করোনাকালে টাঙ্গাইলের শত শত ছাত্রী বাল্যবিবাহের শিকার
সারাদেশে করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় টাঙ্গাইলে দেড় শতাধিক ছাত্রী বাল্যবিবাহের শিকার হয়েছে। শহরের চেয়ে গ্রাম ও চরাঞ্চলে বাল্যবিবাহ বেশি হয়েছে। তবে বিয়ের পরও বহু ছাত্রী বিদ্যালয়ে আসছে পড়াশোনা করতে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে।
টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চলের হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের ৫০ ছাত্রী, কালিহাতীর ফিরোজনগরের গান্ধিনা এলাকার ফেরদৌস আলম ফিরোজ উচ্চ বিদ্যালয়ে ৪২ ছাত্রীর বাল্যবিবাহ হয়েছে। এছাড়াও জেলার ভূঞাপুর উপজেলার চরাঞ্চল গাবসারা ইউনিয়নের রায়ের বাসালিয়ার কুলসুম জামান উচ্চ বিদ্যালয়ের ১৮ জন, চরগাবসারা দাখিল মাদরাসার ৩০ জন, টেপিবাড়ি উচ্চ বিদ্যালয়ের ২৫ জন, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দুই শ্রেণির প্রায় ২৫ জন ছাত্রীসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত ছাত্রীর বাল্যবিবাহ হয়েছে। তবে এদের অনেকেই পড়াশোনায় নিয়মিত থাকলেও অধিকাংশ ছাত্রী অভাব-অনটন, বিয়ে হয়ে স্বামীর বাড়িতে অবস্থান ও কর্মক্ষেত্রে প্রবেশ করায় শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মিত রয়েছে।
জানা গেছে, হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থী সংখ্যা ১ হাজার ৫৫৬ জন। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থী হিসেবে ফরম পূরণ করেছে ৩৫৯ জন। বিদ্যালয়ের সব শ্রেণি মিলিয়ে প্রায় ৫০ জন ছাত্রীর করোনাকালে বিয়ে হয়ে গেছে। কালিহাতী উপজেলার প্রত্যান্ত অঞ্চল ফিরোজনগরের গান্ধিনা এলাকার ফেরদৌস আলম ফিরোজ উচ্চ বিদ্যালয়ের ৪২ ছাত্রীর বিয়ে হয়েছে। এছাড়া জেলা-উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতকরা ১০ থেকে ২৫ ভাগ ছাত্রী বাল্যবিবাহের শিকার হয়েছে।
শিক্ষকরা জানিয়েছেন, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় অভিভাবকরাও তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। এরমধ্যে ভালো ছেলে পেয়ে অনেকেই তাদের মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি। বিয়ে ভেঙে যাওয়ার ভয়ে তারা শিক্ষকদের কিছু জানাননি। তবে বাল্যবিবাহের শিকার অনেক শিক্ষার্থীই বিদ্যালয়ে নিয়মিত অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে এবং পড়াশোনা করছে। বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের জোরালো পদক্ষেপ এবং এর কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে পারলে বাল্যবিবাহের সংখ্যা কমে আসবে।
ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জেসমিন জানায়, বাবা না থাকায় এবং পারিবারিক আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তাকে বিয়ে দেয়া হয়েছে। কর্মজীবী এক ছেলের সঙ্গে তার বিয়ে হয়েছে। একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী লাবণী সরকার বলে, পরিবারের ইচ্ছার কারণেই আমাকে বিয়ে করতে হয়েছে। তারপরও পড়াশোনা বন্ধ করিনি। নিয়মিত বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করছি।
ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ইয়াদ আলী কাজী বলেন, করোনার কারণে একদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, অন্যদিকে চরাঞ্চলে দারিদ্র্যের কারণে বাল্যবিবাহের প্রবণতা বেশি। এতে প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা পড়ুয়া ছাত্রীরা বাল্যবিবাহের শিকার হচ্ছে। গ্রামের ইমাম এই বিয়ে পড়ান। এতে মেয়ের বয়স কম হওয়ায় কাজিদের কাছে অভিভাবকরা যান না। ফলে বাল্যবিবাহের কোনো কাবিননামাও হয় না। এতে পরবর্তীতে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনায়ও কোনো আইনি সহায়তা পায় না তারা।
টাঙ্গাইল সদরের হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আল মামুন জুয়েল জানান, বিদ্যালয়ের ১ হাজার ৫৫৬ শিক্ষার্থীর মধ্যে ৬৯০ জন মেয়ে। বিদ্যালয়ে অনুপস্থিত ছাত্রীর মধ্যে প্রায় ৫০ জনের বিয়ে হয়ে গেছে। এছাড়াও ৩০ ছাত্র রয়েছে যারা পরিবারের অভাব মেটাতে পড়াশোনা বাদ দিয়ে বিভিন্ন স্থানে কাজ করছে।
কালিহাতীর ফেরদৌস আলম ফিরোজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আল মামুন জানান, বিদ্যালয়টি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় এখানে বাল্যবিবাহের শিকার হচ্ছে ছাত্রীরা। এছাড়া এখানে কিছু পরিবার রয়েছে যারা অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেয়। এখন পর্যন্ত বিদ্যালয়ের ৪২ ছাত্রী পাওয়া গেছে, যারা বাল্যবিবাহের শিকার হয়েছে। তবে এদের মধ্যে কিছুসংখ্যক ছাত্রী বিদ্যালয়ে আসছে।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম বলেন, এই মুহূর্তে ছাত্রীদের বাল্যবিবাহের কোনো তথ্য আমাদের কাছে নেই। এ বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য সংগ্রহ শেষে সুনির্দিষ্ট সংখ্যা জানা যাবে।
এমএসএম / জামান
পেশাগত নিষ্ঠার স্বীকৃতি বিশেষ সম্মাননায় ভূষিত হলেন সাংবাদিক সাইফুদ্দিন রমিজ
বিএনপির মনোনয়ন প্রত্যাশি সামিরা আজিম দোলার বিশাল মোটরসাইকেল শোডাউন
রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়েজের লাশ উত্তোলন
কুমিল্লা-৯ আসনে শো-ডাউন দিয়ে জনপ্রিয়তার জানান বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা
নাগেশ্বরীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান
গোপালগঞ্জ-১ আসনে বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াতের প্রার্থীরা ব্যাপক প্রচারণায়
সিডিএ’র ভূমি অধিগ্রহণে শতকোটির ঘুষ বাণিজ্য
সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরন ও সমাবেশ অনুষ্ঠিত
সুবর্ণচরে ভুমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত
জরাজীর্ণ ভবনে চলছে নয়াবিল ইউনিয়ন পরিষদের কার্যক্রম: ব্যহত হচ্ছে সেবা
বাগেরহাট জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
সরকারি বিধি-নিষেধ মেনে নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের লায়ন নূর ইসলামের লিফলেট বিতরণ শুরু