বালাগঞ্জে বিএনপি-আ'লীগ একাট্টা হয়ে খেলার মাঠ দখল করে চাষাবাদ
সিলেটের বালাগঞ্জে বিএনপি-আওয়ামীলীগ একাট্টা হয়ে খেলার মাঠ দখল করে চাষাবাদ করার অভিযোগ পাওয়া গেছে। বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের ইছাপুর মৌজার জেএলনং-৪৮ এর অর্ন্তগত ১নং খতিয়ানের (জেলা প্রশাসক) ৬৮২ নং বিএস দাগে ৯ একর ৪২ শতক ভূমি বিদ্যমান আছে। তন্মধ্যে ২০২১ সালের ১২ ডিসেম্বর জেলা প্রশাসকের নিকট স্থানীয়দের দেওয়া একটি আবেদনের পরিপ্রেক্ষিতে ১ একর ২০ শতক ভূমি খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি সরকারি এই ভূমি দখলে নিতে কতিপয় একটি পক্ষ মরিয়া হয়ে ওঠেছে বলে জানা গেছে। দখলদার গ্রুপের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন প্রতিবাদী স্থানীয় গ্রামবাসী। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের মধ্যে সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে বলে জানান এলাকার সচেতন নাগরিকবৃন্দ।
সরকারি ভূমি দখলের অপচেষ্টার অভিযোগে উপজেলার পুর্ব পৈলনপুর ইউনিয়নের পুর্ব ইছাপুর গ্রামের আজাদ মিয়ার ছেলে ময়নুল মিয়া এলাকাবাসীর পক্ষে ২৮ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগে খেলার মাঠ রক্ষার আবেদন জানানো হয়েছে। লিখিত অভিযোগে বলা হয়েছে, ১৭ আগস্ট সরকারি ভূমি জোর করে দখল ও ট্রাক্টর দিয়ে চাষাবাদ করেন ইছাপুর গ্রামের ছুরুক মিয়া, জিলদার মিয়া, সমুজ মিয়া, ফজল মিয়া, তুহিন মিয়া ও মামজুল মিয়া। এতে খেলার মাঠ রক্ষার জন্য গ্রামবাসী প্রতিবাদ করলে দখলদারদের সাথে গ্রামবাসীর বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
অভিযোগকারী ময়নুল মিয়া বলেন, স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতার আশ্রয়ে আওয়ামীলীগের লোকজন নিয়ে সরকারি ভূমি ও খেলার মাঠ দখল করে চাষাবাদ করা হচ্ছে।
এবিষয়ে পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন বলেন, মূলত এটি চরের ভূমি। এই ভূমি নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা সৃষ্টি হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চলছে বলে জানান তিনি।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়ে সতত্য নিশ্চিত করে বলেন, থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিকে এবিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
এমএসএম / এমএসএম
বগুড়ার শাজাহানপুরে জমিজমা নিয়ে বিরোধ প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন
পত্রিকা পরিবেশক শফির পিতার সুস্থ্যতা কামনা
জুয়া খেলায় হেরে পার্টনারকে হত্যা, আসামীর যাবজ্জীবন
কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
নবীনগরে ডাকাতি হওয়া সারের জাহাজ উদ্ধার
পূর্বধলায় গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে অ্যারাইজ আইএনএইচ জাত ধানের মাঠ দিবস অনুষ্ঠিত
কেরানীগঞ্জে ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো সাদ পন্থীদের তাবলীগের জোড়
সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল করায় সম্মাননা পেলেন হাটিকুমরুল হাইওয়ে অফিসার ইনচার্জ
নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের আটপাড়া উপজেলা পরিদর্শন
অপরাধীদের কোন ছাড় নেই, মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরাঃ মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে কৃষকদলের আলোচনা সভা