ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

গোপালগঞ্জে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ২:১০

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

২৪ আগস্ট পর্যন্ত জেলায় চলবে বিভিন্ন সচেতনতামূলক ও প্রেরণাদায়ী কর্মসূচি। কর্মসূচির বাস্তবায়নে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে কাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ সারোয়ার, জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের সরদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তারা।

পোনা অবমুক্তকরণ শেষে একটি বর্ণাঢ্য সড়ক র‍্যালি বের হয়, যা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৎস্য দপ্তরে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে গোপালগঞ্জ মৎস্য ও প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের শতকরা ৬০ ভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাছ চাষ ও আহরণে জড়িত। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, আধুনিক চাষাবাদ পদ্ধতির বিস্তার এবং জলাশয়গুলোকে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার মাধ্যমে আমরা যেমন পুষ্টির চাহিদা পূরণ করতে পারবো, তেমনি বেকারত্ব দূরীকরণেও এই খাত বিশেষ ভূমিকা রাখবে। গোপালগঞ্জে মৎস্য উৎপাদনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।” তিনি আরও বলেন, “সরকার মৎস্য খাতকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। মাঠপর্যায়ে কর্মরত মৎস্য কর্মকর্তারা কৃষকদের পাশে থাকলে এবং মৎস্যচাষীরা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষাবাদ করলে এই খাত আরও সমৃদ্ধ হবে।”

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী। মৎস্যজীবীদের অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে বক্তব্য রাখেন শিমুল মোল্লা (লতিফপুর), সিদ্ধার্থ বিশ্বাস (রসুনাথপুর) এবং আশ্রয়ণ প্রকল্পভুক্ত রোজ ইসলাম (চর মানিক দাহ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ সরোয়ার হোসেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক তানজিলা আক্তার নিপা।

আলোচনা শেষে জেলার সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন: আহসান হাবিব (কাশিয়ানী), রামেশ রায় (তারাকান্দা), এবং দিলীপ কুমার সাহা (পাটগাতি)। মৎস্য সপ্তাহের এই কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, মৎস্য চাষী, মৎস্যজীবী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীদের মতে, দেশীয় মাছের উৎপাদন ও সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান