ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

‘আপা’ বলায় ক্ষেপে রোগীকে বের করে দিলেন চিকিৎসক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৯-২০২৫ দুপুর ১২:৩

শেরপুর জেলা সদর হাসপাতালে ‘আপা’ বলায় রোগীর ওপর ক্ষেপে রুম থেকে বের করে দিয়েছেন এক চিকিৎসক। ‘আপা’ নয় তাকে ‘ম্যাডাম’ ডাকতে হবে, বলেন ওই চিকিৎসক।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের কক্ষে এ ঘটনা ঘটে।

শেরপুর পৌর শহরের নয়নী বাজার মহল্লার বাসিন্দা ভুক্তভোগী কাজী মাসুম বলেন, দুপুর ২টার দিকে ১১ বছর বয়সী মেয়ে জান্নাতুল ফেরদৌস মামিয়ার পেটব্যথা নিয়ে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে যাই। এসময় কর্তব্যরত চিকিৎসক অনন্যা জরুরি কিছু ওষুধ লিখে দেন। হাসপাতালে সরবরাহ না থাকায় ওষুধগুলো বাইরে আনতে যাই। কিন্তু হাসপাতাল রোডের প্রায় ছয়-সাতটি দোকান খুঁজেও একটি ওষুধ পাওয়া যায়নি। ফলে আবারও জরুরি বিভাগের মেডিকেল অফিসারের ফিরে আসি। সেখানে গিয়ে দেখি আগের ডাক্তার অনন্যা ডিউটি শেষ করে চলে গেছেন। পরবর্তী ডিউটিতে আছেন চিকিৎসক মারজিয়া খাতুন। এসময় বিনয়ের সঙ্গে চিকিৎসক মারজিয়াকে আপু ডেকে বলি, ‘আগের চিকিৎসক যে ওষুধ দিয়েছিল সেখানকার একটি ওষুধ পাওয়া যাচ্ছে না। সেটার পরিবর্রতে অন্য কোনো ওষুধ দেওয়া যায় কি না।’

এসময় মারজিয়া ‘আপু’ শব্দটি শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন। উচ্চস্বরে বলেন, ‘আপু বলছেন কেন, ম্যাডাম’ ডাকতে সমস্যা কোথায়। আমি একজন মেডিকেল অফিসার। যান, বের হয়ে যান।’

এদিকে অসুস্থ মেয়ের কান্নাকাটি দেখে, রোগীর অভিভাবক মাসুম ফের বলেন, ‘আপু ডেকে কি দোষ করেছি। সেবাটা অন্তত দেন। কিন্তু এতেও সে আরও রাগান্বিত হয়ে কয়েক দফা ধমক দিয়ে তার রুম থেকে বের করে দেন।

এ বিষয়ে চিকিৎসক মারজিয়া বলেন, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া কারও সঙ্গে কোনো কথা বলবো না।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার তাহেরাতুল আশরাফি বলেন, বিষয়টি শুনেছি, হয়তো ভুলক্রমে তিনি এ কথা বলেছেন। তবে আমাদের অফিসিয়ালি অভিযোগ বা সরাসরি কথা বললে শনিবার আসতে হবে।

জেলা সিভিল সার্জন ডাক্তার শাহিন মিয়া বলেন, আপা-ভাই বলা আন্তরিকতার ব্যাপার। এখানে আমরা সেবাদান করার মানসিকতা নিয়ে এ পেশায় এসেছি। আজকের ঘটনাটি আমি এখনো শুনিনি। বিষয়টি খোঁজ নিচ্ছি।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে চলন্ত সিএনজি থেকে পড়ে কিশোরীর মৃত্যু

পটুয়াখালী জেলা প্রেসক্লাব'র নির্বাচন ২০ সেপ্টেম্বর শনিবার

পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ কার্যক্রমে স্বপ্নপুর

‎সাঘাটায় অবৈধ কয়লা কারখানার বিষে দমবন্ধ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

শালিখায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

লিবিয়ায় মাফিয়াদের গুলিতে মাদারীপুরের যুবক নিহত, শোকের ছায়া গ্রামে

রায়পুরে আলোচিত সমালোচিত ইউএনও ইমরান খানের বদলি

ইউপি চেয়ারম্যান সেলিমকে আটক করে পুলিশে দিল স্থানীয় বিএনপি'র নেতাকর্মীরা

তানোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

‎জনগণ আর প্রহসনের নির্বাচন দেখতে চায় নাঃ মাওলানা জিয়াউল হক

লক্ষ্মীপুরে ছাত্র হত্যার আসামিকে অভিনন্দন জানিয়ে জনরোষের মুখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান

কোস্টগার্ডের যৌথ অভিযানে নারী-শিশুসহ অপহৃত ৬৬ জন উদ্ধার