সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূত বহুতল ভবন নির্মাণ ধস আতঙ্কে এলাকাবাসী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নতুন আইলপাড়ার ইটালি ভিলা নামক বাড়ীটি অত্যন্ত অনিরাপধ, ঝুকিপূর্ণ ও বিপদজ্জনকভাবে নির্মাণ করায় যে কোন সময় ধসে পড়ার আতঙ্কে রয়েছে পুরো এলাকাবাসী। স্থানীয় এলাকাবাসী দ্রুততম সময়ের মধ্যে অনিরাপধ ও ঝুকিপূর্ণ এই ভবনটি ভেঙ্গে অপসারণের দাবী জানিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ ঝুকিপূর্ণ এই ভবনটি দ্রুত অপসারন না করলে ভবনের পাশে চলাচলরত অবস্থায় স্থানীয় বাসিন্দাদের ওপর ভেঙ্গে পড়লে বড় ধরনের দূর্ঘটনা অপুরুনীয় ক্ষতির শঙ্কয়া রয়েছেন তারা।
ঘটনার সূত্রপাতঃ বিগত ২০১৭ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি নতুন আইলপাড়া এলাকায় রাজউক অনুমোদিত জনসাধারণের যাতায়াতের রাস্তার উপর ইটালি ভিলা নামে একটি বাড়ী নির্মাণের কাজ শুরু করেন ইটালী প্রবাসী শাহাবুদ্দিন ও মার্জিয়া খাতুন আলো দম্পত্তি। স্থানীয় আইলপাড়া এলাকার বাসিন্দাদের মতামত উপেক্ষা করে ইটালি প্রবাসী শাহাবুদ্দিন জনগনের চলাচলে রাস্তার জন্য কোন জায়গা না ছেড়ে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক বাড়িটি নির্মাণ কাজ শুরু করেন। এসময় স্থানীয় এলাকাবাসী ও গন্যমান্য ব্যক্তিবর্গের কোন মতামতের তোয়াক্কা না করে রাস্তার উপরে বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যেতে থাকেন প্রবাসী দম্পতি। স্থানীয় এলাকাবাসী সবার মতামত উপেক্ষা করায় পরবর্তীতে ইটালী প্রবাসী শাহাবুদ্দিনের পাশের বাড়ির মালিক বীর মুক্তিযোদ্ধা খন্দকার নজরুল ইসলাম ও নাজিম উদ্দীন নামে দুই ব্যক্তি রাজউকে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাজউক ওই দম্পতিকে নিজ দায়িত্বে নকশা বর্হিভূত স্থাপনা অপসারনের নির্দেশ দেয়। রাজউকের নির্দেশে ওই দম্পতি বাড়িটির নকশা বহির্ভূত অংশ অপসারণ না করায় বিগত ০৬ সেপ্টেম্বর ২০১৮ সালে ইটালি ভিলা নামক বাড়ীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রাজউক কর্তৃপক্ষ। এসময় বাড়ির নকশা বহির্ভূত অংশ ভাঙ্গাসহ রাস্তার উপরে থাকা একটি পিলারও ভেঙ্গে দেয় রাজউক। এছাড়া বাড়িটি যাতে দুই তলার বেশি উচু করতে না পারে, সে জন্য দুতলা ছাদের উপরে থাকা সবগুলো পিলারের রড দু ইঞ্চি সমপরিমান রেখে কেটে দেয় রাজউক। এসময় প্রবাসী ওই দম্পতি দেশে না থাকায় বাড়ীর মালিক শাহাবুদ্দিনের পিতা ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট অঙ্গীকার করেন যে, জনসাধারণের যাতায়াতের ভিতরের রাস্তাটি ১২ ফিট চওড়া করবেন, রাজউক নকশা বহির্ভূত অংশ দ্রুত সময়ে অপসারন করবেন এবং ২য় তলার বেশি কোন কার্যক্রম পরিচালনা করবেন না। পরবর্তীতে এই দম্পতি রাজউকের সাথে কৃত অঙ্গীকারের কোন কিছু বাস্তবায়ন না করে পুরো কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে বাড়ীর মালিক পক্ষ অদৃশ্য শক্তির জোরে রাজউক এর নিকট ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারকৃত কোন কিছু বাস্তবায়ন না করে এবং আইন কানুন কোন কিছুর তোয়াক্কা না করে বিগত প্রায় চার মাসে অবৈধভাবে রাতারাতি ২ তলা ভবনের উপরে আরো ৭ তলা বিল্ডিং নির্মাণ করে ফেলেন। রাজউক অনুমোদিত নিয়মের বাইরে এবং পুরোপুরি নকশা বর্হিভূত ২য় তলা ভবন সম্পূর্ন করার পর পিছনের ২.৫ শতাংশ জমি নতুন করে ক্রয় করে নাম মাত্র ফাউন্ডেশন দিয়ে পুরাতন বাড়ীর সাথে সংযোজন করে একিভূত করে ফেলেন। গত ১৪ জুলাই ২০২৫ ইং তারিখে প্রবাসী দম্পত্তি শাহাবুদ্দিন ও মার্জিয়া খাতুন তাদের ভেরিফাইড ফেইজবুক পেইজে তার তৈরিকৃত বাড়ীর একটি ভিডিও এবং একটি ছবি পোস্ট করে। তাদের প্রকাশিত ভিডিও এবং ছবিতে দেখা যায়, ২য় তলার ছাদের সবগুলো পিলারের রড মাত্র ২ ইঞ্জি লেপিং বা সংযোগ দিয়ে দুই তলার উপর অত্যন্ত অনিরাপদ, ঝুকিপূর্ণ ও বিপদজ্জনকভাবে আরো ৫তলা ভবন নির্মাণ করেন। ২ ইঞ্চি লেপিং বা সংযোগ দিয়ে দুই তলার উপর অত্যন্ত অনিরাপদ, ঝুকিপূর্ণ ও বিপদজ্জনকভাবে আরো ৫তলা ভবন নির্মাণ করায় সম্পুর্ণ ভবন ধসে পড়ার আতঙ্কে রয়েছেন পুরো এলাকাবাসী। সম্প্রতি স্থানীয় এলাকাবাসী দ্রুত পুরো ভবনটি অপসারনের দাবীতে রাজউকে একটি লিখিত অভিযোগ দায়ের ও বিক্ষোভ মিছিল করেছেন।
এবিষয়ে মতামত নেওয়ার জন্য একাধিক ইঞ্জিনিয়ারের সঙ্গে প্রতিবেদক যোগাযোগ করলে, তারা বলেন মাত্র ২ইঞ্চি লেপিং বা সংযোগ দিয়ে কোনভাবেই ৭ তলা ভবন নির্মাণ করা যায় না। ভূমিকম্পের কথা বাদই দিলাম যদি একটু জোরে বাতাশ হলেই এই লেপিংয়ের জায়গায় ফাটল ধরবে। সামান্য ভূমিকম্পে ভেঙ্গে যেতে পারে ভবনটি। বড় ধরনের দূর্ঘটনার পূর্বেই ভবনটি দ্রুত অপসারণ করে ফেলা উচিৎ হবে। এ বিষয়ে প্রবাসী দম্পতির সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাদেরকে পাওয়া যায়নি। সরেজমিন ইটালি ভিলায় গেলে দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার জানায়, তারা জরুরী কাজে দুতাবাসে আছেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলামকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর জোন ৮/২ এর ইন্সপেক্টর সোহেল রানা বলেন, প্রবাসী দম্পতি একটি পিলার অপসারন করেছেন, মোবাইল কোর্টের অভিযান করার পর পুনরায় অবৈধভাবে আরো ০৫ তলা নির্মাণ করেছেন, সে বিষয়টি আমার জানা নাই। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর জোন ৮/২ এর অথারাইজড অফিসার এফ আর আশিক আহম্মেদ জানায়, আমি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই জোনে আছি। তবে মোবাইল কোর্ট পরিচালনার সময় যে অঙ্গীকার করেছেন, তার বাস্তবায়ন না করে বাড়ী নির্মাণের কোন সুযোগ নাই। তথাপিও যদি আইন অমান্য করে ঝুকিপূর্ণভাবে বাড়ি নির্মাণ করে তাহলে পুরো বাড়ীটি অপসারণ করা হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর জোন ৮/২ এর উপ-পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন এ দায়িত্বে আমি নাই। কিন্তু মোবাইল কোর্ট পরিচালনার সময় যে অঙ্গীকার করেছেন, তার বাস্তবায়ন না করে ২ ইঞ্চি লেপিং দিয়ে ঝুকিপূর্ণ বাড়ী নির্মাণ করে থাকলে বাড়ীটি অবশ্যই অপসারন করা হবেই, সাথে ফৌজদারী মামলাও করা হবে।
এমএসএম / এমএসএম

টেকনাফে মহাসড়ক দখল করে রমরমা মাছের ব্যবসা

হরিপুরে ইয়াবা নিয়ে খাদ্য বান্ধব ডিলার সহ আটক দুই

কালীগঞ্জে ১শ ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

ধামইরহাটে মহিলা ডিগ্রি কলেজের পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা

চিতলমারী প্রেসক্লাবের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে আনোয়ারায় এনসিপির বিক্ষোভ

জুলাই'য়ে আহত অপূর্ব'র করা ১৩৫ আসামির বিরুদ্ধে মামলা এনসিপি'র নয়

শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডামুড্যা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ভেড়ামারার মূলধারার সাংবাদিক ছাড়াই ডিসি'র মতবিনিময়

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি, জনমনে স্বস্তি

কোনাবাড়িতে মুহাম্মদ আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
