ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

মৎস্য অভয়াশ্রমে দেশীয় মাছের প্রাচুর্য সুফল ভোগ করছে এ অঞ্চলের মানুষ


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২১-৯-২০২৫ দুপুর ২:৫৬

গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরজমিনে গিয়ে দেখা গেছে, মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠার ফলে এ অঞ্চলের মানুষ ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন। স্থানীয় সুফলভোগী ও অভয়াশ্রম রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকার যদি আরও অভয়াশ্রম স্থাপন করত, তাহলে দেশীয় প্রজাতির মাছের প্রাচুর্য আগের তুলনায় আরও বাড়ত। বর্তমানে অভয়াশ্রমের কারণে দেশীয় প্রজাতির মাছ উল্লেখযোগ্য পরিমাণে পাওয়া যাচ্ছে, ফলে বাজারে এর দামও কমে এসেছে।

স্থানীয় জেলেদার ধলাচাঁদ বিশ্বাস বলেন, “আগে নদীতে মাছ খুব কম ছিল। এখন অভয়াশ্রম থাকায় মাছ বেড়েছে। পরিবারের ভরণপোষণ এখন সহজে হচ্ছে।” গৃহিণী রুলী বিশ্বাস জানান, “এবার মাছ সহজলভ্য হওয়ায় বাজারে দাম কমেছে। পরিবারের চাহিদা পূরণ হচ্ছে, আলাদা কষ্ট করতে হচ্ছে না।”

কিশোর মৎস্যজীবী অনির্বাণ বিশ্বাস বলেন, “অভয়াশ্রমে নিয়ম মেনে চলার ফলে মাছের প্রজাতি ও পরিবেশ সম্পর্কে আমরা অনেক কিছু শিখছি। এটা আমাদের জীবনের জন্য শিক্ষণীয়।” অভয়াশ্রম পরিচালনা কমিটির সভাপতি বরেন্দ্রনাথ বিশ্বাসের মতে, “দেশীয় মাছ একসময় প্রায় বিলুপ্তির পথে ছিল। এখন আবার সেগুলো ধরা পড়ছে। এতে মৎস্যজীবীরা উপকৃত হচ্ছেন, স্থানীয় অর্থনীতিও চাঙা হচ্ছে।”

সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাস বলেন, “প্রজনন মৌসুমে জেলেদের সচেতন করা হয়েছে। মাছ না ধরায় মৌসুম শেষে বিপুল পরিমাণ মাছ বৃদ্ধি পেয়েছে। অভয়াশ্রম এখন এলাকার উন্নয়নের প্রতীক।”সুফলভোগী সুশান্ত কুমার হালদার বলেন, “আগে মাছ ধরতে কষ্ট হতো, এখন খুব সহজে ধরা পড়ে। আয় বেড়েছে, পরিবারের চাহিদাও মিটছে।”

নিরাপত্তা প্রহরী মোঃ টিটু বলেন, “আমরা অভয়াশ্রম পাহারা দিই দিন-রাত। ফলে মাছের প্রজনন ব্যাহত হয় না। সরকারের এ উদ্যোগ সফল করতে সবাই আন্তরিকভাবে সহযোগিতা করছে।”

গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র রক্ষার জন্য মৎস্য অভয়াশ্রম স্থাপন ও ব্যবস্থাপনা সবচেয়ে গ্রহণযোগ্য ও কার্যকর উপায় হিসেবে স্বীকৃত। “অভয়াশ্রম প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য দেশীয় মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি। নিয়মিত তদারকি ও জেলেদের সচেতনতার কারণে এর সুফল জনগণের ঘরে পৌঁছে গেছে।”

“দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প”-এর প্রকল্প পরিচালক (পিডি) মোঃ খালিদুজ্জামান বলেন, “সরকার দেশীয় মাছ রক্ষায় সর্বাত্মক পদক্ষেপ নিয়েছে। এ অঞ্চলে অভয়াশ্রম স্থাপন সেই পরিকল্পনার সফল বাস্তবায়নের দৃষ্টান্ত। এ কার্যক্রম অব্যাহত থাকলে ভবিষ্যতে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হবে।”

সরজমিনে স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও দায়িত্বশীলদের মতামত থেকে স্পষ্ট—অভয়াশ্রম এ অঞ্চলে শুধু মাছের প্রজাতি সংরক্ষণেই নয়, বরং জীবিকা, পুষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এমএসএম / এমএসএম

বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ

গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত

ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউনিয়ায় শোকাবহ পরিবেশে ওসমান হাদীর গাইবানা জানাজা সম্পন্ন

আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুরের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো মেধা বৃত্তি পরীক্ষা

শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

ভূরুঙ্গামারীতে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তানোর কোয়েল পূর্বপাড়া গ্রামের স্বপন আলী অবৈধ মটার স্হাপন জনগণের মধ্যে চরম উত্তেজনা

বড়লেখায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে "দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসা"র উদ্বোধন

রায়গঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত