ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রীর, ময়নাতদন্ত ছাড়াই করা হলো দাফন


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৯-২০২১ দুপুর ৪:২৪

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা চরাঞ্চলের হতদরিদ্র ও দিনমজুর খড় ব্যবসায়ী আব্দুল জলিলকে (৩৫) পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছেন তারই অসহায় স্ত্রী ও পরিবারের লোকজন। জলিল উপজেলার গাবসারা ইউনিয়নের বড় নলছিয়া গ্রামের আব্দুল লাল চাঁন মুন্সীর ছেলে। গত ৬ আগস্ট জলিলকে খড় কেনার কথা বলে নিজ বাড়ি থেকে কৌশলে বের করে সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার খগেন ঘাটের দিকে নিয়ে রওনা দেয় তার সহযোগী ব্যবসায়ীরা। তার দু-এক দিন পরই নিখোঁজের খবর পান পরিবারের লোকজন।

পরে টানা পাঁচ দিন পর বুধবার রাতে তাকে মেরে ফেলার খবর পান স্বজনরা। এরপর বৃহস্পতিবার সকালে ওই ঘাট থেকে জলিলের ক্ষতবিক্ষত ম‍ৃতদেহ বাড়িতে নিয়ে আসেন তার ছোট ভাই ও স্বজনরা। কিন্তু বৃহস্পতিবারই জলিলের মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই এলাকার কিছু মাতাব্বর ও অভিযুক্তদের সহযোগিতার আশ্বাস ও সঠিক বিচার দেয়ার কথা জানিয়ে স্থানীয় নিকরাইল ইউনিয়নের মাটিকাটা কবরস্থানে দাফন করেন। এরপর থেকে জলিলের পরিবারকে কোনো সহযোগিতা না করে উল্টো নানা ধরনের হুমকির শিকার হতে হচ্ছে ভুক্তভোগী পরিবারের।

এ ঘটনায় পরিকল্পিতভাবে দিনমজুর আব্দুল জলিলের হত্যার বিচার ও তার মৃতদেহ উত্তোলন করে ময়নাতদন্তের দাবিতে রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন জলিলের স্ত্রী-সন্তান, ভুক্তভোগী পরিবারের লোকজসহ বড় নলছিয়া গ্রামবাসী। এ সময় ভুক্তভোগী জলিলের স্ত্রী বুলবুলি তার স্বামী হত্যার বিচার ও লাশ উত্তোলন করে ময়নাতদন্তের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

হতদরিদ্র জলিলের স্ত্রী বুলবুলি জানান, আমার স্বামী স্থানীয় লোকজনদের সাথে নৌকাযোগে খড় (গোখাদ্য) কেনা-বেচা ব্যবসার সাথে জড়িত ছিল। গত ৬ আগস্ট শুক্রবার দুপুর ১২টার দিকে বড় নলছিয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে হাফেজ (৪৫), আব্দুলের ছেলে মিজানুর (২৫), রুস্তমের ছেলে নূর ইসলাম (৩০), সুরমানের ছেলে শাকিল (২৮), ইউছুফের ছেলে জহির (২৮), মজনুর ছেলে জাহাঙ্গীর (৩৮), জানির ছেলে পরবত (৩৫), চেরাগ আলীর ছেলে লাল চাঁন (৩৩) আমাদের বাড়িতে এসে আমার স্বামীকে খড় কেনা-বেচা করতে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে বাড়ি থেকে সঙ্গে নিয়ে যায়। 

এ সময় আমার স্বামী (জলিল) তাদের বলেন, আমি তো গতকালই তোমাদের বলে দিয়েছি আমি আজ খড়ের কাজে যাব না। পরে তারা একপর্যায়ে জোর করে আমার স্বামীকে নিয়ে যায়। আমাদের কোনো মোবাইল ফোন না থাকায় আমার স্বামী (জলিল) বা তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। ৫ দিন পর বুধবার ০১৭৩১-১৯২৩০২ নাম্বার থেকে জানানো হয়, আমার স্বামী খড় বিক্রি করতে সিরাজগঞ্জে জেলার চৌহালী বাজারে গেছেন। এর পরদিন বৃহস্পতিবার হাফেজের স্ত্রী আমার বাড়িতে এসে আমাকে জানায় তোমার স্বামী পানিতে ডুবে মারা গেছে। এ সংবাদে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে আমার দেবর মুসা ও জাহাঙ্গীর তার খোজ নেয়ার জন্য সিরাজগঞ্জ জেলার চৌহালীর খগেন ঘাটের দিকে রওনা দেয়। ভোর রাতের দিকে আমার স্বামীর লাশ বাড়িতে নিয়ে আসে। আমার স্বামীর লাশ বাড়িতে আনার পর তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন দেখি।

তিনি ‍আরো বলেন, এরপর এ ঘটনায় ভূঞাপুর থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়। কিন্ত আসামিরা জোর করে তার দাফন সম্পন্ন করে। আমার মানসিক অবস্থা স্বাভাবিক হলে ভূঞাপুর থানায় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের আবেদন করি। কিন্তু ভূঞাপুর থানা পুলিশ মামলাটি গ্রহণ না করে সিরাজগঞ্জ জেলার চৌহালী থানায় মামলা দায়েরের কথা বলে। আমার বিশ্বাস আসামিরা পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করেছে।

তিনি জানান, পরবর্তীতে হত্যার রহস্য উন্মোচনের জন্য আসামিদের নাম উল্লেখ করে টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করা হয়। পরে আদালত মামলাটি ভূঞাপুর থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করে। আমি আমার স্বামীর লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওহাব সাংবাদিকদের জানান, টাঙ্গাইলের আদালত মামলা সংশ্লিষ্ট বিষয়ে যেসব তথ্য চেয়েছে তা সংগ্রহ করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করব।

এমএসএম / জামান

পেশাগত নিষ্ঠার স্বীকৃতি বিশেষ সম্মাননায় ভূষিত হলেন সাংবাদিক সাইফুদ্দিন রমিজ

বিএনপির মনোনয়ন প্রত্যাশি সামিরা আজিম দোলার বিশাল মোটরসাইকেল শোডাউন

রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়েজের লাশ উত্তোলন

কুমিল্লা-৯ আসনে শো-ডাউন দিয়ে জনপ্রিয়তার জানান বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা

নাগেশ্বরীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

গোপালগঞ্জ-১ আসনে বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াতের প্রার্থীরা ব্যাপক প্রচারণায়

সিডিএ’র ভূমি অধিগ্রহণে শতকোটির ঘুষ বাণিজ্য

সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরন ও সমাবেশ অনুষ্ঠিত

সুবর্ণচরে ভুমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

জরাজীর্ণ ভবনে চলছে নয়াবিল ইউনিয়ন পরিষদের কার্যক্রম: ব্যহত হচ্ছে সেবা

বাগেরহাট জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সরকারি বিধি-নিষেধ মেনে নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের লায়ন নূর ইসলামের লিফলেট বিতরণ শুরু

শান্তিগঞ্জে বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা ও পিকআপ উদ্ধার