ঢাকা সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

কক্সবাজারে শত কোটি টাকার প্রকল্পে 'সামান্য টিউবওয়েল' স্থাপনেও কউকের দুর্নীতি


এম ফেরদৌস photo এম ফেরদৌস
প্রকাশিত: ১৯-১-২০২৬ দুপুর ১:৪৪

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট প্রকল্প–১ নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন শত কোটি টাকার বিশাল উন্নয়ন প্রকল্পে মাত্র কয়েকটি টিউবওয়েল স্থাপনের কাজেই ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে। সামান্য এই টিউবওয়েল স্থাপনের কাজেই অনিয়ম থাকায় শত কোটি টাকার প্রকল্পের পুরো কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে জনমনে তৈরি হয়েছে গুরুতর সন্দেহ ও নানা প্রশ্ন।
ইজিপি টেন্ডার সুত্রে জানা গেছে, কউকের এই প্রকল্পের কাজে কোটি টাকার বাজেটে চারটি বড় ও ছয়টি ছোট টিউবওয়েল স্থাপনের কাজের মান , সাইজ, নকশা ও পানি স্তরের পরিমাপ নির্ণয়ে আধুনিক প্রযুক্তি বা গামা লোগিংয়ের মাধ্যমে বড় চারটি টিউবওয়েল স্থাপন করতে হবে। সেখানে বড় চারটি টিউবওয়েল কাজের বাজেট ধরা হয়েছে ছিয়ানব্বই লাখ চুয়াল্লিশ হাজার তিনশ পঁয়তাল্লিশ টাকা তিরানব্বই পয়সা। ( ৯৬৪৪,৩৪৫.৯৩) 
সরেজমিন গিয়ে দেখা গেছে, টেন্ডার প্রক্রিয়ার বিধিমালা উপেক্ষা করে এসব টিউওবয়েলের কাজ চলমান রয়েছে। 
অনুসন্ধানে জানা গেছে, প্রকল্পের নকশা অনুযায়ী প্রতিটি টিউবওয়েলে ২৪ ইঞ্চি বোরিং করার কথা থাকলেও বাস্তবে সেখানে করা হচ্ছে মাত্র ২০ ইঞ্চি। একইভাবে যেখানে ২৪ ইঞ্চি কাটার ব্যবহারের কথা, সেখানে ব্যবহার করা হয়েছে ২০ ইঞ্চির কাটার। ফলে শুরু থেকেই প্রকল্পের কারিগরি মান প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
আরও গুরুতর অনিয়মের তথ্য মিলেছে কেসিং পাইপ স্থাপনে। নিয়ম অনুযায়ী ২৪ ইঞ্চি বোরিং টিকিয়ে রাখতে ২৬ ইঞ্চি কেসিং পাইপ ব্যবহারের প্রয়োজন থাকলেও সেখানে বাইরে থেকে বসানো হয়েছে মাত্র ২২ ইঞ্চির কেসিং পাইপ। এতে কার্যত ২৪ ইঞ্চি বোরিংয়ের জায়গায় সংকুচিত হয়ে দাঁড়িয়েছে ২০ ইঞ্চিতে।
এছাড়া পানির স্তর (ওয়াটার লেয়ার বা গভীরতা) নির্ধারণ ও ভূগর্ভস্থ স্তরের সঠিক তথ্য পেতে যেখানে আধুনিক প্রযুক্তিতে 'গামা লগিং' করার কথা ছিল, সেখানে সেটিও করা হয়নি। ফলে ভূগর্ভস্থ পানির মান ও পরিমাপ যাচাই ছাড়াই টিউবওয়েল স্থাপন করার প্রমাণ মিলেছে।
টিউবওয়েল নির্মাণকাজে নিয়োজিত সাইফুল মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বড় চারটি টিউবওয়েলের বোরিং কাজ তিনি ও দিদার একসঙ্গে করছেন। তবে ওই স্থানে মূল ঠিকাদার হিসেবে শুক্কুর ৮০০ টাকা ফুট দরে কাজের কন্ট্রাক্ট নিয়েছেন। পরে শুক্কুর সেই কাজ সাইফুল মিস্ত্রিকে প্রতি ফুট ৭৯০ টাকা দরে সাব-কন্ট্রাক্ট দেন। এতে প্রতি ফুটে ১০ টাকা করে কমিশন নেন শুক্কুর নামে ঐ ব্যক্তি।
এই কাজের মূল ঠিকাদার কে জানতে চাইলে মিস্ত্রি চেনেন না বলে জানান। এছাড়া টিউবওয়েলে পানির স্তর নির্ণয় বা গামা লগিং করা হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে সাইফুল মিস্ত্রি বলেন, এসব কাজ তাদের সঙ্গে কন্ট্রাক্ট করা হয়নি। অন্য কেউ এ কাজ করছে কি না জানতে চাইলে তিনি বলেন, এমন কথা শুনেছি ঠিকই, তবে নিজ চোখে দেখেননি তিনি।
দিদার নামে আরেক মিস্ত্রির একটি টিউবওয়েলের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সেখানে পানির স্তর নির্ণয় বা গামা লগিংয়ের কোনো কাজ করা হয়েছে কি না জনতে চাইলে সাইফুল মিস্ত্রি বলেন,সেখানেও গামা লোগিং হয়নি বলে জানান। 
সম্পূর্ণ হওয়া বড় একটি টিউবওয়েলের কাজ করা দিদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাকে কেবল বোরিং করার কাজের কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। বোরিংয়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মানদন্ড অনুসরণ করা হয়েছে কি না, বা পানির স্তর নির্ণয়ে গামা লোগিং করা হয়েছে কি না - জানতে চাইলে বলেন, এসব বিষয়ে তিনি  কিছুই জানেন না।
এই প্রকল্পের মূল টিকাদার মতিউর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে টিউবওয়েলের বোরিং ক্যাসিং পাইপ ২৪ ইঞ্চির কথা স্বীকার করে তিনি জানান, এসব কাজ শুক্কুরের মাধ্যমে করানো হচ্ছে। মিস্ত্রিদের কাজের বিষয়ে তিনি জানেন না। 
সাইজ ও গামা লোগিংয়ের দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনার কাছে কোন ফ্রুফ থাকলে আমার ওয়াটসাপে দেন বিষয়টি দেখব বলে প্রতিবেদকের ফোন কেটে দেন। 
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো- এই পুরো কার্যক্রমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) কোনো প্রকৌশলীর কার্যকর তদারকিও চোখে পড়েনি। 
কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল মনজুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উন্নয়ন কর্তৃপক্ষের কাজের মধ্যে আমাদের কোন হস্তক্ষেপ নেই,তবে উনারা চাইলে ডিপিএইচই এর উপজেলা ইঞ্জিনিয়ারের মাধ্যমে সমন্বয় করে কাজের মানদন্ড ও ড্রয়িং অন্যান্য বিষয়টি দেখা হয় ।
দায়িত্বশীল সূত্রগুলো জানায়, প্রকল্পটি সরাসরি উন্নয়ন কর্তৃপক্ষের হলেও কাজ বাস্তবায়ন করা হয়েছে সাব-ঠিকাদারের মাধ্যমে, আবার সেই সাব-ঠিকাদার কাজ করিয়েছে স্থানীয় মিস্ত্রির মাধ্যমে। ফলে একাধিক স্তরে দায় এড়িয়ে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে।
অভিযোগ রয়েছে, উন্নয়ন কর্তৃপক্ষ নিজেরাই যথাযথ তদারকি না করে কন্ট্রাক্টরের আড়ালে পরিকল্পিতভাবে এসব অনিয়ম ও দুর্নীতি সম্পন্ন করেছে। এতে শত কোটি টাকার এই প্রকল্পের অন্যান্য খাতেও অনিয়ম হয়েছে কি না- তা নিয়ে জনমনে তৈরি হয়েছে তীব্র প্রশ্ন ও সন্দেহ।
কক্সবাজারে উন্নয়ন কর্তৃপক্ষের কাজ নিয়ে এমন কানাঘুষা নতুন নয়। অতীতেও একাধিক প্রকল্পে তাদের বিরুদ্ধে দায়সারা কাজ ও অনিয়মের অভিযোগ ছিল। নতুন করে এই উন্নয়ন প্রকল্পে টিউবওয়েল স্থাপনের মতো মৌলিক কাজেই যখন এত অনিয়ম ধরা পড়ছে, তখন পুরো প্রকল্পের স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।
এ প্রকল্পের দায়িত্বরত ইঞ্জিনিয়ার (উপ-সহকারী প্রকৌশলী, সিভিল) আল আমিনের মুঠোফোনে যোগাযোগ করে অনিয়মের কথা জানতে চাইলে তিনি বলেন এসব আমি বলতে পারব না,প্রকল্প পরিচালক মহোদয়ের সাথে যোগাযোগ করতে পারেন বলে দায় এড়ান তিনি।
সামগ্রিক বিষয় নিয়ে নির্বাহী প্রকৌশলী (প্রকল্প পরিচালক)  মো: আব্দুল্লাহ'র মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও মন্তব্য না পেয়ে সরাসরি অফিসে গেলে রিসিভশনের লেনের মাধ্যমে তিনি সাফ জানিয়ে দেন এসব ব্যপারে মিডিয়ায় তিনি কথা বলবেন না।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিননের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রকল্পের ইঞ্জিনিয়ার ও প্রকল্প পরিচালকদের সাথে কথা বলতে পরামর্শ দেন তিনি। 
এভাবেই একে অপরের মাধ্যমে দুর্নীতি অনিয়মের বিষয় নিয়ে দায় এড়িয়ে গেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা।
এদিকে সচেতন মহল বলছে, এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে কক্সবাজারের উন্নয়ন প্রকল্পগুলো আরও বেশি প্রশ্নবিদ্ধ হবে।

Aminur / Aminur

দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর নেই : অর্থ উপদেষ্টা

কাউনিয়ায় তিস্তা মহাপরিকল্পনার সরেজমিন পরিদর্শনে চীনা রাষ্ট্রদূতসহ উপদেষ্টা রিজওয়ানা হাসান

মরহুম সলিমুল্লাহ মাস্টার স্মৃতি স্বরণে মিনিবার ফুটবল ফাইনাল টুর্নামেন্ট–২০২৬ অনুষ্ঠিত

রাজস্থলীতে পুলিশের অভিযানে চুরির মামলা গ্রেফতার ২

পাহাড়ের শিশুরা  শিক্ষার পাশাপাশি বিনোদনেও পিছিয়ে 

সংস্কৃতি মঞ্চ,নেত্রকোণা-এর উদ্যোগে গুণীজনের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শেরপুরে কন্যাশিশুকে হত্যার অভিযোগ: বাবা আটক

ছয়তলা ছাত্রাবাস পাচ্ছে এডওয়ার্ড কলেজ

জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, প্রতিবাদ করায় মারধর ও প্রাণনাশের হুমকি

সাভারে সন্ত্রাসী সোহানকে গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কক্সবাজারে শত কোটি টাকার প্রকল্পে 'সামান্য টিউবওয়েল' স্থাপনেও কউকের দুর্নীতি

নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে মিষ্টি বিতরণ

বই-খাতা আর পেনন্সিল হাতে-টিনশেড ঘর কবে ফিরবে শিশুরা?