ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সন্দ্বীপে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য মোকাবেলায় সচেতনতা অনুষ্ঠান


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৭-৯-২০২৫ দুপুর ২:৫৬

সন্দ্বীপের আজিমপুর উচ্চ বিদ্যালয়ে “জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি” শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর ২০২৫ রবিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের হলরুমে  এসডিআই ও কোস্ট ফাউন্ডেশনের পার্টনারশিপে পরিচালিত ক্লাইমেট চেইঞ্জ এন্ড রেজিলিয়েন্স প্রজেক্ট (CCRP)  উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল আজাদ। সেশন পরিচালনা করেন সিসিআর প্রজেক্টের কমিউনিটি মোবিলাইজার বাদল রায় স্বাধীন এবং সভা সঞ্চালনা করেন এসডিআই স্মার্ট প্রজেক্টের মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ এনায়েত উল্যাহ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, মোশারফ হোসেন, জুয়েল ঘোষ, আরিফ রাসেল ও মোঃ আলাউদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন -“জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত সংকট নয়, এটি সামাজিক ও অর্থনৈতিক জীবনে গভীর প্রভাব ফেলছে। বিশেষ করে সন্দ্বীপের মতো উপকূলীয় অঞ্চলে মানুষ প্রতিনিয়ত নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে পরিবারগুলো বাস্তুচ্যুত হচ্ছে, জীবিকা হারাচ্ছে এবং সবচেয়ে বেশি ভুগছে নারী ও শিশুরা।

পুরুষরা জীবিকার খোঁজে দূরে চলে যাওয়ায় নারীদের ওপর পরিবারের দায়-দায়িত্ব বেড়ে যাচ্ছে। নিরাপদ আশ্রয়ের অভাব, স্বাস্থ্যসেবায় সীমাবদ্ধতা এবং শিক্ষার সুযোগ কমে যাওয়ায় নারীরা আরও পিছিয়ে পড়ছে। ফলে জলবায়ু পরিবর্তনের কারণে জেন্ডার বৈষম্য আরও গভীর হচ্ছে। সমাজে নারীদের ভূমিকা সীমিত হয়ে যাচ্ছে, অথচ তাদের সম্ভাবনাকে কাজে লাগানো গেলে সংকট মোকাবেলা অনেক সহজ হতো।”

তারা আরও বলেন—“জেন্ডার সমতা ছাড়া জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকট মোকাবেলা করা সম্ভব নয়। নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পরিবার থেকে বিদ্যালয়, সমাজ থেকে রাষ্ট্র—সব জায়গায় নারীর শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের সমান সুযোগ তৈরি করতে হবে। সমতা প্রতিষ্ঠিত হলে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।”

সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং এর প্রতিরোধে গাছ লাগানো, প্লাস্টিক ব্যবহার কমানো, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ও পরিবেশ-সচেতন কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মকে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য মোকাবেলায় সচেতন ও দায়িত্বশীল করে তুলবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা