ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মহেশখালীর নৌরুট ব্যবহার করে অভিনব পদ্ধতিতে অস্ত্র পাচার, অবশেষে পুলিশের হাতে আটক ৩


মহেশখালী প্রতিনিধি  photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৪:২২

মহেশখালীতে পুলিশের অভিযানে দু'টি দেশীয় একনলা বন্ধুকসহ তিনজনকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পৌরসভার গোরকঘাটা জেটি ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। কক্সবাজার জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ত্র পাচারের একটি গোপন সংবাদ পেয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হকের নেতৃত্বে বিশেষ পুলিশ দল অভিযানে নামে। সন্দেহজনক গতিবিধির কারণে তাদের তল্লাশি চালানো হলে,তাদের কাছ থেকে ৩টি একনলা বন্ধুক উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত তিনজনের মধ্যে একজন যুবক ও দুইজন প্রবীণ নারী রয়েছেন। তারা হলেন কক্সবাজারের পাহাড়তলী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৫), একই এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হাকিমের স্ত্রী গোলবাহার বেগম (৬৫) এবং কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত সুলতান আহমেদের স্ত্রী দিলবার বেগম (৬০)। পুলিশের হাতে  গ্রেপ্তার হওয়ার পর তাদের থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র পরিবহনের বিষয় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, এসব অস্ত্র হোয়ানক ইউনিয়ন থেকে সংগ্রহ করে কক্সবাজার শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। নৌপথকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে তারা অস্ত্র পাচারের পরিকল্পনা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরই পুলিশ সাঁড়াশি অভিযান চালায় এবং তাদের কাছ থেকে দুটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করতে সক্ষম হয়। অভিযানের সময় সন্দেহজনক আচরণে তাদের চিহ্নিত করতে সহায়তা করেছে বলে তিনি উল্লেখ করেন।

অভিযানের পর পুলিশ জানায়, অস্ত্র পাচারকারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন রুট ব্যবহার করে অপরাধীচক্রের কাছে অস্ত্র পৌঁছে দিচ্ছে। এবারও তারা নৌপথকে বেছে নিয়েছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সফল হয়।  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মহেশখালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তা জানান, এই অভিযানে জড়িত চক্রের অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের মতে, স্থানীয়ভাবে সংগৃহীত অস্ত্রগুলো প্রভাবশালী অপরাধীদের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে আনা হয়েছিল।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ

বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা

নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা

কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমির ওপর অবৈধ ইটভাটা অপসারণ দাবিতে স্মারকলিপি

কুমিল্লা-১ আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ