ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

মির্জাগঞ্জে নয় মাসের নাতি কে নিয়ে বিপাকে বৃদ্ধা ভানু বেগম


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ১৭-৯-২০২৫ বিকাল ৫:২৩

পটুয়াখালীর মির্জাগঞ্জে ভানু বেগম (৭০)  নামে এক বৃদ্ধা নয় মাসের নাতনিপটুয়াখালীর মির্জাগঞ্জ ৯ মাসের নাতি আরিয়ান হাসানকে নিয়ে বিপাকে রয়েছেন। উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ কাকড়াবুনিয়া গ্রামের মৃত মো: শাজাহান সরদারের স্ত্রী তিনি।

জানা যায়,তিন বছর পূর্বে গাজীপুরের হোতাপাড়া ভবানীপুরের মোঃ জাকির শেখের ছেলে মোঃ জায়েদুল শেখ এর সাথে ভানু বেগমের কন্যা আমেনা আক্তারের বিবাহ হয়। বিবাহের পরে তাঁদের দাম্পত্য জীবন বেশ সুখেই কাটছিল। বছর দুই গড়াতেই তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় এক পুত্রসন্তানের। নাম রাখেন আরিয়ান হাসান। যার বর্তমান বয়স ৯ মাস। কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় পড়তে হয় আমেনা আক্তারকে। হয়তোবা শিশু সন্তানটি কাল হয়ে দাঁড়ায় অথবা জায়েদুলের নতুন লালসা উঁকি মারে সংসারে‌। গোপনে আরেকটি নারীকে বিবাহ করে জায়েদুল শেখ। কৌশলে সন্তান সহ স্ত্রী আমেনা আক্তারকে কাকড়াবুনিয়ায় ভানু বেগমের কাছে রেখে যায়। অভাবের সংসার। তিন মানব প্রাণির ক্ষুধা নিবারণতো করতে হবে। অবশেষে পেটের দায়ে আমেনা আক্তার পাড়ি জমায় সুদূর রাজধানী শহর ঢাকায়। অপারেটরের সহযোগী হিসেবে কাজ নেয় পোশাক কারখানায়। আরিয়ানকে রেখে যায় নানির কাছে। বৃদ্ধা ভানু বেগম ছাড়া আরিয়ানের আর কেউ রইলোনা। সেই থেকে নয় মাসের নাতি কে বুকে আগলে রাখা।

ভানু বেগম জানান,মুই বিভিন্ন জাগায় হাত পাইত্তা খাই। সরকারি ঘরে থাহি। মোর স্বামী মইররা গেছে। মোর কোনো পোলা নাই। খয়রাত করে খাইলেও মুই কোনো সরকারি ভাতা পাইনা,হ্যা পায় ধনীরা।
এভাবে ভানু বেগম কেঁদে কেঁদে আক্ষেপ করে জানান, তাঁর নামে বিধবা ভাতা, বয়স্ক ভাতা বা কোনো চালের নাম নাই।"মুই এহোন কী খাওয়ামু মোর কইলজার টুকরাডারে।"

ভানু বেগম জানান, তিনি নয় মাসের  শিশুটিকে নিয়ে চরম বিপাকে আছেন। তাঁর কন্যা আমেনা আক্তার হেল্পারের কাজ করেন। যে বেতন পান নিজে চলতে পারেননা। আরিয়ান বর্তমানে খুব অসুস্থ। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মত টাকাও তাঁর কাছে নাই। এই বৃদ্ধ বয়সে মানুষের দ্বারে দ্বারে যেতে অনেক কষ্ট হয়। 

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম জানান,   সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ভানু বেগমকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে যেন, তিনি একটি আবেদন করেন‌।

এমএসএম / এমএসএম

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের' উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় বেগম সেলিমা রহমান

দাগনভূঞায় ফেনী-৩ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারের বেশি রোগীকে সেবা প্রদান

ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীর তৎপরতায় এক শিক্ষার্থী ফিরে পেল বই-খাতা আর স্বপ্নের স্কুলজীবন