ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

কুষ্টিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও গাছ কর্তনের অভিযোগ, ব্যবসায়ী গুরুতর আহত


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ৪:৭

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের পশ্চিম বাহিরচর মুসুল্লিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা ভুক্তভোগীর ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালিয়ে নগদ অর্থ লুটপাটের পাশাপাশি বিভিন্ন জাতের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বর্তমানে আহত ব্যবসায়ী কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পশ্চিম বাহিরচর মুসুল্লিপাড়ার মোড়ে অবস্থিত ভুক্তভোগীর ব্যবসা প্রতিষ্ঠানে শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নেতৃত্ব দেয় স্থানীয় মোঃ নাজিম আলী (২৮), তার পিতা মোঃ তুরাপ আলী (৫৫), ভাই মোঃ সৌরভ আলী (৩৫) এবং আরও ৩/৪ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করে সশস্ত্র হামলা চালায়।

প্রথমে আসামিরা ব্যবসায়ীকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এসময় প্রতিবাদ করলে নাজিম আলী হাতে থাকা লোহার হাসুয়া দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ মারেন। এতে ব্যবসায়ীর শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে যায়।

এরপর তুরাপ আলী লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করেন এবং দোকানের ড্রয়ার থেকে নগদ ২০ হাজার ৩০০ টাকা নিয়ে যান। অপরদিকে সৌরভ আলী কাঠের বাটাম দিয়ে আঘাত করে আরও জখম করে এবং খুনজখমের হুমকি প্রদান করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, আসামিদের নির্দেশে অজ্ঞাত ব্যক্তিরা দোকানের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করে, এতে প্রায় ৩৭ হাজার ৮০০ টাকার ক্ষয়ক্ষতি হয়। একই সঙ্গে দোকানের পাশের বিভিন্ন প্রজাতির বেশ কিছু গাছ কেটে ফেলা হয়, যার ফলে অতিরিক্ত ক্ষতি সাধিত হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোঃ ডাবলু বিশ্বাস, মোঃ নাসিম আলী ও মোঃ রজব আলী জানান, তারা ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা খুনজখমের হুমকি দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত ব্যবসায়ীকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ভুক্তভোগী আবুল কালাম অভিযোগ করে বলেন, “পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয়, আমার লাগানো বিভিন্ন জাতের গাছ আজ সকালে কর্তন করেছে। হামলাকারীরা যে কোনো সময় আমাকে ও আমার পরিবারের সদস্যদের ওপর আরও বড় ক্ষতি করতে পারে।”
তিনি নিরাপত্তা নিশ্চিতকরণ ও হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানিয়েছেন।

বন কর্মকর্তার মন্তব্য গাছ কর্তনের বিষয়ে ভেড়ামারা উপজেলার এক বন কর্মকর্তা বলেন, “গাছ কাটা অন্যায় কাজ হয়েছে। আমরা ভুক্তভোগীকে আইনের সহযোগিতা করব। ইতোমধ্যেই বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে ভেড়ামারা থানার তদন্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের তদন্ত চলছে। তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে আসামিদের বিরুদ্ধে প্রমাণ মিলেছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় স্থানীয় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। বর্তমানে আহত ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় পানিতে পড়ে শিশু মৃত্যু প্রতিরোধে মতবিনিময় সভা

দুমকিতে রাস্তা দখলের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

মুকসুদপুরে দূর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর থানার আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত

কোনাবাড়িতে ডিভোর্সকৃত স্ত্রীকে ছুরিকাঘাত করে সাবেক স্বামীর আত্মহত্যা

বিএনপি সরকার গঠন করলে জনগণের ভোগান্তি লাঘব হবে ও জনস্বার্থে সকল রাস্তার কাজ করা হবেঃ সিরাজুল ইসলাম সরদার

নেত্রকোনার মদনে চেয়ারম্যান-মেম্বারের ভুয়া ওয়ারিশান সনদে সম্পদ বঞ্চিত মা-মেয়ে

পাবিপ্রবিতে ‘প্রমীত ভাষা ব্যবহারের গুরুত্ব’ নিয়ে ভাষা বক্তৃতা অনুষ্ঠিত “সর্বত্র ভাষার অপপ্রয়োগ দূর করতে হবে”

ধামইরহাটে ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমূখী করতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

কালকিনিতে দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে বিএনপির মতবিনিময়

চন্দনাইশে শান্তিবাহিনী ৬সদস্য সেনাবাহিনীর হাতে আটক

চিতলমারীতে সর্বজনীন উৎসব দুর্গাপূজা সফল করতে প্রস্তুতিমূলক সভা