ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

পাংশায় দুই ময়লার ভাগাড়ে চরম দুর্ভোগ


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২০-৯-২০২১ বিকাল ৫:৮

রাজবাড়ীর পাংশায় দুটি সড়কের পাশে পৌরসভার ময়লার ভাগার। চলতি পথে এই ভাগাড়ের কাছে এলে প্রকট দুর্গন্ধ সহ্য কহতে হয় প্রথচারীদের। এছাড়াও দুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভাগাড়ের পার্শ্ববর্তী ব্যবসায়ীরা।

২০১৮ সালে প্রথম শ্রেণির পৌরসভা মর্যাদা পেয়েছে পাংশা পৌরসভা। এ পৌরসভায় খোলামেলা পরিবেশে গড়ে উঠেছে দুটি ময়লার ভাগাড়। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে কলেজ মোড় নামক স্থানে প্রায় ৫০ মিটার জায়গাজুড়ে একটি ‍এবং কলেজ মোড় থেকে পৌর শহরে প্রবেশের একটি সড়কের পাশে প্রায় ৩০ মিটার জায়গাজুড়ে আরেকটি ভাগাড় রয়েছে। ভাগাড়ের পাশেই গড়ে উঠেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। এছাড়াও কলেজ মোড় (ভাগাড় এলাকায়) ব্যবসা প্রতিষ্ঠানসহ আশপাশে বেশ কয়েকটি পরিবারের বসবাস রয়েছে ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাগার এলাকায় এলেই রুমাল বা হাত দিয়ে মুখ চেপে পার হচ্ছেন পথচারীরা। এ সময় মো. আলামিন হোসেন নামে এ পথচারী বলেন, প্রতিনিয়ত প্রয়োজনের তাগিদে এই সড়ক দিয়ে বাজারে যাই। ভাগাড়ের এক পাশে আগুন দিয়ে পোড়ানো আবর্জনা। ধো‍ঁয়ার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে মহাসড়কে। আগুনের ধোঁয়া চোথে লাগায় কোনো কোনো সময় চোখ বন্ধ করেই পার হতে হয় আমাদের। এতে সড়ক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

ভাগাড় এলাকার ব্যবসায়ীরা জানান, আমরা শুনেছি ময়লা প্রক্রিয়াজাত করে বিশ্বের বিভিন্ন দেশে জৈবসার তৈরি করা হয়। আমাদের ময়লার ভাগাড়ে ভোগান্তিার শেষ নেই। মহাসড়কের পাশের ভাগাড়ে সব সময় আগুন ধরেই থাকে। একে তো আগুনের ধো‍ঁয়া, অন্যদিকে ব্যাপক দুর্গন্ধ। কি যে ভোগান্তিতে আছি বলার শেষ নেই।

এলাকাবাসী জানান, বাতাস এলে ভাগাড়ের দুর্গন্ধে ভাত খাওয়া বন্ধ হয়ে যায়। ভাগাড়ের কারণে ব্যাপক ভোগান্তিতে আছি। শুধু তাই নয়, রোগজীবাণু ছড়ানোর আশঙ্কাও রয়েছে।

এ বিষয়ে পাংশা পৌরসভার মেয়র মো. ওয়াজেদ আলী মণ্ডলের সাথে কথা হলো তিনি জানান, ব্যক্তিমালিকানা জায়গা দুটি ক্রয় করে নেয়া। মহসড়কের পাশের জায়গটি টার্মিনাল করার জন্য এবং আরেকটি পৌরসভার বর্জ ব্যবস্থাপনার জন্য কেনা। যখন জমি দুটি পৌরসভার নামে অধিগ্রহণ করা হয় তখন ওখানে কোনো দোকান এবং বসতবাড়ি ছিল না। জায়গাটি যেহেতু বর্জ্য ব্যবস্থাপনার জন্য কেনা, জনগণের দুর্ভোগ হলে আমাদের কিছু করার নেই।

এমএসএম / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত