বিএনপি-জামায়াতের হেভিওয়েট প্রার্থী, লড়াই হবে হাড্ডাহাড্ডি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্ভাব্য সময় ঘোষণার ভোটের আলোচনায় সরগরম হয়ে উঠেছে রাজশাহীর রাজনীতির মাঠ। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে শহরের অলিগলিতে এখন ভোটের আলাপ। পিছিয়ে নেই রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনও। এখানেও জোরেশোরেই বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীরা আটঘাট বেঁধে মাঠে নেমেছেন। বর্তমানে এ আসনে বিএনপি’র সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ ও গ্রুপিং স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কয়েকদিন আগেও দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দুই দলের সংঘর্ষের ঘটনা ঘটে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর দলীয় মনোনয়ন নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন দলটির কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও এই আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। কেন্দ্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিয়মিত নিজ এলাকায় গণসংযোগ করছেন।
আসনটিতে বিএনপি’র মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন দলের ৭ নেতা। তারা হলেন, মেজর জেনারেল শরিফ উদ্দিন (অব.), ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, শিল্পপতি সুলতানুল ইসলাম তারেক, অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ বিপ্লব, যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক শাহাদৎ হোসেন শাহীন এবং এবি পার্টি থেকে ড. মোহাম্মদ আব্দুর রহমান মোহসেনি।
মেজর জেনারেল শরিফ উদ্দিন (অব.) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সামরিক সচিব। তিনি সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই। এদিকে, সুলতানুল ইসলাম তারেক স্থানীয়ভাবে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রচার, সভা-সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছেন।
সুলতানুল ইসলাম তারেক বলেন, ‘দলের হাইকমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। মনোনয়ন চাওয়া সবার অধিকার। আমি দীর্ঘদিন দলের দুঃসময়ে নেতাকর্মীদেরকে সহায়তা করেছি। নেতাকর্মী আমার পাশে আছেন, আমি কাজ করছি। তবে কোনো কোনো সময় কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। দলের কারাবন্দি কর্মীদের জামিন করানো থেকে তাদের পরিবারের সার্বিক দায়িত্ব পালন করেছি। প্রার্থী মনোনয়নে তৃণমূলের মতামতের প্রাধান্য থাকলে দলের সিদ্ধান্ত আমার পক্ষে থাকবে বলে মনে করি। মেজর জেনারেল শরিফ উদ্দিন (অব.) বলেন, দল আমাকে মনোনয়ন দেবে, এটা আমার প্রত্যাশা। আমি তানোর- গোদাগাড়ীর মানুষের জন্য কাজ করছি, সবসময় তাদের পাশে ছিলাম, আছি- থাকবো। জনগণের কাছে আমার চাওয়ার কিছু নেই। আমি দিতে চাই। দল মনোনয়ন দিলে আর জনগণ আমাকে সুযোগ দিলে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করবো।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মানুষ বিগত শাসন আমলের পুনরাবৃত্তি চায় না। সারা দেশের মানুষ এখন ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার দিকে ঝুঁকেছে। এদিক থেকে তারা ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকেই বেছে নেবে। আমরা এই সমাজটাকে ন্যায্যতার ভিত্তিতে সাজাতে চাই। আল্লাহ্ আমাদেরকে জনগণের সমর্থন নিয়ে তাদের খেদমত করার সুযোগ দিলে, সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ্।
ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, বিএনপি’র মতো বড় দলে অনেক প্রার্থী থাকবে এটাই স্বাভাবিক। তবে, এবার আন্দোলন সংগ্রামে বিগত বছরগুলোতে দলের প্রতি নমিনেশন প্রত্যাশীদের অবদানের কথা বিবেচনা করা হবে বলে আমি মনে করি। ত্যাগীদের সামনের কাতারে রাখবে বলে আমার বিশ্বাস। বারবার তরুণদের অগ্রাধিকার দেয়া হবে, এ বিষয়টিও ওঠে এসেছে। আমি বিশ্বাস করি, সবকিছু বিবেচনায় দল আমাকে অগ্রাধিকার দেবে। আমি গোদাগাড়ী-তানোরবাসীর পাশে থাকতে চাই সবসময়। অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব বলেন, দল এবার ক্লিন ইমেজের প্রার্থী চাইছে। যারা দীর্ঘদিন এলাকায় আসেননি বা দলের কোনো কার্যক্রমে অংশ নেননি, তাদের প্রার্থী করা হলে তৃণমূল ক্ষুব্ধ হবে।
এমএসএম / এমএসএম
পটুয়াখালী-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলামের পক্ষে শহীদ পরিবারের মনোনয়ন সংগ্রহ
দেবিদ্বারে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন ফরম সংগ্রহে শহীদ পরিবারের অংশগ্রহণ, ছড়িয়ে পড়ল আবেগঘন বার্তা
কুমিল্লায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান নেতাকর্মীদের
মোরেলগঞ্জে কেন্দ্রীয় নেতা মনিরসহ ৬ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ
মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে ২ মাসের কারাদণ্ড
রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু
কালিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে আমান সিমেন্ট এর ব্র্যান্ড প্রমোশনাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আত্রাইয়ে চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন
হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযানঃ দুই ড্রেজার জব্দ, ছয়জনের কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা
কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহাফুজউল্লাহ ফরিদ
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ