ঢাকা বৃহষ্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

শালিখায় কৃষিতে জনপ্রিয় হচ্ছে পার্চিং পদ্ধতি


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ১২:২৫

দিন দিন কৃষিতে জনপ্রিয় হচ্ছে পার্চিং পদ্ধতি, মাগুরার শালিখায় ধান ক্ষেতের পোকা দমনে কীটনাশকের পরিবর্তে কৃষকেরা পার্চিং পদ্ধতি ব্যবহার করছেন।

ফসলের মাঠে ক্ষতিকারক পোকা দমনে কৃষকেরা তাদের ফসলি মাঠে পাখি বসার জন্য বাঁশের কঞ্চি, ধইনঞ্চার ডাল, খুঁটি বা গাছের ডাল পুঁতে রাখছেন। যাতে করে ক্ষতিকারক পোকামাকড় পাখি খেয়ে ফেলে, ফলে ফসলে ক্ষতিকারক কীটনাশক কম লাগে। পার্চিং একটি পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী পদ্ধতি যা ফসলের উৎপাদন বাড়ায় এবং পরিবেশের জন্য উপকারী। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর উপজেলার ৭টি ইউনিয়নের আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ হাজার ৭৯০ হেক্টর  যার ৮০ ভাগ জমিতে ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমনে ব্যবহার করা হয়েছে পার্চিং পদ্ধতি। 

উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকেরা ধান ক্ষেতের মধ্যে বাঁশের লাঠি ও বিভিন্ন গাছের ডাল (খুঁটি) পুঁতে রেখেছে, এসব ডালে খুঁটির উপরে দোয়েল, ফিঙ্গে, শালিকসহ বিভিন্ন প্রজাতির পাখি বসে আছে, এসকল পাখি ধানক্ষেতের পোকা খেয়ে ফেলছে।

উপজেলার আড়পাড়া ইউনিয়নের দরিশলই গ্রামের কৃষক বদরুল আলম জানান, ধান ক্ষেতের ক্ষতিকর ঘাস ফড়িং, চুঙ্গি, পাতা মোড়ানো, ও মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পার্চিং পদ্ধতি ব্যবহার করছি। 

একই গ্রামের কৃষক তপন বিশ্বাস বলেন, আমার ধান ক্ষেতের মধ্যে অনেক গুলো গাছের ডাল পালা পুঁতে রেখেছি এসব ডালে পাখি বসে ক্ষেতের ক্ষতিকর পোকা খেয়ে ফেলে। এতে করে কীটনাশকের পরিমান কম লাগবে।

উপসহকারী কৃষি কর্মকর্তা পলাশ রায় জানান, ক্ষতিকর পোকার হাত থেকে ক্ষেতের ফসল রক্ষায় শালিখার অধিকাংশ কৃষক পার্চিং পদ্ধতি ব্যবহার করছে। পার্চিং পদ্ধতি এক পরিবেশ বান্ধব পদ্ধতি। বিনা খরচে এ পদ্ধতি ব্যবহার করে কৃষকেরা যেমন পোকার হাত থেকে ফসল রক্ষা করছেন, তেমনি আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল হাসনাত জানান, শালিখা উপজেলার ৮০ শতাংশ ধানের জমিতে পার্চিং এর কাজ চলমান রয়েছে। কৃষি বিভাগের পার্চিং, কৃষকদের সচেতনতা বৃদ্ধিতে আয়োজিত উঠান বৈঠক ও অন্যান্য পরিবেশ বান্ধব চাষাবাদ কর্মসূচির কারণে কীটনাশকের ব্যবহার ৫০ শতাংশ কমে গিয়েছে। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে মরা গরুর মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদাল ব্যবসায়ীকে ১৫দিনের জেল

নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জে সেনাবাহিনীর নিরাপত্তা তৎপরতা জোরদার

শীতে কাঁপছে মাধবপুর

কাপ্তাইয়ে পরিত্যক্ত জমিতে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনে সফলতা

জুড়ী মডেল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নেত্রকোনায় নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া-তার পরও ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান

বাউফলে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির কোরআন খতম ও দোয়া

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গভীর শোক

চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের ঢল

মোহনগঞ্জে নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া, ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান

নাটোরের সিংড়ায় কচুরিপানার কবলে ৫ হাজার হেক্টর জমি

সরিষার বাম্পার ফলনের আশায় শিবচরের কৃষকরা