সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় বেপরোয়া জাকির

একটা সময় চরমপন্থীদের অভয় অরণ্য ছিল এই কুষ্টিয়াতে। চরমপন্থী সংগঠনের শীর্ষ নেতারা রাষ্ট্রের মধ্যে একটি ভিন্ন রাষ্ট্র গড়ে তুলেছিল এবং তাদের আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সহ টেন্ডারবাজি,চাঁদাবাজির সহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হতো এই কুষ্টিয়াতে। তবে সময়ের পরিবর্তনে ও প্রশাসনের সঠিক পদক্ষেপে কালের পরিবর্তনে চরমপন্থী সংগঠনগুলো নিষ্ক্রিয় হয়েছিল কিন্তু তৎকালীন সরকারের এক প্রভাবশালী রাজনৈতিক নেতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুবুল আলম হানিফ ও তার ভাই কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার নিয়ন্ত্রণে ছিল চরমপন্থী সংগঠনের শীর্ষ নেতারা। কিন্তু গত বছরের ৫-ই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হলে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্র বিন্দুতে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ জাতীয়তাবাদী দল -(বিএনপি)। আর এখন এই বৃহত্তর রাজনৈতিক দলের কুষ্টিয়া জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব জাকির হোসেন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে চরমপন্থী সংগঠন ও শীর্ষ চরমপন্থী নেতারা। যা ইতিমধ্যে বিভিন্ন জাতীয় দৈনিক ও প্রথম শ্রেণীর টেলিভিশনের সংবাদ প্রকাশ হয়েছে।
ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ছাত্র শিবিরের রাজনীতির মধ্য দিয়ে তার উত্থান এবং পরবর্তীতে বিএনপিতে যোগ দেয়। কিন্তু দলটির কোনো আন্দোলন সংগ্রামে তার ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। দলের দুঃসময়ে দলের পাশে না থাকলেও অদৃশ্য শক্তির বলে গত বছরে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব পদ'টি বাগিয়ে নেই।এরপর থেকেই তার বেপরোয়া ও অপরাধমূলক কর্মকাণ্ড শুরু হতে থাকে। কুষ্টিয়া জেলা বিএনপি'র সাধারণ কর্মীরা বলেন, টাকার বিনিময়ে আওয়ামী লীগের পদ ধারী লোকদেরকে বিএনপিতে দায়িত্বশীল পদে দেওয়া হয়েছে। এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের সঙ্গে ষড়যন্ত্র করে কুষ্টিয়া তে বিএনপি'র জনপ্রিয়তা নষ্টের মিশনে নেমেছে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। একের পর এক চাঁদাবাজি, কমিটি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, এবং দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি সহ বিভিন্ন মৌখিক ও লিখিত অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র কেন্দ্রীয় নেতাদের কাছে দেওয়া হয়েছে এবং আগামীর দেশ নায়ক, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছেও অনেক অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগের পরিপ্রেক্ষিতে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় চিন্তিত সবায় এবং ব্যবস্থা না নেওয়ার ফলে দিনে দিনে আরো বেপরোয়া হয়ে উঠছে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
এ বিষয়ে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক-(খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত এর হোয়াটসঅ্যাপ নাম্বারে একাধিক বার কল দিলেও তিনি কলটি রিসিভ করেনি কিন্তু ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের অভিযোগের বিষয়ে আজ থেকে তিন মাস আগে প্রতিবেদকের এক মোবাইল কল ইন্টারভিউতে বলেছিল সমস্ত অভিযোগের বিষয়ে তদন্ত চলমান আছে এবং খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তিন মাস অতিবাহিত হলেও এখনো সাংগঠনিকভাবে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
আর কেন্দ্রের নেতাদের এমন দায়িত্বহীনতাকে অন্য চোখে দেখছে জেলার প্রবীণ নেতারা। এ বিষয়ে বিএনপি'র প্রবীণ রাজনৈতিক নেতা কুমারখালী উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম আনসার প্রামানিক বলেন, কেন্দ্রের নেতাদের এমন দায়িত্বহীনতা প্রমাণ করে দেয় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার তাদের কেও ম্যানেজ করে নিয়েছে।কারণ একের পর এক অভিযোগ পাঠালেও সাংগঠনিকভাবে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। আর এই ব্যবস্থা না নেওয়াই তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন দেশ টিভিতে শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থী নেতা লিপটন এর আশ্রয় দাতা হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নাম ও তাদের কর্মকান্ডের একটি সংবাদ প্রচারের পর সারা বাংলাদেশে টনক নড়লেও বিএনপি'র কেন্দ্রীয় নেতাদের টনক না নড়াই কুষ্টিয়া তে সমালোচনার সৃষ্টি হয়েছে কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে।
এমএসএম / এমএসএম

পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মির্জাগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আকতার হোসেনের সংবাদ সম্মেলন

পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের বারো দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

অনির্বাণের আয়োজনে লেখক ও কবিদের চলনবিল ভ্রমণ ও সাহিত্য আড্ডা

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

ভূঞাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত

পাঁচবিবিতে উপজেলা স্কাউটের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

তাড়াশের ২ জন পাচারকারী র্যাব-১২’র অভিযানে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূতিসহ গ্রেফতার

বাউফলে দুই বাড়িতে ডাকাতি; গণপিটুনিতে নিহত ১

কুড়িগ্রাম -১আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা:মো: ইউনুস আলী
