বালাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" বিষয়ের উপর গুরুত্ব তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক সুজিত কুমার চন্দ বলেছেন, কৃষি, মৎস্য, প্রাণি একে অপরের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জরিত। দিন দিন মৎস্যখাতে উল্লেখযোগ্য সফলতা অর্জন হচ্ছে। ফলে মৎস্য উৎপাদনে বাংলাদেশ এখন দ্বিতীয়। মৎস্য উৎপাদন ও মৎস্য খামারে যান্ত্রিকীকরণ, প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ মাছ চাষ করতে হবে। বালাগঞ্জে বিগত বছরের তুলনায় দ্বিগুণ মাছ চাষ হচ্ছে। অবৈধ জাল দিয়ে প্রাকৃতিক বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেললে, আমাদের মাঝে মাছের আমিষের চাহিদা দেখা দিবে। বেঁচে থাকতে হলে আয়ের প্রয়োজন। আমাদের মৎস্য ও কৃষির চাষযোগ্য প্রচুর জমি ফাঁকা থাকে, ফাঁকা জমিগুলোকে কাজে লাগান।
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি❜ এই প্রতিপাদ্য নিয়ে সিনিয়র বালাগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮অগাস্ট-২৪ আগস্ট) উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভায় এসব কথা বলেন প্রশাসক ও ইউএনও সুজিত কুমার চন্দ।
সোমবার (১৮ অগাস্ট) দুপুর ১২ টায় উপজেলা হলরুমে সিনিয়ন উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান এম মুজিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা আ.জ.ম সালাহ উদ্দিন, কৃষিবিদ আশিকুর রহমান, বালাগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন ভূঁইয়া, বালাগঞ্জ সরকারি দ্বারকা নাথ উচ্চ বিদ্যালয় সাইফুল ইসলাম, এজিএম বালাগঞ্জ, সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন, উপজেলা প্রেসক্লাবের কোষাধক্ষ্য জাগির হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক। আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আগে উপজেলা পরিষদ থেকে উপজেলার মূল ফটক পর্যন্ত মৎস্য সপ্তাহের শোভাযাত্রা পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক হেলাল আহমদ সহ সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও মৎস্যজীবি ও মৎস্যচাষী বৃন্দ।
উল্লেখ্য, মৎস্য সপ্তাহ প্রথম দিনে উপজেলার পুকুরে ২০ কেজি মাছের পোনা উন্মুক্ত করা হয়। এছাড়াও মৎস্য সম্পদ সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রমের বিষয়ে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় ও সমগ্র বালাগঞ্জে ব্যানার, ফেস্টুনসহ, মাইকযোগে প্রচারণা করা হয়। পরিশেষে শ্রেষ্ট মৎস্যচাষী হিসেবে পুরস্কার পেয়েছেন শাহিনুর হাসান, বেলায়েত হোসেন খালিছাদার।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার