গোপালগঞ্জে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
২৪ আগস্ট পর্যন্ত জেলায় চলবে বিভিন্ন সচেতনতামূলক ও প্রেরণাদায়ী কর্মসূচি। কর্মসূচির বাস্তবায়নে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে কাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ সারোয়ার, জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের সরদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তারা।
পোনা অবমুক্তকরণ শেষে একটি বর্ণাঢ্য সড়ক র্যালি বের হয়, যা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৎস্য দপ্তরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে গোপালগঞ্জ মৎস্য ও প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের শতকরা ৬০ ভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাছ চাষ ও আহরণে জড়িত। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, আধুনিক চাষাবাদ পদ্ধতির বিস্তার এবং জলাশয়গুলোকে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার মাধ্যমে আমরা যেমন পুষ্টির চাহিদা পূরণ করতে পারবো, তেমনি বেকারত্ব দূরীকরণেও এই খাত বিশেষ ভূমিকা রাখবে। গোপালগঞ্জে মৎস্য উৎপাদনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।” তিনি আরও বলেন, “সরকার মৎস্য খাতকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। মাঠপর্যায়ে কর্মরত মৎস্য কর্মকর্তারা কৃষকদের পাশে থাকলে এবং মৎস্যচাষীরা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষাবাদ করলে এই খাত আরও সমৃদ্ধ হবে।”
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী। মৎস্যজীবীদের অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে বক্তব্য রাখেন শিমুল মোল্লা (লতিফপুর), সিদ্ধার্থ বিশ্বাস (রসুনাথপুর) এবং আশ্রয়ণ প্রকল্পভুক্ত রোজ ইসলাম (চর মানিক দাহ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ সরোয়ার হোসেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক তানজিলা আক্তার নিপা।
আলোচনা শেষে জেলার সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন: আহসান হাবিব (কাশিয়ানী), রামেশ রায় (তারাকান্দা), এবং দিলীপ কুমার সাহা (পাটগাতি)। মৎস্য সপ্তাহের এই কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, মৎস্য চাষী, মৎস্যজীবী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীদের মতে, দেশীয় মাছের উৎপাদন ও সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম

জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে পাবনা জেলার ১৯৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় হারিয়েছে প্যাডেল চালিত রিকশাঃ ভরসা এখন ব্যাটারি চালিত অটোরিকশা

বীর মুক্তিযোদ্ধা হুমায়ন মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজস্থলীতে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, আহত ১

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী জিহাদ হোসেন এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

আদমদীঘিতে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত

বাউফলের জেলেদের চাল বিতরণে অনিয়ম: ইউপি সচিবকে শোকজ

লাকসাম ও মনোহরগঞ্জে কোন বৈষম্য রাখবো নাঃ আবুল কালাম

হাটহাজারীতে সরকারি পথে সেমিপাকা ঘর নির্মাণ করে প্রতিবন্ধকতা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ

বালিয়াকান্দিতে ৩১ দফা বাস্তবায়নে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছুটির দিনেও চড়া মোহনগঞ্জে সবজির বাজার

রায়গঞ্জে ব্যারিস্টার বাতেন : ‘৩১ দফাই শান্তি ও সমৃদ্ধির রূপরেখা’
