ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

মৃত্তিকায় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ


শহিদুল ইসলাম photo শহিদুল ইসলাম
প্রকাশিত: ৮-৯-২০২৫ রাত ৮:৫৫

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) এবং মহাপরিচালক এর সংযুক্ত কর্মকর্তা মো. ফারুক হোসেনর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, টেন্ডার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পিএসও মো. ফারুক হোসেন কিছুদিন আগে অনিয়মিত শ্রমিক নিয়োগ দানের সময় তার নিজ ইঊনিয়নের ইছবপুরের ৯ জনকে নিয়োগ দিয়েছেন। আউট সোর্সিং নিয়োগেও সে টাকার বিনিময়ে লোক নিয়োগ দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। সে ফ্যাসিস্ট সরকার সমর্থনকারী এবং অনিয়মিত শ্রমিক ও আউটসোর্সিং কর্মচারী নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নষ্ট করছেন। এছাড়া টেন্ডার প্রক্রিয়ায় আর্থিক লেনদেনের মাধ্যমে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নির্দিষ্ট কিছু অফিসে অযৌক্তিক বাজেট বরাদ্দ দিয়ে সরকারি অর্থের অপচয় ঘটানো হচ্ছে বলেও জানা গেছে। (বরিশাল পটুয়াখালী পাবনা কিশোরগঞ্জ কুষ্টিয়া ফরিদপুর আঞ্চলিক গবেষনাগার) (জামালপুর, পাবনা আঞ্চলিক কার্যালয়) অভিযোগকারীরা জানান, মো: ফারুক হোসেন সৎ ও দায়িত্বশীল অফিসারদের বিনা কারণে বদলীসহ হয়রানি করে যাচ্ছেন। পদ শুন্য থাকা এবং পদোন্নতির যোগ্য কর্মকর্তা থাকার পরও সিএসও পদের পদোন্নতি আটকে রেখেছে, পদোন্নতির প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণে গাফিলতি ও বিলম্ব করছেন। এছাড়াও অনুসন্ধানে জানা যায়, ৪০তম বিসিএস (কৃষি ক্যাডার) অফিসারদের সকল যোগ্যতা অর্জন করা সত্ত্বেও স্থায়ীকরণ প্রক্রিয়ায় অযথা জটিলতা সৃষ্টি করে তাদের পেশাগত জীবনে অনিশ্চয়তা তৈরি করছেন। এই কর্মকর্তার দাপটে সকল অন্যায্য কার্যক্রম বাস্তবায়নে বর্তমান পুতুল ডিজি নিরব সমর্থন করে যাচ্ছেন। এতে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা এবং কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিশৃংখলা সৃষ্টি হয়েছে। নন-ক্যাডার কর্মকর্তাদের জৈষ্ঠ্যতা তালিকা আটকে রেখেছে এই সংযুক্ত কর্মকর্তা যাতে আগামী অক্টোবর মাসে তারা পদোন্নতি না পেতে পারেন।
এছাড়াও অভিযোগ আছে, মন্ত্রণালয় কর্তৃক একজন কর্মকর্তার সিলেট থেকে নরসিংদী বদলী আদেশ হলেও পৃষ্ঠাংকন বা যোগদান করতে অহেতুক বাধা প্রধান করেন। সে বিভিন্ন সময় এলাকায় ডিসি, সচিব ও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে এলাকাবাসীকে বিভিন্নভাবে হয়রানি করেন। সে এলাকার খাসজমি বিভিন্নভাবে জবরদখল করে রেখেছেন। সকল এলাকাবাসী মিলে তার বিরুদ্ধে কৃষি মন্ত্রণালয়ে সচিব বরাবর অভিযোগ দাখিল করেছেন। সে একজন ক্যাডার কর্মকর্তা হয়েও মানব পাচার সহএকাধিক মামলার আসামি। পিএইচডি ডিগ্রী না করেও সে নিজেকে ডক্টর দাবী করেন, যা বিভিন্ন ব্যানার বা উপস্থাপনার সময় তার পদবিতে উল্লেখ করেন। যদিও তার প্রধান কার্যালয়ে বা মন্ত্রণালয়ে এ বিষয়ে কোন তথ্য নেই এই দুর্নীতিবাজ কর্মকর্তা বার্ষিক গোপনীয় প্রতিবেদনে বিরূপ মন্তব্যের কারণে মন্ত্রণালয় কর্তৃক ৩ বছরের জন্য দন্ডপ্রাপ্ত হয়েছেন। প্রতিষ্ঠানের কর্মপরিবেশ উন্নত এবং কার্যক্রমকে গতিশীল করা সহ কৃষির উন্নয়ন অব্যাহত রাখতে দুর্নীতিবিরোধী মহল দ্রুত এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। এ বিষয় মো. ফারুক হোসেন দৈনিক সকালের সময়কে বলেন, আমি ফ্যাসিস্ট সরকারের সময় বঞ্চিত ছিলাম। ওই সময় আমাকে দুর্গম এলাকায় পোস্টিং  দেয়া হয়। আর ডক্টর আমি লেখিনা,অন্য কেউ লিখে আমার নামে চালিয়ে দিয়েছে। টেন্ডার কমিটিতে আমি জড়িত ছিলামনা সুতারাং আমি কীভাবে টেন্ডারের অনিয়মে জড়িত থাকি। আর আমাদের এলাকায় যে জমিজমা নিয়ে প্রতারণা করা হয়েছে  সেটা আমি নই, করছে এনএসআই মামুন।

এমএসএম / এমএসএম

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা এখন ডাকসুর নির্বাচনে

সেনা সদরের বক্তব্য প্রত্যাখ্যান করছে গণঅধিকার পরিষদ

উত্তরায় খাল পরিষ্কার কার্যক্রমের ষষ্ঠ দিনেও সক্রিয় অংশগ্রহণ মুহাম্মদ আফাজ উদ্দিনের

মৃত্তিকায় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

‎বারবার অভিযানের পরও থামছে না উত্তরা রেসিডেন্স আবাসিক হোটেলের অনৈতিক কার্যকলাপ

যানবাহনের ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স বেসরকারি খাতে প্রদানে দূর্ণীতির আশঙ্কা

ডেমরায় নেশার টাকা না দেয়ায় বাবার সাথে ধস্তাধস্তিতে ছেলের মৃত্যু

নিয়ম অনুযায়ী ভবন নির্মাণ না করায় দক্ষিণখানে রাজউকের উচ্ছেদ অভিযান

সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মানিক ও যুবলীগ নেতা মনির (আলাল-দুলাল) দুই ভাই বেপরোয়া

নিটোরে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

গণ-অভ্যুত্থানের পরেও অটল: নিষিদ্ধ দলের নেত্রী নাজিবা নাহিদ খানের ঔদ্ধত্য ও রহস্যময় দাপট

হিন্দু সংখ্যালঘু বলে বক্তব্য দেওয়ায় জনতার ক্ষোভ বিএনপি নেতা উপর

দুদকের জালে এম এ কাশেম, দ্রুত প্রতিবেদন দাখিল করছে তদন্ত টিম