ঢাকা রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

পাহাড়বাসীর মূখে হাসি ফোটালো সেনাপ্রধান

দূর্গম দুই গ্রামবাসী পেল বিশুদ্ধ পানি


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ১১-৯-২০২৫ দুপুর ৩:১৯

খাগড়াছড়ির দূর্গম পাহাড়ি জনপদ রেজামণি পাড়া ও কারিগরপাড়া। সেখানে ছিলনা কোন বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। হঠাৎ করেই এলাকাবাসীর সাথে মতবিনিময় কালে ২০২৫ সালের ২৯ মার্চ রেজামনি পাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনকালে সেনা প্রধান বিষয়টি জানতে পারেন। 

স্থানীয় মেম্বার, কারবারি ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা শোনার পর তাদের জীবনমান উন্নয়নে বাস্তবধর্মী পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি এলাকায় নিরাপত্তার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের অংশ হিসেবে সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে প্রকল্প গ্রহণ করেন। সেই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে পাহাড়বাসী ১২০ পরিবারের মাঝে হাসি ফোটলো দূর্গম এই জনপদে। 

সেনাবাহিনী প্রধান এর নির্দেশে বিশুদ্ধ খাবার পানির সংকট সমাধানের সৌর বিদ্যুতের মাধ্যমে টেকসই পানি প্রকল্প বাস্তবায়নের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমএস, এএফডব্লিউসি, পিএসসি। 

এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মোঃ খাদেমুল ইসলাম,পিএসসি, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলসহ পরিষদ সদস্যসহ স্থানীয় গণ্যমান্যরা অংশ নেন। 

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে নিরাপত্তার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এই বিশুদ্ধ পানির ব্যবস্থা। আমাদের সেনাপ্রধান এই এলাকায় চাকরি করার কারনে এখানকার মানুষের প্রতি একটা মায়া কাজ করে। 

তাই সেনাপ্রধান এই এলাকায় পরিদর্শনে আসার পর এলাকার মানুষের দাবীর প্রেক্ষিতে বিশুদ্ধ পানির ব্যবস্থা গ্রহণ করার নির্দেশে আজকের এই বিশুদ্ধ পানি ব্যবস্থা হয়েছে। আমরা একে অপরের পরিপুরক হয়ে শান্তি-শৃঙ্খলায় সম্প্রীতি অক্ষুন্ন রেখে কাজ করার আহ্বান জানান তিনি। 

এরআগে কারিগর পাড়া ও রেজামনি পাড়া মিলে দুই গ্রামের প্রায় ১২০ পরিবার বিভিন্ন কুপ থেকে পানি সংগ্রহ করে পান করতো। এলাকাবাসী জানান, এই পানির ব্যবস্থা করে দেওয়ায় সেনাপ্রধান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগে ঝিরি ও কুপ থেকে খাওয়ার পানি সংগ্রহ করে বাসায় নিয়ে আসতাম। এ উদ্যোগের ফলে এখন আমরা বিশুদ্ধ পানি বাড়িতেই পাচ্ছি। 

সেনাপ্রধান চাকরি শুরুতেই এই রেজামনি পাড়া ক্যাম্পে ক্যাম্প কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। সেই স্মৃতিচারণ করে সেনাপ্রধান হওয়ার পর পরিদর্শনে এসে এই পরিকল্পনা নেন। রেজামনি পাড়া এবং কারিগর পাড়া এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করেন বলেও এতে জানানো হয়। 

এই উদ্যোগ সেনাবাহিনীর উন্নয়ন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত, যা পাহাড়ি এলাকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন খাগড়াছড়িবাসী। 

এমএসএম / এমএসএম

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান

ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ

দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক

কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ