গোমস্তাপুরে বিএনপি নেতা মাসুদের গণসংযোগ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে ১২ সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত লিফলেট বিতরণ, গণসংযোগ ও কুশল বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নেতা এবং বুয়েটের আহসানুল্লাহ হলের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ। এই কর্মসূচিতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার জন্য এই কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে চলমান আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। গণসংযোগে অংশ নিয়ে তিনি জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় মানুষের মুখ থেকে তাদের সমস্যার কথাগুলো শোনেন। একই সাথে সেসব সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন। এছাড়াও প্রায় প্রতিদিন সকাল, বিকেল ও রাতে নিয়মিতভাবে এলাকায় জনসংযোগ ও দোয়া প্রার্থনা করেন তিনি। শুক্রবার সকালে রহনপুর বড়বাজার মসজিদে নেতাকর্মীদের নিয়ে জুমার নামাজ আদায় করেন। দ্বিতীয় দফায় বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও গণসংযোগ করেছেন এই সাবেক ছাত্রনেতা। সকাল ৯টায় রহনপুর পৌর এলাকার ধুলাউড়ি বাজার থেকে তার নেতৃত্বে এক গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী, তরুণ ভোটার এবং প্রবীণদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটারদের মতে, নিয়মিত মাঠে অবস্থান, জনসংযোগ এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার কারণে ইমদাদুল হক মাসুদ ইতোমধ্যেই ভোটারদের মধ্যে পরিচিতি এবং আস্থার জায়গা তৈরি করে নিচ্ছেন। এক সংক্ষিপ্ত বক্তব্যে ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ বলেন, “জনগণের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই তাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে। আমার লক্ষ্য হচ্ছে বেকারত্ব দূর করা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন আনা এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও আধুনিক করা। আল্লাহ আমাকে সুযোগ দিলে নাচোল-গোমস্তাপুর-ভোলাহাটকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে চাই।” এ সময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলার পার্বতীপুর ইউনিয়নে অবস্থিত বড়দাদপুর খালেদ আলী মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যান, যেখানে গোমস্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে একটি জনসভায় যোগ দেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় নারীসহ বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এমএসএম / এমএসএম
গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ
দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক
চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা
পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ
দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার
জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন
শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
সিংড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা
কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা
রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩
বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন