সন্দ্বীপে গবাদি পশু খাত উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্ব ব্যাংক এর অর্থায়ন ও সহযোগিতায় এসডিআই-এর বাস্তবায়নে “টেকসই ক্ষুদ্র উদ্যোগ ও সহনশীল রূপান্তর (স্মার্ট)” প্রকল্পের আওতায় সন্দ্বীপে গবাদি পশু খাত উন্নয়ন বিষয়ক উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল বিষয় ছিল “উপ-খাত: গরু ও মহিষ” এবং উপ-প্রকল্প “পুনঃব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব প্রক্রিয়া নিশ্চিত করে দুগ্ধ খাতে সবুজ প্রবৃদ্ধি অর্জন”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মং চিং নু মারমা। তিনি গবাদি পশু খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সুষ্ঠু খামার ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব দুধ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার (লাইভস্টক) মোঃ জাফর ইকবাল,উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা: মৃন্ময় ভৌমিক,এসডিআই এর সহকারী পরিচালক উন্নয়ন মোঃ আশরাফ হোসেন।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন— সন্দ্বীপ উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. ফজলুল করিম, এসডিআই আঞ্চলিক পরিচালক কামাল হোসেন,উপজেলা সহকারী- যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আলম, স্মার্ট প্রকল্প এসডিআই এর ব্যবস্থাপক
মাহবুব আলম, সভা সঞ্চালনা করেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার সাজ্জাদুল কবির।মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার মোঃ এনায়েত উল্যা।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সন্দ্বীপ উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পী, কবি ও গীতিকার কাজী শামসুল আহসান খোকন,বাংলাদেশ শিক্ষক সমিতি (সন্দ্বীপ) শাখার সাধারণ সম্পাদক এ কে ফজলুল করিম বাবুল, কবি নীলাঞ্জন বিদ্যুৎ, বাংলাদেশ নারী প্রগতি সংঘ (সন্দ্বীপ কেন্দ্র)ব্যবস্থাপক মোঃ শামসুদ্দিন, নিজেরা করি অঞ্চল প্রধান মতিয়ার রহমান, রহমতপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা বেগম সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি, সন্দ্বীপ প্রেস ক্লাব ইলিয়াস কামাল বাবু , জাতীয় সাংবাদিক সংস্থা (সন্দ্বীপ শাখা) সভাপতি ইলিয়াছ সুমন,দৈনিক সমকাল প্রতিনিধি সাজিদ মোহন,এসডিআই সিসিআর প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার বাদল রায় স্বাধীন সহ এসডিআই এর সকল শাখা ব্যবস্থাপক । আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সন্দ্বীপে গবাদি পশুপালনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, পরিবেশবান্ধব খামার গড়ে তোলা এবং স্থানীয় খামারিদের আর্থিক অবস্থার উন্নয়ন সম্ভব হবে।
কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, সাংবাদিক, উন্নয়নকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের
গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়
নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০
ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত
ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান
সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ
হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল