মান্দায় লিজের নামে অর্ধ কোটি টাকা ডিসিআর বানিজ্যের অভিযোগ

নওগাঁর মান্দায় দেলুয়াবাড়ি হাটের চান্দিনা ভিটা (সরকারি জমি) লিজ প্রদানের নামে প্রায় অর্ধকোটি টাকা ডিসিআর বানিজ্যের অভিযোগ উঠেছে। দীর্ঘ ছয়মাসের বেশি সময় থেকে এখন পর্যন্ত এসিল্যান্ড শূন্য থাকায় প্রশাসনের কর্মকর্তা ও কিছু অসাধু ব্যক্তিদের সহযোগিতায় সাবেক ইউএনও’র স্বাক্ষরিত ডিসিআরের কপিগুলো গত জুন মাসের প্রথম সপ্তাহে প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,উপজেলা সদরে প্রতি বর্গ মিটার জমির জন্য ডিসিআর মূল্য ৫০টাকা ও উপজেলার বাহিরের হাটবাজারের জন্য প্রতি বর্গ মিটার ১৩ টাকা হারে নির্ধারণ করা আছে। কাগজে কলমে ডিসিআর মূল্যে ঠিক থাকলেও বাস্তবে তার উল্টো। গত জুন মাসে উপজেলার দেলুয়াবাড়ী হাটে ৩৫ জন ব্যবসায়ীকে ডিসিআর প্রদান করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্প্রতি উপজেলার দেলুয়াবাড়ী বাজারে আধাপাকা ঘর-নির্মাণের সহযোগিতার অংশ হিসাবে চান্দিনা ভিটা লীজ দেওয়ার নামে আবেদন সংগ্রহ ও ডিসিআর প্রদানের নামে প্রায় অর্ধকোটি টাকা বানিজ্যের গুঞ্জন আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার (২২ আগষ্ট) সরেজমিনে দেলুয়াবাড়ি বাজারে গেলে দেখা যায়, মোটা টাকার বিনিময়ে ব্যবসায়ীরা ডিসিআর পেয়ে ইতিমধ্যে মহোৎসবে ইট ও বালি দিয়ে আধা পাকা ঘর নির্মাণের কাজ শুরু করছেন। এবারের এই সুযোগ হারালে ব্যবসায়ীরা আর কোনদিন ঘর নির্মাণ করতে পারবেন না। সেই জন্য অধিক লোকবল কাজে লাগিয়ে তড়িঘড়ি করে কাজ করতে দেখাগেছে।
সরেজমিনে গেলে স্থানীয়রা বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে একসাথে এত ঘর নির্মাণের সুযোগ কখনো ব্যবসায়ীরা পায়নি। এজন্য মহা উল্লাসে ও উৎসবে আধাপাকা ঘর নির্মাণের কাজ করছেন তারা। এ কাজে সহযোগিতা করছেন,কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, দেলুয়াবাড়ী হাটের “কাপড়পট্রি একতা সমিতির সভাপতি আহসান হাবিব ও ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার বলে জানাগেছে। এদের সহযোগিতায় ডিসিআর দেওয়ার নামে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা বলে স্থানীরা জানান।
এ ব্যাপারে দেলুয়াবাড়ী বাজার এলাকার মিজানুর রহমান নামে এক ব্যক্তি বলেন, চেয়ারম্যান নওফেল আলী মন্ডলের সহযোগিতায় ব্যবসায়ীরা লীজের নামে হাটের সরকারি জমিতে ঘর নির্মাণ করছেন তারা।
দেলুয়াবাড়ী বাজারের “কাপড় পট্টি একতা সমিতির” সভাপতি আহসান হাবিব বলেন, আবেদনের নামে ইউএনও অফিসের প্রদীপ কুমারকে ২৫ হাজার ৫শ টাকা দেওয়া হয়েছে । পরে ডিসিআর দেওয়ার নামে তিনি আরো ২ হাজার ৫ শত টাকা নিয়েছেন। এভাবে আমার মাধ্যমে ২৬ জনের টাকা তাকে দিয়েছি।এছাড়াও অন্য ব্যবসায়ীরা বিভিন্ন মাধ্যমে অফিসে যোগাযোগ করে ডিসিআর গ্রহণ করেছেন।তারা কত টাকার বিনিময়ে ডিসিআর গ্রহণ করেছে তা আমার জানা নেই। সমিতির সভাপতি হিসেবে আমি ব্যবসায়ীদের সহযোগিতা করেছি মাত্র। যারা ঘর নির্মাণ করছে তারা সকলে পুরাতন কাপড় ব্যবসায়ী। ডিসিআর নিয়ে নিয়ম মেনে ব্যবসায়ীরা ঘর নির্মাণ করছে। ডিসিআরের বাহিরে একটা ঘর নির্মাণ করতে চেয়েছিল সেটা নির্মাণে বাঁধা দিয়েছি।
বাজারের খলিলুর রহমান নামে একব্যক্তি বলেন,অত্র বাজারের (কাপড়পট্রির) সভাপতি আহসান হাবিব একদিন আমাকে বলেছিলেন, বাজারের জমি লিজ নিতে প্রত্যেক ব্যবসায়ীর খরচ হয়েছে ৬০/৭০ হাজার টাকা। কলিমদ্দীন নামে এক মেকার জমি লীজের জন্য ৩০ হাজার টাকা দিয়েছিল। কিন্তু তার টাকার অংক কম হওয়ায় তাকে ডিসিআর দেননি।
এ ব্যাপারে কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডলের সাথে কথা হলে তিনি বলেন,হাটের ব্যবসায়ীরা আবেদন করে জমি ডিসিআর নিয়েছে। আমার সাথে ডিসিআর বিষয়ে কারো আর্থিক লেনদেন হয়নি। অফিস কত টাকা নিয়েছে বা কি করেছে তা আমার জানা নেই।
এব্যাপারে ইউএনও অফিেেসর উপ-প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমারের সাথে কথা হলে তিনি জানান, এবিষয়ে আমার জানা নেই। যা করেছে ভূমি অফিসের কর্মকর্তারা করেছে। তবে আমার এলাকার দু একটা সুপারিশ ছিল। আমি অতিরিক্ত কোন টাকা গ্রহণ করিনি বলে দায় এড়িয়ে যান ।
ভূমি অফিসের সার্ভেয়ার এমদাদুল হক বলেন, আবেদন হওয়ার পর আমি সার্ভে করে চলে এসেছি। আর্থিক লেনদেন কারো সাথে হয়েছে কিনা এটা আমার জানা নেই। আমি এর সাথে জড়িত না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আখতার জাহান সাথী বলেন,লিজের নামে কোন বানিজ্য হয়েছে কিনা জানা নেই। তবে বাজারের চান্দিনা ভিটা লিজ নিয়ে আধাপাকা ঘর নির্মাণ করতে পারবে। আমি মান্দাতে কিছুদিন আগে যোগদান করেছি। হাটের জমি লীজের বিষয়ে আমার জানা নেই। তবে এখন শোনলাম মাত্র।
এমএসএম / এমএসএম

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা
