’প্রথম বাংলাদেশ ফোরাম’ সম্মাননা পেলেন সাংবাদিক এস এম পিন্টু

নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ পরিবর্তনে অসামান্য অবদান রাখায় ’প্রথম বাংলাদেশ ফোরাম’র সম্মাননা পেয়েছেন সাংবাদিক এস এম পিন্টু। তিনি দৈনিক সকালের সময় এর চট্টগ্রামের ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত এবং রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতির দায়িত্বে আছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের আমবাগানস্থ টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম বাংলাদেশ ফোরাম কর্তৃক আয়োজিত বিএনপির ৩১ দফার গুরুত্ব ও গুণীজন এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সন্তান।
এসময় দৈনিক দেশবার্তার নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লব, সাংবাদিক এম আর আমিন, আব্দুল মতিন চৌধুরী রিপন ছাড়াও টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়, রেলওয়ে এমপ্লীয়েজ গার্লস হাই স্কুল, টিকেট প্রিন্টিং প্রেস কলোনী উচ্চ বিদ্যালয়, ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়, রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয় এবং সেন্ট জেভিয়ার্স উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের কৃতি শীক্ষর্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
অতিরিক্ত পিপি এডভোকেট আকবর আলী সানজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আহসানুল হক, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওবায়দুর রহমান, পাহাড়তলী কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার।
অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ভেটরিনারি এন্ড এ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. এ কে এম আশরাফুল করিম, ইউএসটিসি মেডিকেল কলেজ ও হাসপাতালের রেজিষ্ট্রার ডা. মো. শহীদ, পাহাড়তলী কলেজের সহকারী অধ্যাপক মো. হানিফ, প্রভাষক আরজিতা রওজাত বানু, নুসরাত ফাতেমা, মো. মিজানুর রহমান চৌধুরী, ডা. মীর ওয়াজেদ আলী, ডা. সৌমেন তালুকদার, টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজদীক মামুন, রেলওয়ে এমপ্লীয়েজ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. জাকের, টিকেট প্রিন্টিং প্রেস কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শিরীন, ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দীন, রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, সেন্ট জেভিয়ার্স উচ্চ বিদ্যালয়ের সম্মানীত প্রধান শিক্ষক মেরি তপতী, সাংবাদিক মো. শাকিল, শামসুল হক (শামসু), অ্যাড. শহিদুল হক রিটন, অ্যাড. মো. ফিরোজ আলম, অ্যাড, হারুন-অর-রশিদ, অ্যাড. মো. জামশেদ আলম, অ্যাড. মো. সোহেল, প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহ, রবিউল হাসান আবির, মো. মুসা, মো. মিজবাহ উদ্দিন রাজু, রাশেদুল ইসলাম (হুমায়ুন), জহিরুল ইসলাম প্রমূখ।
এছাড়াও অত্র অঞ্চলের ক্রীড়াবিদ ও জাতীয় রেফারীগন, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য, মাদ্রাসার পরিচালক ও শিক্ষক, ১৩নং ওয়ার্ডের মসজিদ সমূহের ইমাম মোয়াজ্জিন, ১৩নং ওয়ার্ডের ব্যাংকার, মসজিদ কমিটির সদস্য, স্কুল ম্যানিজিং কমিটির সদস্য, মন্দির কমিটির সদস্য ও পুরোহিত, সমাজ কল্যান পরিষদ সমূহের সদস্য, জুলাই যোদ্ধা এবং অত্র ১৩নং ওয়ার্ডের ২০২৫ ইং সনের এস এস সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও তাহাদের অভিভাকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপির ৩১ দফা নিয়ে আলোচনা করা হয়। সেই দফা অনুযায়ী দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি ফলো করে দেশে শিক্ষার হার বৃদ্ধি করা, সাংবাদিক দমন নিপিড়ন বন্ধে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিল করা হবে বলেও জানানো হয়েছে। পরে অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে ৩১ দফার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এমএসএম / এমএসএম

ব্রাহ্মণবাড়িয়া এক মাংসের দোকানের চকি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

বড়লেখা সীমান্তে অবৈধ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট আটক

রৌমারীতে ব্রম্মপুত্র নদে নৌকা বাইচ প্রতিযোগীতার শুভ উদ্বোধন

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ বোদা থানা

চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি নিয়ে সংলাপ

বেড়ায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক ও নৌপথ অবরোধ

ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবেঃ মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

খাগড়াছড়ির আনন্দনগর মহল্লা কমিটি গঠন

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন সম্পন্ন

তানোরের বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভূমিকা রাখছে

সন্দ্বীপে মোস্তফা কামাল পাশার হোন্ডা র্যালি ও পথসভা: অঘোষিত নির্বাচনী প্রচারনায় জনস্রোত

কর্ণফুলীতে জমিতে কাজ করতে বাঁধা,প্রাণ নাশের হুমকি'তে থানায় জিডি
