ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

বাগেরহাটে ইসলামী আন্দোলনের প্রার্থী মোল্লা মো. মুজিবুর রহমান শামিমের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৮-২০২৫ দুপুর ১:৪

সোমবার (২৫ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট-১ আসনের মনোনীত প্রার্থী মোল্লা মো. মুজিবুর রহমান শামিমের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রায় দেড় হাজার মোটরসাইকেল এবং শতাধিক পিকআপ ভ্যান নিয়ে প্রায় দশ হাজার নেতা-কর্মী এই কর্মসূচিতে অংশ নেন। শোভাযাত্রাটি চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাটের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

প্রখর রোদের তীব্রতা উপেক্ষা করে নেতা-কর্মীরা হাতে দলীয় পতাকা ও প্রতীক হাতপাখা নিয়ে স্লোগান দেন। সকাল থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি চিতলমারী থেকে মোল্লাহাট, বড়ঘাট বাজার, চরকুলিয়া, গাংনি, নাশুখালি বাজার হয়ে ফকিরহাটের বটতলা পর্যন্ত যায়। এরপর নোয়াপাড়া হয়ে কাটাখালি মোড় প্রদক্ষিণ করে পুনরায় বটতলা হয়ে গোদাড়া গেট, বাখরগঞ্জ বাজার ও চিতলমারী বাজার অতিক্রম করে নালুয়া বাজারে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত বক্তব্য এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তব্যে মোল্লা মো. মুজিবুর রহমান শামিম বলেন, "আমাদের দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে দেশ নতুন দিগন্তের সূচনা করবে। দল-মত নির্বিশেষে সবাইকে আগামী নির্বাচনে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানাই। আপনাদের সমর্থন পেলে চিতলমারীকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলব, যাতে এখানকার কোনো শিক্ষিত ছেলে-মেয়ে বেকার না থাকে।" শোভাযাত্রায় স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এই শোভাযাত্রার সফল আয়োজনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট-১ আসনের প্রার্থী মোল্লা মো. মুজিবুর রহমান শামিম, আহ্বায়ক মাওলানা নিজাম উদ্দিন, জেলা সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, সেক্রেটারি হাফেজ মাওলানা মোসারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি নুরুজ্জামান, জেলা যুব আন্দোলনের সভাপতি মুফতি তরিকুল ইসলাম, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মো. মহিবুল্লাহ, চিতলমারী উপজেলা সভাপতি ডা. আবুল কালাম কাজী ও সেক্রেটারি মাওলানা শাহাদত হুসাইন, যুব আন্দোলন চিতলমারী উপজেলা সভাপতি ডা. নাজমুল হুদা, মোল্লাহাট উপজেলা সভাপতি মাওলানা মো. মিজানুর রহমান ও সেক্রেটারি মো. আবুল বাশার ফকির, ফকিরহাট উপজেলা সভাপতি মো. ইমরান বিন লুতফর ও সেক্রেটারি মাওলানা মো. আল-আমিন, এবং মোটরসাইকেল শোভাযাত্রা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শেখ বাদশা আলম, জাহাঙ্গীর আলম মুন্সী ও মো. আব্দুল্লাহ গাজী।

এমএসএম / এমএসএম

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

সিংড়ায় যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ

নাগেশ্বরী অগ্রহণী ব্যাংকে গ্রাহক হয়রানী চরমে