মির্জাগঞ্জে নয় মাসের নাতি কে নিয়ে বিপাকে বৃদ্ধা ভানু বেগম
পটুয়াখালীর মির্জাগঞ্জে ভানু বেগম (৭০) নামে এক বৃদ্ধা নয় মাসের নাতনিপটুয়াখালীর মির্জাগঞ্জ ৯ মাসের নাতি আরিয়ান হাসানকে নিয়ে বিপাকে রয়েছেন। উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ কাকড়াবুনিয়া গ্রামের মৃত মো: শাজাহান সরদারের স্ত্রী তিনি।
জানা যায়,তিন বছর পূর্বে গাজীপুরের হোতাপাড়া ভবানীপুরের মোঃ জাকির শেখের ছেলে মোঃ জায়েদুল শেখ এর সাথে ভানু বেগমের কন্যা আমেনা আক্তারের বিবাহ হয়। বিবাহের পরে তাঁদের দাম্পত্য জীবন বেশ সুখেই কাটছিল। বছর দুই গড়াতেই তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় এক পুত্রসন্তানের। নাম রাখেন আরিয়ান হাসান। যার বর্তমান বয়স ৯ মাস। কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় পড়তে হয় আমেনা আক্তারকে। হয়তোবা শিশু সন্তানটি কাল হয়ে দাঁড়ায় অথবা জায়েদুলের নতুন লালসা উঁকি মারে সংসারে। গোপনে আরেকটি নারীকে বিবাহ করে জায়েদুল শেখ। কৌশলে সন্তান সহ স্ত্রী আমেনা আক্তারকে কাকড়াবুনিয়ায় ভানু বেগমের কাছে রেখে যায়। অভাবের সংসার। তিন মানব প্রাণির ক্ষুধা নিবারণতো করতে হবে। অবশেষে পেটের দায়ে আমেনা আক্তার পাড়ি জমায় সুদূর রাজধানী শহর ঢাকায়। অপারেটরের সহযোগী হিসেবে কাজ নেয় পোশাক কারখানায়। আরিয়ানকে রেখে যায় নানির কাছে। বৃদ্ধা ভানু বেগম ছাড়া আরিয়ানের আর কেউ রইলোনা। সেই থেকে নয় মাসের নাতি কে বুকে আগলে রাখা।
ভানু বেগম জানান,মুই বিভিন্ন জাগায় হাত পাইত্তা খাই। সরকারি ঘরে থাহি। মোর স্বামী মইররা গেছে। মোর কোনো পোলা নাই। খয়রাত করে খাইলেও মুই কোনো সরকারি ভাতা পাইনা,হ্যা পায় ধনীরা।
এভাবে ভানু বেগম কেঁদে কেঁদে আক্ষেপ করে জানান, তাঁর নামে বিধবা ভাতা, বয়স্ক ভাতা বা কোনো চালের নাম নাই।"মুই এহোন কী খাওয়ামু মোর কইলজার টুকরাডারে।"
ভানু বেগম জানান, তিনি নয় মাসের শিশুটিকে নিয়ে চরম বিপাকে আছেন। তাঁর কন্যা আমেনা আক্তার হেল্পারের কাজ করেন। যে বেতন পান নিজে চলতে পারেননা। আরিয়ান বর্তমানে খুব অসুস্থ। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মত টাকাও তাঁর কাছে নাই। এই বৃদ্ধ বয়সে মানুষের দ্বারে দ্বারে যেতে অনেক কষ্ট হয়।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম জানান, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ভানু বেগমকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে যেন, তিনি একটি আবেদন করেন।
এমএসএম / এমএসএম
কক্সবাজারে শত কোটি টাকার প্রকল্পে 'সামান্য টিউবওয়েল' স্থাপনেও কউকের দুর্নীতি
নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে মিষ্টি বিতরণ
বই-খাতা আর পেনন্সিল হাতে-টিনশেড ঘর কবে ফিরবে শিশুরা?
নেত্রকোণার মদনে ১০০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
কুমিল্লা বরুড়ায় বেগম খালেদা জিয়ার বিদাহী আত্মার মাগফিরাত কামনায় শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শ্রী শ্রী জগন্নাথ বাড়িতে ৩৬ প্রহর ব্যাপী হরিনাম সংর্কীতণ অনুষ্ঠিত
কুড়িপাড়া ভূমি অফিস সেবা গ্রহিতার আতঙ্কের নাম ওমেদার দিয়ে চলে ঘুষ বানিজ্য
পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
পাইকগাছায় বাসস চেয়ারম্যান উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ
অতিরিক্ত দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার বিপাকে পড়ে মাটির চুলা ব্যবহার
নির্বাচনে কঠোর অবস্থানে পুলিশ : ডিআইজি ঢাকা রেঞ্জ