ঢাকা মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

মুকসুদপুরে দুর্গাপূজায় কলস,হাঁড়ি,পাতিলের বাড়তি চাহিদা থাকায় ব্যস্ত সময় পার করছে মৃৎ শিল্পীরা


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ২৫-৯-২০২৫ দুপুর ৪:১৩

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গোবিন্দপুর ইউনিয়নের পাথরাইল ও শাশুনীয়া গ্রামে কুমার পাড়ার কুমাররা দুর্গাপূজাকে সামনে রেখে দুর্গা পূজায় মৃৎ শিল্পীরা কলস,হাঁড়ি,পাতিল,খুঁটি,বাড়তি চাহিদা থাকায় ব্যস্ত সময় পার করছে। বাজারে প্লাস্টিক সামগ্রীর সঙ্গে পাল্লা দিয়ে দূর্গাপূজা ঘিরে বাড়তি চাহিদা থাকায় তারা দিন-রাত পরিশ্রম করে তৈরি করছেন মাটির হাঁড়ি,পাতিল,খুঁটি,সারোয়া, কলস,পেচা, ব্যাংক,প্লেট,চারি,কান্টা,ফুলের,টপ,
থালা ও মাটির খেলনাসহ বিভিন্ন জিনিসপত্র।
পালবাড়ীতে সরেজমিন গিয়ে দেখা যায় মৃৎ শিল্পীরা সামনে দুর্গাপূজা মেলায় বিক্রি করার জন্য হাড়ি,কলস,প্রদীপ,থালা,বাসনসহ নানান মাটির পণ্য তৈরি করছে।
মৃৎ শিল্পী অসিম পাল (৫০) জানান, দুর্গাপূজায় মেলা হয় এই মেলায় মাটির সামগ্রীর বেশী চাহিদা হয় বর্তমান বাজারে ভর্তি প্লাস্টিক সামগ্রীর প্রতিটা পরিবার প্লাস্টিক পণ্য ব্যবহার করছে মাটির তৈরী পণ্য ব্যবহার করছে না আমরা এখন কোণঠাসা। থেমে গেছে তাদের কাজের গতি বাপ-দাদার কুমার (মৃৎশিল্পী) পেশা আঁকড়ে ধরে আছি দুর্গা পূজার সময় সবচেয়ে বেশি বিক্রি হয় উৎপাদিত পণ্য সামগ্রীর ন্যায্য মূল্য না থাকায় এ শিল্পে জড়িতরা বিপাকে পড়েছে। জয় পাল (৪০) বলেন,পূজা- আচারকে কেন্দ্র করে এ সময় বিক্রি ভালো হওয়ায় কিছুটা স্বস্তি পাই। পাইকারী ছোট একটা কলস ৮টাকা বাজারে ১০/১২ টাকা বিক্রি করে আধুনিক প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের জিনিসপত্রে বাজার দখল। আমরা সারাবছর মাটির কাজ করে সংসার চালাতে হিমশিম হচ্ছে। এই ঐতিহ্য ধরে রাখতে সরকারি অর্থনৈতিক সহযোগিতা খুবই প্রয়োজন।  সরকারি অনুদান পেলে আমরা এ পেশাকে টিকিয়ে রাখতে পারবো। স্বরসতি পাল (৩৫) এর স্বামী জয়পাল বলেন, পূজা মন্ডপ ও গৃহস্থালীর একসময় গ্রামের প্রতিটি ঘরে মাটির হাঁড়ি-পাতিল ব্যবহার হতো। এখন ব্যবহার কমলেও ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান গুলোতে এ শিল্পের পহেলা বৈশাখ, হিন্দুদের বিয়ে,পূজা পার্বণে একটু বেচাকেনা হয়। মৃৎশিল্পী নমিতা পাল (৩৯) বলেন, সিলভার ও প্লাস্টিকের হাঁড়ি-পাতিল, থালা-বাসন বের হয়ে মাটির জিনিস কেউ নেয় না। এটি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে সরকারে সহায়তার পৃষ্ঠপোষকতা পেলে এশিল্প আবারও নতুন ভাবে জেগে উঠবে।

এমএসএম / এমএসএম

রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম তুললেন শরীফ উদ্দিন

রাণীনগরে প্রায় ৮০ লক্ষ্য টাকা ব্যয়ে নির্মান হলো বৌদ্ধভূমিতে স্মৃতিসৌধ

নাজিরপুরে নামওয়াস্তে কাজ করে ৪০ লক্ষ টাকার শিংহভাগ আত্মসাতের অভিযোগ

মধুখালীতে বিকল্প আয়ের উৎস হিসেবে জেলেদের বকনা বাছুর প্রদান

চট্টগ্রামে গিয়াস কাদের ও হুম্মাম কাদেরের মনোনয়ন পত্র সংগ্রহ

মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ

এবারের নির্বাচন হবে দেশ ও গণতন্ত্র রক্ষার নির্বাচন- মনিরুল হক চৌধুরী

শৃংখলার সাথে প্রত্যেক ভোটারের বাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করুন : মাহমুদ হাসান খান বাবু

তানোরে তিন ফসলি জমি নষ্ট করে হিমাগার নির্মাণ

যশোরে খেজুরের রস ও গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোরগ্যাং রোধে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নেত্রকোনা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

আন্তঃকালেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন