বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে ২৯ আগষ্ট রোজ শুক্রবার পূজা পরিষদ ভবনে প্রতিনিধি সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মন্দির কমিটি থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পুজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্ঠা মাস্টার শ্রী গৌরাঙ্গ চন্দ্র নন্দী। প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী শ্রী সুজিত নন্দী (সহ-সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম জেলা)। প্রধান বক্তা ছিলেন শ্রী রিমন কান্তি মুহুরী (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম জেলা)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শ্রী শিপুল কুমার দে (সহ-সাংগঠনিক সম্পাদক , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম জেলা) এবং সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমাধ্যম ব্যক্তিবর্গ। সভার সভাপতিত্ব করেন মাস্টার শ্রী মাধব চন্দ্র দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উমেশ মজুমদার রবি। সার্বিক সহযোগিতায় ছিলেন শ্রী বাপ্পী গুহ।
বক্তারা তাদের বক্তব্যে নতুন কমিটি গঠন এবং আসন্ন দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন করার প্রস্তুতি, পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার, তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি প্রকৌশলী শ্রী সুজীত নন্দী বলেন, “পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। পূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে আরও সুদৃঢ় হয়, যা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে এগিয়ে নিয়ে যায়।”
প্রধান বক্তা শ্রী রিমন কান্তি মুহুরি বলেন, “আমাদের সাংগঠনিক শক্তি আরও দৃঢ় করতে হবে। প্রতিটি ইউনিয়ন ও মন্দির কমিটির মাধ্যমে কার্যক্রম জোরদার করলে পূজা উদযাপন আরও সুন্দরভাবে সম্পন্ন হবে।”তার জন্য একটি শক্তিশালী কমিটি গঠন আজকেই করতে হবে।
দ্বিতীয় বা কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের মতামত ও প্রার্থীদের একে অন্যের ভাতৃত্ববোধের ফল স্বরুপ আগামী ২ বছরের জন্য চন্দন মজুমদারকে সভাপতি, নিখিল চন্দ্র দাসকে সাধারন সম্পাদক, লিমন চন্দ্র দাসকে সাংগঠনিক সম্পাদক এবং ডাঃ শিপন চন্দ্র দাসকে কেশিয়ার নির্বাচিত করা হয়। পরে তাদের নেতৃত্বে দ্রুত একটি পুর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। যাতে সেই কমিটি আগামী দিনের সাংগঠনিক কাঠামো, স্থানীয় পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন এবং বিভিন্ন পরিকল্পনা গ্রহন করতে পারে ।
এমএসএম / এমএসএম

ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে আসামী গ্রেফতার করায় অতর্কিত হামলায় এএসআই শেখ সাদী আহত

টেকনাফে মাদক সাম্রাজ্য: কাদের নিয়ন্ত্রণে ভয়ংকর চোরাচালান চক্র

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান

রাণীনগরের সেই শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

টাঙ্গাইলে ৩৩১২ প্রার্থী থেকে যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ৫০ জনের পুলিশে চাকরি

উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন

নতুন শপথের মাধ্যমে বরগুনায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্রীনগরে রেলওয়ে আন্ডারপাস থেকে নারীর কাটা লাশ উদ্ধার

হাটহাজারীতে জশনে জুলুছ উদযাপিত

গলাচিপায় প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
