ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৮-৮-২০২৫ দুপুর ৪:৫৭

রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়ন ইউপির লালপুর মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মুনসুর রহমান ব্যাক ডেট ও জালিয়াতির মাধ্যমে নিয়োগের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্তে অসুস্থতার কারন দেখিয়ে হাজির হন নি বলে নিশ্চিত করেন তদন্ত কারী কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান ও অভিযোগ কারী তানোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, লালপুর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম। রবিবার সকাল ১১ টা ৩০ মিনিটে ভারপ্রাপ্ত অধ্যাক্ষ ও অভিযোগ কারীকে স্ব শরীরে মাধ্যমিক শিক্ষা অফিসে উপস্থিত হওয়ার জন্য গত ১৯ আগষ্ট ১৫৫ নম্বর স্মারকে হাজির হওয়ার জন্য নোটিশ জারি করা হয়। অভিযোগ কারী শরিফুল সঠিক সময়ে হাজির হলেও অসুস্থতার কারন দেখিয়ে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মুনসুর রহমান। যার প্রেক্ষিতে শিক্ষা অফিসার তদন্ত রিপোর্ট দাখিল করেছেন।

তদন্তে রিপোর্টে শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বলেন, লালপুর মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত নিম্মস্বাক্ষরকারীর কার্যালয়ে অদ্য ২৪/৮/২০২৫ ইং তারিখে বেলা ১১.৩০ ঘটিকায় বাদী বিবাদী উভয় পক্ষকে প্রমানসহ উপস্থিত থাকার জন্য নোটিশ করা হয়েছিল। যথা সময়ে বাদী শরিফুল ইসলাম উপস্থিত হলেও বিবাদী উপস্থিত না হয়ে জ্বর হয়েছে মর্মে একটি আবেদন পাঠান। সরকারি ডাক্তারের রিপোর্ট ব্যতিত অসুস্থতার আবেদন আমলে নেয়া হয়নি। তাছাড়া বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো( ব্যানবেইস) শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ-২০২৪ এর তথ্য অনুযায়ী ৩০/৬/২০২৪ পর্যন্ত লালপুর মডেল কলেজের শিক্ষক কর্মচারীর তালিকায় অভিযুক্ত বা নিয়োগ পাওয়া আবুল কালাম আজাদ, প্রদর্শক (জীব বিজ্ঞা) ও মতিউর রহমান, অফিস সহায়ক এর নাম নাই। সুতরাং লালপুর মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা আছে মর্মে প্রতীয়মান (কারন জুলাই -আগষ্ট /২০২৪ এর পর শিক্ষা মন্ত্রণালয়ের, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক শিক্ষা বোর্ড কর্তৃক কোন শিক্ষা প্রতিষ্ঠানে এডহক ব্যতিত নিয়োমিত কমিটি নাই। নিয়োমিত কমিটি ছাড়া নিয়োগ দিতে পারেনা।এদিকে জালিয়াতি নিয়োগ প্রমানিত হওয়ায় ৪৫১ নম্বর স্মারকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা: আসাদুজ্জামান স্বাক্ষরিত গত ২০ আগষ্ট কারন দর্শনোর নোটিশ দেয়া ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মুনসুর রহমান কে। নোটিশ প্রাপ্তির দুই দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। নোটিশে বলা হয় গত ৬/৬/২০২৫ ইং তারিখে আপনার প্রতিষ্ঠানে কর্মরত আবুল কালাম আজাদ, প্রদর্শক(জীব বিজ্ঞান) ও মতিউর রহমান, অফিস সহায়ক- এর এমপিওভুক্তির জন্য অত্র কার্যালয়ে আবেদন করেছিলেন। তাদের এমপিওভুক্তির জন্য নিয়োগ সংক্রান্ত কাগজপত্রাদি ( নিয়োগপত্র, যোগদানপত্র, পত্রিকার বিজ্ঞপ্তি, রেজুলেশন, সিএস কপিসহ অন্যান্য) অনৈতিক ভাবে স্বাক্ষর জালিয়াতি করে নতুনভাবে তৈরি করে তাদের এমপিওভুক্তি করিয়েছেন। যা ইতিমধ্যে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয় তথা উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে এবং অনেক সংবাদপত্র এবং মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এহেন কর্মকাণ্ডের জন্য কেন ভারপ্রাপ্ত অধ্যাক্ষের বেতন ভাতা বন্ধসহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবেনা,তার জবাব আগামী দুই কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবর স্ব শরীরে উপস্থিত হয়ে দাখিলের জন্য নির্দেশক্রুমে অনুরোধ করা হলো।

অভিযোগ কারী শরিফুল ইসলাম জানান, তদন্তের জন্য সঠিক সময়ে উপস্থিত হয়ে যাবতীয় প্রমান দাখিল করেছি। কিন্তু খোড়া অজুহাত দেখিয়ে ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মুনসুর উপস্থিত হননি। তিনি অসুস্থতার কথা বললেও কোন ডাক্তারি রিপোর্ট দেয়নি। একারনে শিক্ষা অফিসার তদন্ত রিপোর্ট দিয়েছে। শুধু তাই না মাধ্যমিক উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল থেকে তাকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সেটারও কোন জবাব দেননি। তিনি যে জালিয়াতি করেছেন এটা প্রমানিত। (ভারপ্রাপ্ত অধ্যাক্ষ) মুনসুর রহমানের ব্যক্তিগত ০১৩৯৭০২৭৩৮ মোবাইল নম্বরে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

কাপাসিয়া 'ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরে' অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত