ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

লাকসামে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক ও কুইজ পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২০-৯-২০২৫ দুপুর ৪:৩৫

‘‘আল্লাহ ওয়ালাদের দল হবেই সফল’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে  কুমিল্লার লাকসামে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে লাকসাম পৌর অডিটোরিয়াম হল রুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কুমিল্লা দক্ষিণ জেলার আয়োজনে  ইসলামী সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মো. আলাউদ্দিন ছালেহীর সভাপতিত্বে ও কুমিল্লা জেলা শাখা যুব হিযবুল্লাহ সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দিক এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর (আরবি বিভাগ) ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কুমিল্লা জেলা শাখার সভাপতি প্রফেসর হা. মাও. ড. মুহাম্মদ রুহুল আমীন। প্রধান আকর্ষণ- বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা মুফতি শামছুল আলম। বিশেষ আকর্ষণ-  বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় মহাসচিব হযরত মাওলানা মুফতি বাহাউদ্দিন মোস্তাফী। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ¦ মজির আহমেদ সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 
প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম বক্তব্যে বলেন, এ সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন। এ পবিত্র অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে গর্ববোধ করছি। আমরা এখন দেখছি ইসলামের নাম বেচে রাজনীতি করছে। ইসলামের নাম বেচে বয়ান করছে এবং এলাকায় এলাকায় ভোট চাচ্ছে। দয়া করে আপনার এটি না করে বিএনপির পক্ষে ও ধানের শীষ মার্কায় ভোট চাইবেন আজকে যারা উপস্থিত আছেন আপনাদের কাছে অনুরোধ আপনাদের বাবা-মা ও আত্মীয় স্বজনদের বলবেন ধানের শীষ মার্কায় ভোট দিতে। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করলাম। অনুষ্ঠান ১৫০ জন ছাত্রদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারীকে ১৫ হাজার টাকা ও ২য়স্থান অধিকারী ১০ হাজার  টাকা ও ৩য় স্থান অধিকারীকে ৮ হাজার টাকা দেয়া হয়। 

এমএসএম / এমএসএম

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস নিশ্চিত করতে কর্মশালা

বাউফল রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি সিদ্দিক ও সাধারণ সম্পাদক মিলন

নাঙ্গলকোটে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

মেহেরপুরে অ্যাডভোকেট কামরুল হাসানের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

পাবিপ্রবিতে ‘ইনটেলেকচুয়াল প্রোপার্টি রাইটস’ শীর্ষক কর্মশালা

বেনাপোল চেকপোষ্টে কুলি শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

নেত্রকোনায় জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের উদ্যোগে ধলাই নদী পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

সিনেমা হলের শেষ গল্প: তাজ সিনেমা হল থেকে স্মৃতি হারাচ্ছে দর্শক

হাটহাজারীতে শারদীয় দূর্গা পূজার ১১৮টি মন্ডপে শেষ মুহূর্তে প্রস্তুতি

মাদারীপুরে মানব কল্যাণ সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প

শালিখায় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

লাকসামে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক ও কুইজ পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত