ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

সন্দ্বীপ উপজেলা বিএনপির ৫ সিনিয়র নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৯-৮-২০২৫ দুপুর ২:৩৮

সন্দ্বীপ উপজেলা বিএনপির পাঁচ সিনিয়র নেতার বিরুদ্ধে একটি অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত “৫ মোড়লের কব্জায় সন্দ্বীপ” শিরোনামের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রতিবাদের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযুক্ত নেতৃবৃন্দ জানান,
“আমাদের দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো কোনো অন্যায়, অবিচার কিংবা অনৈতিক কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত ছিলাম না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক অর্থনৈতিক সুবিধাও গ্রহণ করিনি। অথচ রাজনৈতিকভাবে আমাদের অবস্থান দুর্বল করতে কিছু সুবিধাবাদী মহল মোটা টাকার বিনিময়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

তারা আরও বলেন, “প্রকাশিত সংবাদে অবৈধভাবে টিউবওয়েল ভাগ করে নেওয়া, নদীতে ভেসে আসা মহিষ আত্মসাৎ, ফেরি ও গুপ্তছড়া সড়কে ঠিকাদারি বাণিজ্য, এবং মগধরায় খাল দখলকে কেন্দ্র করে একটি বিচারাধীন হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়েছে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। নির্বাচনী প্রস্তুতির এই মুহূর্তে আমাদের সরিয়ে দিয়ে অন্য কারো অবস্থান শক্তিশালী করার জন্যই এই অপপ্রচার চালানো হচ্ছে।”

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
“আমরা হয়তো বিচলিত, কিন্তু দুর্বল নই। কারণ আমাদের হাত ধরে সন্দ্বীপে হাজার হাজার রাজনৈতিক কর্মী ও নেতা গড়ে উঠেছে। তাই কেউ যদি মনে করে হঠাৎ এসে আমাদের জায়গা দখল করবে—তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে।”

সংবাদ সম্মেলনে মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বেলায়েত হোসেন,ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর এবং যুবদলের আহ্বায়ক নিঝুম খান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব এম,এ আজিজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহীদুল ইসলাম,উপজেলা যুবদলের সাবেক সদস্য মাইন শিকদার সহ  বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

ছুটি ছাড়াই ২৩ মাস অনুপস্থিতির পর চসিকে ইঞ্জিনিয়ার তৈয়ব

বেনাপোলে ২ মণ গাঁজা সহ কিশোর আটক

নবীনগরে ফেসবুকে অপপ্রচার, গ্রামে মানববন্ধন ও থানায় অভিযোগ

নেত্রকোনায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে লড়ছেন ডাঃ মোঃ আনোয়ারুল হক”

সার পাচারকালে তানোরে ৪০ বস্তা টিএসপি সার জব্দ

সন্দ্বীপ উপজেলা বিএনপির ৫ সিনিয়র নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা