ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নাচোলে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ৪:১২

কে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ! আসন্ন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। দূর্গাপূজা'কে সামনে রেখে নাচোল উপজেলার মন্দিরগুলোতে এখন প্রতিমা তৈরির আর মন্ডব তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজকসহ মৃৎশিল্পীরা।

দিনরাত পরিশ্রম করে শিল্পীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় কাদামাটি, খড়, বাঁশ, সুতলি আর রঙ-তুলি দিয়ে তৈরি করছেন একেকটি প্রতিমা।

উপজেলা কেন্দ্রীয় মন্দির সহ ১টি পৌরসভা ও ৪ টি ইউনিয়নে মন্দির-মণ্ডপ প্রাঙ্গণে বিভিন্ন আকার আর নানা ধরনের দেবী দুর্গার প্রতিমা বানানো হচ্ছে।

প্রকৃতিতে চলছে এখন শরৎকাল। শরতের শুভ্রতার সঙ্গে আসছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

শিশির ভেজা ভোর-আকাশে সাদা মেঘের ভেলা আর শরতের নরম কাশফুলের ছোঁয়া যেন প্রকৃতিতে জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা।

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে ঘিরে দেশের উত্তরের সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল ও রানী ইলা মিত্রর উপজেলায় নাচোলের সনাতনী পল্লীতে প্রতিমা তৈরিতে কারিগরেরা ব্যস্ত সময় পার করছেন।

মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় আর রঙ-তুলির আচড়ে প্রতিমাগুলি হয়ে উঠছে অপরূপ প্রাণবন্ত। খড় আর কাঁদা মাটি দিয়ে প্রতিমা তৈরি শেষ হলেই শুরু হবে প্রলেপ ও রঙের কাজ। একই সঙ্গে শরতের দুর্গোৎসবকে পরিপূর্ণভাবে সাজাতে দিনরাত মন্ডব গুলোতে চলছে ব্যাপক সাজ সজ্জার প্রস্তুতি।

খড় আর কাদামাটি দিয়ে প্রতিমার তৈরির কাজ শেষ হলে চলবে রঙ- তুলি-অলংকার দিয়ে প্রতিমা সাজানোর কাজ।

নাচোল-উপজেলা' নাচোল পৌরসভা, নাচোল সদর, কসবা, ফতেপুর,নিজামপুর সহ ৪টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে এমন চিত্র দেখা যায়। কাদা-মাটি, বাঁশ,খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিলতিল করে গড়ে তোলা হচ্ছে দেবীদুর্গার প্রতিমা। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবীদুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, অসুরসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা।

মৃৎশিল্পী জানান- প্রতিবছরই অধীর আগ্রহে দেবীদুর্গার প্রতিমা তৈরির কাজের অপেক্ষায় থাকি। শুধু জীবিকার জন্যই নয়। দেবীদুর্গার প্রতিমা তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের ধর্মীয় অনুভূতি, ভক্তি আর ভালোবাসা। দুর্গামাকে মায়ের মতোই তৈরি করা হচ্ছে। পূর্বের চেয়ে কাজের ব্যয় বাড়ার কারণে খরচ নিয়ে কিছুটা শঙ্কিত।

প্রতিমা কারিগরা জানান, এবছর প্রতিমা তৈরিতে ১৫ হাজার থেকে প্রকারভেদে ৫০হাজারের অধিক টাকা করে আজুরা নেওয়া হচ্ছে। আগের তুলনায় এবার কাজের চাপ খানিকটা বেশি হওয়ায় দিনরাত পরিশ্রম করতে হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে পারবে এমনটাই আশা ।

একই সাথে এবার প্রতিমা তৈরি করে ভাল আয় হবার আশাবাদী করছেন মৃৎশিল্পীরা।

নাচোল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ কুমার চক্রবর্তী - জানান,দূর্গোৎসব গতবারের চেয়ে এবার ভালোভাবে হবে। এ উপজেলায় এবার ১৬ টি

পূজা মন্ডবে দূর্গোৎসব পালিত হবে।

আসন্ন শারদীয় দূর্গোৎসবকে ঘিরে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে, সুষ্ঠু সুন্দর ভাবে দূর্গা পূজা উদযাপন করার আশা এমনটাই বলছেন পূজা উদযাপন পরিষদ ।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় পানিতে পড়ে শিশু মৃত্যু প্রতিরোধে মতবিনিময় সভা

দুমকিতে রাস্তা দখলের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

মুকসুদপুরে দূর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর থানার আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত

কোনাবাড়িতে ডিভোর্সকৃত স্ত্রীকে ছুরিকাঘাত করে সাবেক স্বামীর আত্মহত্যা

বিএনপি সরকার গঠন করলে জনগণের ভোগান্তি লাঘব হবে ও জনস্বার্থে সকল রাস্তার কাজ করা হবেঃ সিরাজুল ইসলাম সরদার

নেত্রকোনার মদনে চেয়ারম্যান-মেম্বারের ভুয়া ওয়ারিশান সনদে সম্পদ বঞ্চিত মা-মেয়ে

পাবিপ্রবিতে ‘প্রমীত ভাষা ব্যবহারের গুরুত্ব’ নিয়ে ভাষা বক্তৃতা অনুষ্ঠিত “সর্বত্র ভাষার অপপ্রয়োগ দূর করতে হবে”

ধামইরহাটে ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমূখী করতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

কালকিনিতে দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে বিএনপির মতবিনিময়

চন্দনাইশে শান্তিবাহিনী ৬সদস্য সেনাবাহিনীর হাতে আটক

চিতলমারীতে সর্বজনীন উৎসব দুর্গাপূজা সফল করতে প্রস্তুতিমূলক সভা