ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

শ্যামনগরে ইউএনও রনি খাতুনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ


 আসাদুজ্জামান লিটন, শ্যামনগর  photo আসাদুজ্জামান লিটন, শ্যামনগর
প্রকাশিত: ১৫-৯-২০২৫ দুপুর ১:৪০

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি খাতুনকে যশোরের ঝিকরগাছা উপজেলায় বদলি করার পর তার বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা ও বিভিন্ন সূত্র এসব অভিযোগ দায়ের করেছেন, যা ইউএনও এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনও খতিয়ে দেখেননি বলে জানা গেছে।

অভিযোগকারীদের মতে, ২০২৪-২৫ অর্থবছরে আকাশ নীলা ট্যুরিজম সেন্টারের সংস্কারের জন্য বরাদ্দ চার কোটি টাকা নয়, বরং ৩২ লাখ টাকা অনিয়মের মাধ্যমে আত্মসাতের চেষ্টা করা হয়েছে এবং কোনো কাজ হয়নি। বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্রতিনিধিরা এই অভিযোগ করেছেন। একই সময়ে টিয়ার কাবিখা প্রকল্পের আর্থিক লেনদেনে উপজেলার প্রকল্প কর্মীদের মাধ্যমে কোটি টাকার লেনদেনের অপকর্মের ছক আঁকা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জনপ্রতিনিধিদের দাবি, এসব লেনদেনের মাধ্যমে প্রায় ৪৭ লাখ টাকা অনিয়ম করে আত্মসাৎ করা হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুর রহমানের অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচি ও এমএস ডিলারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দাবি করে তা কৌশলে আত্মসাৎ করা হয়েছে। এছাড়া, রাজস্ব খাত থেকে ভুয়া প্রকল্প দেখিয়ে প্রায় ৭০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ করেছেন উপজেলা সমন্বয় কমিটির একাধিক সদস্য। অন্তত একাধিক "ভুয়া" একাউন্ট ও ভুয়া বিল দেখিয়ে লক্ষ লক্ষ টাকার অনিয়ম হয়েছে বলেও স্থানীয়রা উল্লেখ করেছেন। জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের বরাদ্দকৃত প্লাস্টিক ড্রাম বিতরণে প্রতিটি উপকারভোগীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং তালিকা তৈরিতে অনিয়ম হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

অনুসন্ধানী সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ডাম্পার, ইটভাটা মালিক ও বালু উত্তোলনকারীদের কাছ থেকে অর্থ আদায় এবং পরোক্ষভাবে কোটি টাকার লেনদেন হয়েছে বলে ঠিকাদার ও স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন। পানি উন্নয়ন বোর্ডের কাজ নিয়েও ঠিকাদাররা অনিয়মের অভিযোগ এনেছেন এবং বলেছেন, তাদের কাছ থেকে ভয়ভীতির মাধ্যমে অর্থ নেওয়া হয়েছে।

এই সব অভিযোগের মধ্যে বদলির আদেশ জারির পর রনি খাতুনকে ঠেকাতে তার সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট এবং আন্দোলনের চেষ্টা করছেন, তারা বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সাধারণ জনমত ও জনপ্রতিনিধিরাও নথিভুক্ত অভিযোগ করে প্রশাসনিক অনুসন্ধানের দাবি জানিয়েছেন।

অভিযোগগুলোর বিষয়ে বিদায়ী ইউএনও রনি খাতুন এই প্রতিবেদককে জানিয়েছেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তিনি একটি ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। তিনি বলেন, "আমি আমার দায়িত্ব পালন করেছি, মানুষ দুই দিন পরে খেয়াল করবে আমি কী করেছি।" তিনি আরও বলেন, বদলির সময় নানা ধরনের মন্তব্য হচ্ছে এবং এসবের নমুনা নেওয়া হবে।

এ পর্যন্ত বিভাগীয় কমিশনার বা উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কোনো সূত্র থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। স্থানীয় জনপ্রতিনিধি ও অভিযোগকারীরাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত ও স্বচ্ছ তদন্ত চেয়েছেন। অভিযোগের সত্যতা প্রমাণিত না হওয়া পর্যন্ত এগুলো কেবল 'অভিযোগ' হিসেবেই বিবেচিত হবে।

এমএসএম / এমএসএম

মোহনপুর উচ্চ বিদ্যালয়কে ব্যঙ্গ করে সভাপতির স্ট্যাটাস, এলাকায় উত্তেজনা

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিশেষ এ্যাডমিশন ফেয়ার এর উদ্বোধন

পাঁচ কোটির ঊর্ধ্বে তরুণ ভোটার ধানের শীষে ভোট দেবে: নিতাই রায় চৌধুরী

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে গণপদত্যাগ

সিডিএতে চাকুরী নিশ্চয়তা দিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ

নিজের অহমিকা বিসর্জন দেয়াই শ্যামাপূজার মূলশিক্ষা:রণী

পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন খন্দকার রুহুল আমিন

ডাকাতিয়ার পাড়ে অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের ৩০ একর জমি

মোহনগঞ্জে দাড়ি নিয়ে কটাক্ষের অভিযোগ তুলে হিন্দু যুবককে জুতার মালা পরিয়ে নির্যাতন

ধামরাইয়ে প্রবাসীর বাড়িতে হামলা বাড়ি-ঘর ভাঙচুর

গণমাধ্যম কর্মী স্বর্ণময়ীকে আত্মহত্যায় প্ররোচনাকারীর শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন