মুকসুদপুরে দুর্গাপূজায় কলস,হাঁড়ি,পাতিলের বাড়তি চাহিদা থাকায় ব্যস্ত সময় পার করছে মৃৎ শিল্পীরা
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গোবিন্দপুর ইউনিয়নের পাথরাইল ও শাশুনীয়া গ্রামে কুমার পাড়ার কুমাররা দুর্গাপূজাকে সামনে রেখে দুর্গা পূজায় মৃৎ শিল্পীরা কলস,হাঁড়ি,পাতিল,খুঁটি,বাড়তি চাহিদা থাকায় ব্যস্ত সময় পার করছে। বাজারে প্লাস্টিক সামগ্রীর সঙ্গে পাল্লা দিয়ে দূর্গাপূজা ঘিরে বাড়তি চাহিদা থাকায় তারা দিন-রাত পরিশ্রম করে তৈরি করছেন মাটির হাঁড়ি,পাতিল,খুঁটি,সারোয়া, কলস,পেচা, ব্যাংক,প্লেট,চারি,কান্টা,ফুলের,টপ,
থালা ও মাটির খেলনাসহ বিভিন্ন জিনিসপত্র।
পালবাড়ীতে সরেজমিন গিয়ে দেখা যায় মৃৎ শিল্পীরা সামনে দুর্গাপূজা মেলায় বিক্রি করার জন্য হাড়ি,কলস,প্রদীপ,থালা,বাসনসহ নানান মাটির পণ্য তৈরি করছে।
মৃৎ শিল্পী অসিম পাল (৫০) জানান, দুর্গাপূজায় মেলা হয় এই মেলায় মাটির সামগ্রীর বেশী চাহিদা হয় বর্তমান বাজারে ভর্তি প্লাস্টিক সামগ্রীর প্রতিটা পরিবার প্লাস্টিক পণ্য ব্যবহার করছে মাটির তৈরী পণ্য ব্যবহার করছে না আমরা এখন কোণঠাসা। থেমে গেছে তাদের কাজের গতি বাপ-দাদার কুমার (মৃৎশিল্পী) পেশা আঁকড়ে ধরে আছি দুর্গা পূজার সময় সবচেয়ে বেশি বিক্রি হয় উৎপাদিত পণ্য সামগ্রীর ন্যায্য মূল্য না থাকায় এ শিল্পে জড়িতরা বিপাকে পড়েছে। জয় পাল (৪০) বলেন,পূজা- আচারকে কেন্দ্র করে এ সময় বিক্রি ভালো হওয়ায় কিছুটা স্বস্তি পাই। পাইকারী ছোট একটা কলস ৮টাকা বাজারে ১০/১২ টাকা বিক্রি করে আধুনিক প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের জিনিসপত্রে বাজার দখল। আমরা সারাবছর মাটির কাজ করে সংসার চালাতে হিমশিম হচ্ছে। এই ঐতিহ্য ধরে রাখতে সরকারি অর্থনৈতিক সহযোগিতা খুবই প্রয়োজন। সরকারি অনুদান পেলে আমরা এ পেশাকে টিকিয়ে রাখতে পারবো। স্বরসতি পাল (৩৫) এর স্বামী জয়পাল বলেন, পূজা মন্ডপ ও গৃহস্থালীর একসময় গ্রামের প্রতিটি ঘরে মাটির হাঁড়ি-পাতিল ব্যবহার হতো। এখন ব্যবহার কমলেও ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান গুলোতে এ শিল্পের পহেলা বৈশাখ, হিন্দুদের বিয়ে,পূজা পার্বণে একটু বেচাকেনা হয়। মৃৎশিল্পী নমিতা পাল (৩৯) বলেন, সিলভার ও প্লাস্টিকের হাঁড়ি-পাতিল, থালা-বাসন বের হয়ে মাটির জিনিস কেউ নেয় না। এটি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে সরকারে সহায়তার পৃষ্ঠপোষকতা পেলে এশিল্প আবারও নতুন ভাবে জেগে উঠবে।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত কর্মচারীদের প্রশিক্ষণ
পাঁচবিবিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল জোরদার
ঠাকুরগাঁও হাসপাতালে লিফট বন্ধ ১২ দিন : কাঁধে করে রোগী বহন, চরম দুর্ভোগ
কুমিল্লায় জামায়াত আমীরের সমাবেশের ব্যাপক আয়োজন, সেই সাথে সময় পরিবর্তন
লিবিয়া হয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রাপথে নিখোঁজ মাদারীপুরের ১০ যুবক
অন্যান্য নির্বাচনের তুলনায় এবার প্রস্তুতি বেশি ভালো
ঠাকুরগাঁওয়ে মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে পটুয়াখালীতে সেনাবাহিনী প্রধানের মতবিনিময় সভা,
১৯ বছর পর রাজশাহী আসছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মী
বারহাট্টায় মুক্তিযোদ্ধাদের সাথে ধানের শীষের প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মতবিনিময়
রৌমারীতে ৩টি ইউনিয়নের নির্বাচনের মেয়াদ শেষ
গোপালগঞ্জের আলোচিত হত্যা মামলার রায়