তানোরে ৫৮টি মন্ডপে চলছে দূর্গাপূজার প্রস্তুতি

এগিয়ে আসছে শারদীয় দুর্গাপূজা। উৎসবের আমেজে ভরে উঠেছে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি মন্দির। আসন্ন শারদীয় দুর্গাপূজায় শানাই ও ঢাকের শব্দে উৎসবের আমেজ শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে। রাজশাহীর তানোর উপজেলায় ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে মোট ৫৮টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই বিভিন্ন মন্দিরের প্রতিমা মাটির কাজ শেষ। বাকি আছে শুধু রং-তুলির আঁচড়ের কাজ। প্রতীমাগুলোতে রংয়ের আঁচড় পরলেই দৃষ্টিনন্দন আকর্ষন ফুটে উঠবে। পুরোহিত দিলিপ কুমার মুখার্জি বলেন, এবছর পঞ্জিকা অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ৯'টায় মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে মহা দুর্গোৎসব। বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে এহচ্ছে দুর্গা দেবীর আগমনী বার্তা। এবার দেবী দূর্গা আগমন করবেন ২'অক্টোবর বিজয়া দশমীতে পালকীতে করে গমন করবেন। এ লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী পূজারী ও ভক্তরা তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে দেবী
দূর্গা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন। তানোর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্যাম কুমার ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন দাস বলেন, বিগত বছরগুলোর মতো এবারও আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে। উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন থেকে আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। পূজা উপলক্ষে দারুণ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আসন্ন দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে প্রত্যেকটি পূজা মন্দিরে স্থানীয় ভাবে পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে এবছর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভাপতি স্যাম কুমর জানান, তানোর উপজেলায় ৫৮টি পূজা মন্ডবে এবছর দূর্গাপুজার প্রস্তুতি চলছে। তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, পুলিশের গোয়েন্দা সংস্থা ও সাইবার টিমসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ইউনিট কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ
ইউনিট কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এ বছর শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে করতে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। এখন মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ চলমান। পূজা চলাকালীন সকল মন্ডপে পুলিশের কঠোর নজরদারি রাখা হবে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব দূর্গা পুজা নির্বিঘ্নে পালনের লক্ষ্যে থানা পুলিশ সকল প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে সকল পূজা কমিটির লোকজনের সাথে কথা বলেছি। পূজা চলাকালীন সকল মন্ডপে নজরদারি সহ সার্বক্ষণিক পুলিশের টহল অব্যাহত থাকবে বলেও জানান ওসি মহোদয়।
এমএসএম / এমএসএম

জয়পুরহাটে দূর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

ঈশ্বরদীতে রাস্তা মেরামত না হওয়ায় জনদুর্ভোগ চরমে

গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ: পূণর্বাসন, পকেট কমিটি ও মেয়াদোত্তীর্ণ নেতৃত্বে স্থানীয় রাজনীতি সংকটে

সড়ক নয় যেনো মরণ ফাঁদ

সাটুরিয়ায় সেতুর মুখ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

গোদাগাড়ীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

দুমকীতে স্কুলের মাঠ দখল ঘর নির্মাণ

শেরপুরে দুর্গা প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে: প্রতিমাশিল্পীদের চোখে ঘুম নেই

নবীনগরে ১৪ ড্রাম মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, এক যুবক আটক

নরসিংদীতে পদ্ম ফুলের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা

শান্তিগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

পলাশবাড়ীতে সবজির দামে আগুন, বিপাকে সাধারণ ক্রেতারা
