ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বাকেরগঞ্জ উপজেলা চত্বরে গড়ে উঠেছে অতিথি পাখির অভয়াশ্রম


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১৩-৯-২০২৫ দুপুর ১:২৮

বরিশাল জেলার বাকেরগঞ্জ  উপজেলার  চত্বরে সুবিশাল কড়ই রেন্টি ও শিমুল গাছে শামুকখোল পাখির অভয়ারন্য গড়ে উঠেছে। খাদ্য ও নিরাপদ আবাসস্থলের নিশ্চয়তা পেয়ে দূরদূরান্ত থেকে আসা কয়েক হাজার শামুকখোল এসে আশ্রয় নিয়েছে গাছগুলোতে। হাজারো পাখির কলকাকলিতে মুখরিত গোটা এলাকা। 

গাছের মগডালের শাখা-প্রশাখার সবুজ পাতার আড়ালে উঁকি দিচ্ছে হাজার হাজার সাদা-কালো বাহারি পাখি। শরতের আকাশে পেঁজা তুলোর মত ঝাঁকে ঝাঁকে উড়ছে অসংখ্য পাখি। উপজেলা চত্বরে পাশে  রয়েছে সু-বিশাল কড়ই, শিমুল, বটগাছ। এ গাছগুলোতে ঝাঁকে ঝাঁকে শামুকখোল পাখি সংসার পেতে নিরাপদ প্রজননের মাধ্যমে বংশবিস্তার করছে। এমন নিরাপদ প্রজননের অনুকূল পরিবেশ পেয়ে দিন দিন বাড়ছে পাখির সংখ্যা। প্রতিটি বাসায় এসেছে ৩/৪টি করে নতুন অতিথি। মা পাখিরা ব্যস্ত এদের সামলাতে। বাবা পাখিরা ব্যস্ত বিভিন্ন জলাশয় থেকে খাদ্য সংগ্রহে। অন্য পাখিদের সময় কাটছে নিজেদের মধ্যে খুনসুটি করে। 

সরেজমিনে দেখা যায়, নগরায়ণ আর ব্যস্ত শহরে পাখপাখালির শুধুই কলকাকলি, শরতের আকাশে উড়ে বেড়ানো বাউল মেঘের ভেলা, চারদিকের সবুজের নৈসর্গিক দৃশ্য সেখানে এক মোহনীয় পরিবেশ সৃষ্টি করেছে। এমন দৃশ্য স্থানীয়রাও খুঁজে পেয়েছে বিনোদনের খোড়াক, উদাসি করে তুলেছে পাখিপ্রেমীদের। স্থানীয়দের ভালবাসা উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে তুলাতুলি নদী নদীর চর থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসেন পাখি,  উপজেলা প্রশাসনের সখ্যতায় এমনই অনাবিল পরিবেশ সৃষ্টি করেছে এসব পাখি। মানুষ আর পাখপাখালির মিলেমিশে বসবাস সচরাচর চোখে পড়েনা। 

উপজেলার বাসিন্দা জব্বার খান জানান ,উপজেলার চারপাশ পাখিদের খাদ্য আহরণে রয়েছে, উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে তুলাতুলি নদী সেই নদীচর থেকে। এসব জলাশয়গুলোতে প্রচুর মাছ ও শামুক পাওয়া যায়। তাই বছরের ৫/৬ মাস এত  পাখির দেখা মেলে। এখানে কাউকে পাখি শিকার করতে দেওয়া হয়না। তবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা  এলাকায় পাখি সংরক্ষণ কমিটির প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা গড়ে তুলতে এলাকায় পাখি শিকার নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ- এই মর্মে জেল-জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে প্রচারসহ সাইনবোর্ড টাঙ্গিয়ে দিলে পাখির আরো অভয়ারণ্য বাড়বে।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ  বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা এলাকাকে পাখির অভয়ারণ্য গড়ে তুলতে প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আনোয়ারায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালী

মোহনগঞ্জে নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত মনপুরা দ্বীপের দেড় লাখ মানুষ: যোগাযোগ ও স্বাস্থ্যসেবার নাজুক দশা

আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় গাইবান্ধার সাঘাটায় ১৪৪ ধারা জারি

ঈশ্বরদীতে আফিল উদ্দিন হাফিজিয়া নূরানী ক্যাডেট মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন ফরহাদ হোসেন আজাদ

খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন শেরপুর জেলা

সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চট্টগ্রাম মেট্টোপলিটন মোবাইল ব্যবসায়ীদের সমিতির আত্মপ্রকাশ ও আলোচনা সভা

শহীদ জিয়া গভীর সংকটময় মুহূর্তে জাতিকে পথ দেখিয়ে ছিলেন ব্যারিস্টার মীর হেলাল

খালিয়াজুরীতে যুবলীগের সভাপতিসহ গ্রেফতার ২

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যাবসায়ী আটক