শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের ক্ষোভের আগুণ রাজপথে
আবারো একস্কুল শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে খাগড়াছড়িতে। সে ক্ষোভ আর বিচারের দাবী গড়িয়েছে রাজপথে। খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় ৮ম শ্রেণির এক পাহাড়ি ছাত্রী দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবী উত্তাল হয়ে উঠে খাগড়াছড়ি।
এ ঘটনায় বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। স্কুল ছাত্রীকে গণধর্ষনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ থেকে বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধের ডাক দেয় পাহাড়ি শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাতে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় দলবব্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শয়ন শীল নামে একজনকে আটক করা হয়েছে।
বুধবার সকালে সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনীর সদর জোনের সহযোগীতায় তাকে আটক করে পুলিশ। আটককৃত শয়ন শীল সিঙ্গিনালার বাপ্পী শীলের ছেলে। জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বুধবার সকালে ১১টায় খাগড়াছড়ি সরকারি কলেজ এর গেইট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে শহরের মুক্তমঞ্চে উক্যেনু মারমার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশ থেকে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে আগামীকাল ভোর ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধ এবং ২৫ ও ২৬ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বর্জনের ডাক দেয়া হয়। একই সাথে ২৬ তারিখ পার্বত্য চট্টগ্রামে নারী নিপিড়নের প্রতিবাদে খাগড়াছড়িতে মহা সমাবেশের ঘোষনা দেয় সংগঠনটি।
সমাবেশে শিক্ষার্থী প্রতিনিধি উক্যনু মারমা, সুমন চাকমা, আকাশ ত্রিপুরা ও কৃপায়ন ত্রিপুরা বক্তব্য রাখেন। সমাবেশে অভিযোগ করা হয়, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে গতকাল রাতে গণধর্ষন করা হয়। পাহাড়ে বিচারহীনতার কারনে নারী ধর্ষণ চলমান রয়েছে বলে অভিযোগ আনেন।
এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, এজাহার পাওয়ার পর সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগে ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে সদর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা করেন বলে তিনি জানান।
খাগড়াছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে শয়ন শীল (১৯) নামে একজনকে সেনাবাহিনীর সহায়তায় আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে কয়েকজন যুবক কিশোরীকে গণধর্ষন করে। পরে খোঁজাখুজির পর রাত আনুমানিক ১১টার দিকে একটি পরিত্যক্ত স্থান থেকে উদ্ধারের পর তাকে স্থানীয়রা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এদিকে-এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সংবাদ মাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান এই নিন্দা প্রতিবাদ জানান এবং অবিলম্বে সকল ধর্ষককে গ্রেফতারপূর্বক দ্রুত বিচার আইনের আওতায় সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
বিবৃতিতে দুই নারী নেত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী-শিশুরা আজ কোথাও নিরাপদ নয়। অবিলম্বে সিঙ্গিনালায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক রিতা চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এমএসএম / এমএসএম
চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ
সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ
চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়
জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি
কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার
মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ
পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত
বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ
তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি
বড়লেখায় র্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার
জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা