবিল ভ্রমণ ও সাহিত্য আড্ডা

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

ভূঞাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত

পাঁচবিবিতে উপজেলা স্কাউটের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

তাড়াশের ২ জন পাচারকারী র‌্যাব-১২’র অভিযানে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূতিসহ গ্রেফতার

বাউফলে দুই বাড়িতে ডাকাতি; গণপিটুনিতে নিহত ১

কুড়িগ্রাম -১আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা:মো: ইউনুস আলী

মেহেরপুরে গোভীপুর দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত