মান্দায় লিজের নামে অর্ধ কোটি টাকা ডিসিআর বানিজ্যের অভিযোগ
                                    নওগাঁর মান্দায় দেলুয়াবাড়ি হাটের চান্দিনা ভিটা (সরকারি জমি) লিজ প্রদানের নামে প্রায় অর্ধকোটি টাকা ডিসিআর বানিজ্যের অভিযোগ উঠেছে। দীর্ঘ ছয়মাসের বেশি সময় থেকে এখন পর্যন্ত এসিল্যান্ড শূন্য থাকায় প্রশাসনের কর্মকর্তা ও কিছু অসাধু ব্যক্তিদের সহযোগিতায় সাবেক ইউএনও’র স্বাক্ষরিত ডিসিআরের কপিগুলো গত জুন মাসের প্রথম সপ্তাহে প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,উপজেলা সদরে প্রতি বর্গ মিটার জমির জন্য ডিসিআর মূল্য ৫০টাকা ও উপজেলার বাহিরের হাটবাজারের জন্য প্রতি বর্গ মিটার ১৩ টাকা হারে নির্ধারণ করা আছে। কাগজে কলমে ডিসিআর মূল্যে ঠিক থাকলেও বাস্তবে তার উল্টো। গত জুন মাসে উপজেলার দেলুয়াবাড়ী হাটে ৩৫ জন ব্যবসায়ীকে ডিসিআর প্রদান করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্প্রতি উপজেলার দেলুয়াবাড়ী বাজারে  আধাপাকা ঘর-নির্মাণের সহযোগিতার অংশ হিসাবে চান্দিনা ভিটা লীজ দেওয়ার নামে আবেদন সংগ্রহ ও ডিসিআর প্রদানের নামে প্রায় অর্ধকোটি টাকা বানিজ্যের গুঞ্জন আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে। 
শুক্রবার (২২ আগষ্ট) সরেজমিনে দেলুয়াবাড়ি বাজারে গেলে দেখা যায়, মোটা টাকার বিনিময়ে ব্যবসায়ীরা ডিসিআর পেয়ে ইতিমধ্যে মহোৎসবে ইট ও বালি দিয়ে আধা পাকা ঘর নির্মাণের কাজ শুরু করছেন। এবারের এই সুযোগ হারালে ব্যবসায়ীরা আর কোনদিন ঘর নির্মাণ করতে পারবেন না। সেই জন্য অধিক লোকবল কাজে লাগিয়ে তড়িঘড়ি করে কাজ করতে দেখাগেছে। 
সরেজমিনে গেলে স্থানীয়রা বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে একসাথে এত ঘর নির্মাণের সুযোগ কখনো ব্যবসায়ীরা পায়নি। এজন্য মহা উল্লাসে ও উৎসবে আধাপাকা ঘর নির্মাণের কাজ করছেন তারা। এ কাজে সহযোগিতা করছেন,কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, দেলুয়াবাড়ী হাটের “কাপড়পট্রি একতা সমিতির সভাপতি আহসান হাবিব ও ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার বলে জানাগেছে। এদের সহযোগিতায় ডিসিআর দেওয়ার নামে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা বলে স্থানীরা জানান।
এ ব্যাপারে দেলুয়াবাড়ী বাজার এলাকার মিজানুর রহমান নামে এক ব্যক্তি বলেন, চেয়ারম্যান নওফেল আলী মন্ডলের সহযোগিতায় ব্যবসায়ীরা লীজের নামে হাটের সরকারি জমিতে ঘর নির্মাণ করছেন তারা।
দেলুয়াবাড়ী বাজারের “কাপড় পট্টি একতা সমিতির” সভাপতি আহসান হাবিব বলেন, আবেদনের নামে ইউএনও অফিসের প্রদীপ কুমারকে ২৫ হাজার ৫শ টাকা দেওয়া হয়েছে । পরে ডিসিআর দেওয়ার নামে তিনি আরো ২ হাজার ৫ শত টাকা নিয়েছেন। এভাবে আমার মাধ্যমে ২৬ জনের টাকা তাকে দিয়েছি।এছাড়াও অন্য ব্যবসায়ীরা বিভিন্ন মাধ্যমে অফিসে যোগাযোগ করে ডিসিআর গ্রহণ করেছেন।তারা কত টাকার বিনিময়ে ডিসিআর গ্রহণ করেছে তা আমার জানা নেই। সমিতির সভাপতি হিসেবে আমি ব্যবসায়ীদের সহযোগিতা করেছি মাত্র। যারা ঘর নির্মাণ করছে তারা সকলে পুরাতন কাপড় ব্যবসায়ী। ডিসিআর নিয়ে নিয়ম মেনে ব্যবসায়ীরা ঘর নির্মাণ করছে। ডিসিআরের বাহিরে একটা ঘর নির্মাণ করতে চেয়েছিল সেটা নির্মাণে বাঁধা দিয়েছি। 
বাজারের খলিলুর রহমান নামে একব্যক্তি বলেন,অত্র বাজারের (কাপড়পট্রির) সভাপতি আহসান হাবিব একদিন আমাকে বলেছিলেন, বাজারের জমি লিজ নিতে প্রত্যেক ব্যবসায়ীর খরচ হয়েছে ৬০/৭০ হাজার টাকা। কলিমদ্দীন নামে এক মেকার জমি লীজের জন্য ৩০ হাজার টাকা দিয়েছিল। কিন্তু তার টাকার অংক কম হওয়ায় তাকে ডিসিআর দেননি।
এ ব্যাপারে কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডলের সাথে কথা হলে তিনি বলেন,হাটের ব্যবসায়ীরা আবেদন করে জমি ডিসিআর নিয়েছে। আমার সাথে ডিসিআর বিষয়ে কারো আর্থিক লেনদেন হয়নি। অফিস কত টাকা নিয়েছে বা কি করেছে তা আমার জানা নেই।
এব্যাপারে ইউএনও অফিেেসর উপ-প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমারের সাথে কথা হলে তিনি জানান, এবিষয়ে আমার জানা নেই। যা করেছে ভূমি অফিসের কর্মকর্তারা করেছে। তবে আমার এলাকার দু একটা সুপারিশ ছিল। আমি অতিরিক্ত কোন টাকা গ্রহণ করিনি বলে দায় এড়িয়ে যান ।
ভূমি অফিসের সার্ভেয়ার এমদাদুল হক বলেন, আবেদন হওয়ার পর আমি সার্ভে করে চলে এসেছি। আর্থিক লেনদেন কারো সাথে হয়েছে কিনা এটা আমার জানা নেই। আমি এর সাথে জড়িত না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আখতার জাহান সাথী বলেন,লিজের নামে কোন বানিজ্য হয়েছে কিনা জানা নেই। তবে বাজারের চান্দিনা ভিটা লিজ নিয়ে আধাপাকা ঘর নির্মাণ করতে পারবে। আমি মান্দাতে কিছুদিন আগে যোগদান করেছি। হাটের জমি লীজের বিষয়ে আমার জানা নেই। তবে এখন শোনলাম মাত্র।
এমএসএম / এমএসএম
                আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
                চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের
                গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত
                সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু
                ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়
                নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০
                ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
                মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত
                ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান
                সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ
                হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
                আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল