ঢাকা বৃহষ্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

রাজধানীতে রাজউকের উচ্ছেদ অভিযান, ৫৬ টি মিটার জব্দ


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ১১-৯-২০২৫ সকাল ৯:৫১

রাজধানীতে অবৈধ দখল ও নকশাবহির্ভূত নির্মাণ ঠেকাতে  রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গতকাল ১০সেপ্টেম্বর ২০২৫ইং সকাল থেকে দিনব্যাপী একটি  উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ উচ্ছেদ অভিযান টি সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ সময় তেজগাঁও,  ইন্দ্রিরা রোড,কাঠাল বাগান,  গ্রীন রোড, ফ্রী স্কুল স্ট্রীট রোডের একাধিক ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা হয় ও একটি ভবন থেকে মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়  এবং বেশ কয়টি ভবন থেকে  মোট ৫৬ টি বিদ্যুতের মিটার জব্দ করা হয়।

দিনব্যাপী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজউকের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। অভিযানে সহায়তা করেন রাজউক জোন ৫/২ এর  অথরাইজ অফিসার ইঞ্জিনিয়ার ইলিয়াস , সহকারী অথরাইজ অফিসার কাওসার আহামেদ, সহকারী অথরাইজ অফিসার আব্দুল আল নোমান প্রধান ইমারাত পরিদর্শক আবু শামস রাকিব উদ্দিন, প্রধান সজল মজুমদার, ইমারাত পরিদর্শক মোঃ এনামুল, ইমারাত পরিদর্শক তৌহিদ হাসান,ইমারাত পরিদর্শক তারিফুর রহমান, ইমারত পরিদর্শক মাজু, ইমারাত পরিদর্শক, রাজু, ইমারাত পরিদর্শক, সাইফুল,  এবং অন্যান্য কর্মকর্তাগণ, এ সময় ডিভিডিসি  কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযানকালে দেখা যায়, অনেক ভবন মালিক অনুমোদিত নকশা না মেনে এবং নকশার ব্যত্যয় ঘটিয়ে অবৈধভাবে ভবন নির্মাণ করছেন। এতে শুধু নগরীর শৃঙ্খলা নষ্ট হচ্ছে না, একই সঙ্গে জনসাধারণের নিরাপত্তাও মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। এসব অনিয়ম ঠেকাতে ভবন মালিকদের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি নকশাবহির্ভূত অংশ নিজ দায়িত্বে অপসারণ করার জন্য ভবন মালিকদের কাছ থেকে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্টেম্প এ অঙ্গীকারনামা দেন 

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, “রাজউকের অনুমোদিত নকশা ছাড়া কোনো ভবন নির্মাণ করা যাবে না। নকশার ব্যত্যয় ঘটিয়ে বা অবৈধভাবে কোনো স্থাপনা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নগরীর শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।”

জোন ৫/২ অথরাইজ অফিসার ইঞ্জিনিয়ার ইলিয়াস, সাংবাদিক দের বলেন,     অবৈধ দখল, নকশাবহির্ভূত নির্মাণ এবং নিয়মবহির্ভূত স্থাপনা প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। নগরবাসীর স্বার্থে এবং রাজধানীর আধুনিক পরিকল্পনা বাস্তবায়নে রাজউক ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

এমএসএম / Aminur

কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের সাঁড়াশি অভিযান

আইসিআরসি-সিআরপি যৌথ সংবাদ সম্মেলন

রুয়াপ নির্বাচনে ড. মো: আবু বকর ও রাসেল পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

‎মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারবর্গ তারেক রহমানের কাছে স্মারকলিপি প্রদান

ঝিলমিলে নির্মাণাধীন স্কুল-কলেজ, মসজিদ এবং কবরস্থানের কাজের অগ্রগতি দেখলেন রাজউক চেয়ারম্যান

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ঢাকা স্পেশালাইজড হসপিটালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ভবন-২ এর শুভ উদ্বোধন

মিরপুর-১ পাইকপাড়ায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার: অবৈধ দখলদারদের উচ্ছেদ

শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণদের পাশে থাকতে হবে

যাত্রাবাড়ীর অন্বেষা কর্পোরেশন (প্রদীপ ব্রান্ড) নিয়ে বিতর্ক

কোটিপতি হয়েও সরকারি খাস জমি দখল করে দোকান ভাড়া দিচ্ছেন আব্দুল হাই গং

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

গুলশান থানা এলাকা হবে অপরাধ মুক্ত: ওসি হাফিজুর রহমান