ঢাকা শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

মহেশখালীর নৌরুট ব্যবহার করে অভিনব পদ্ধতিতে অস্ত্র পাচার, অবশেষে পুলিশের হাতে আটক ৩


মহেশখালী প্রতিনিধি  photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৪:২২

মহেশখালীতে পুলিশের অভিযানে দু'টি দেশীয় একনলা বন্ধুকসহ তিনজনকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পৌরসভার গোরকঘাটা জেটি ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। কক্সবাজার জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ত্র পাচারের একটি গোপন সংবাদ পেয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হকের নেতৃত্বে বিশেষ পুলিশ দল অভিযানে নামে। সন্দেহজনক গতিবিধির কারণে তাদের তল্লাশি চালানো হলে,তাদের কাছ থেকে ৩টি একনলা বন্ধুক উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত তিনজনের মধ্যে একজন যুবক ও দুইজন প্রবীণ নারী রয়েছেন। তারা হলেন কক্সবাজারের পাহাড়তলী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৫), একই এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হাকিমের স্ত্রী গোলবাহার বেগম (৬৫) এবং কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত সুলতান আহমেদের স্ত্রী দিলবার বেগম (৬০)। পুলিশের হাতে  গ্রেপ্তার হওয়ার পর তাদের থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র পরিবহনের বিষয় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, এসব অস্ত্র হোয়ানক ইউনিয়ন থেকে সংগ্রহ করে কক্সবাজার শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। নৌপথকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে তারা অস্ত্র পাচারের পরিকল্পনা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরই পুলিশ সাঁড়াশি অভিযান চালায় এবং তাদের কাছ থেকে দুটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করতে সক্ষম হয়। অভিযানের সময় সন্দেহজনক আচরণে তাদের চিহ্নিত করতে সহায়তা করেছে বলে তিনি উল্লেখ করেন।

অভিযানের পর পুলিশ জানায়, অস্ত্র পাচারকারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন রুট ব্যবহার করে অপরাধীচক্রের কাছে অস্ত্র পৌঁছে দিচ্ছে। এবারও তারা নৌপথকে বেছে নিয়েছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সফল হয়।  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মহেশখালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তা জানান, এই অভিযানে জড়িত চক্রের অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের মতে, স্থানীয়ভাবে সংগৃহীত অস্ত্রগুলো প্রভাবশালী অপরাধীদের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে আনা হয়েছিল।

এমএসএম / এমএসএম

কবি নজরুল সকল ধর্মের বিষয় নিয়ে লিখেছেন : কবি নিজামী

রাণীশংকৈলে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

গাজীপুরে আবাসিক এলাকায় গরুর খামার বর্জ্যের স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী

রাণীশংকৈলে পূজা উদযাপন বিষয়ে পুলিশের মতবিনিময় সভা

যানজট নিরসনে চাটখিল পৌর প্রশাসকের পরিকল্পিত উদ্যোগ

মধুখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

রাণীশংকৈলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মোহনগঞ্জ হাসপাতালে সেবা বঞ্চিত হাওরপাড়ের দুই লাখ মানুষ

রায়গঞ্জ প্রেসক্লাবে আল আরাফাহ গ্রুপের অনুদান প্রদান

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার

হাটহাজারীতে জশনে জুলুস পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত