মুকসুদপুরে দুর্গাপূজায় কলস,হাঁড়ি,পাতিলের বাড়তি চাহিদা থাকায় ব্যস্ত সময় পার করছে মৃৎ শিল্পীরা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গোবিন্দপুর ইউনিয়নের পাথরাইল ও শাশুনীয়া গ্রামে কুমার পাড়ার কুমাররা দুর্গাপূজাকে সামনে রেখে দুর্গা পূজায় মৃৎ শিল্পীরা কলস,হাঁড়ি,পাতিল,খুঁটি,বাড়তি চাহিদা থাকায় ব্যস্ত সময় পার করছে। বাজারে প্লাস্টিক সামগ্রীর সঙ্গে পাল্লা দিয়ে দূর্গাপূজা ঘিরে বাড়তি চাহিদা থাকায় তারা দিন-রাত পরিশ্রম করে তৈরি করছেন মাটির হাঁড়ি,পাতিল,খুঁটি,সারোয়া, কলস,পেচা, ব্যাংক,প্লেট,চারি,কান্টা,ফুলের,টপ,
থালা ও মাটির খেলনাসহ বিভিন্ন জিনিসপত্র।
পালবাড়ীতে সরেজমিন গিয়ে দেখা যায় মৃৎ শিল্পীরা সামনে দুর্গাপূজা মেলায় বিক্রি করার জন্য হাড়ি,কলস,প্রদীপ,থালা,বাসনসহ নানান মাটির পণ্য তৈরি করছে।
মৃৎ শিল্পী অসিম পাল (৫০) জানান, দুর্গাপূজায় মেলা হয় এই মেলায় মাটির সামগ্রীর বেশী চাহিদা হয় বর্তমান বাজারে ভর্তি প্লাস্টিক সামগ্রীর প্রতিটা পরিবার প্লাস্টিক পণ্য ব্যবহার করছে মাটির তৈরী পণ্য ব্যবহার করছে না আমরা এখন কোণঠাসা। থেমে গেছে তাদের কাজের গতি বাপ-দাদার কুমার (মৃৎশিল্পী) পেশা আঁকড়ে ধরে আছি দুর্গা পূজার সময় সবচেয়ে বেশি বিক্রি হয় উৎপাদিত পণ্য সামগ্রীর ন্যায্য মূল্য না থাকায় এ শিল্পে জড়িতরা বিপাকে পড়েছে। জয় পাল (৪০) বলেন,পূজা- আচারকে কেন্দ্র করে এ সময় বিক্রি ভালো হওয়ায় কিছুটা স্বস্তি পাই। পাইকারী ছোট একটা কলস ৮টাকা বাজারে ১০/১২ টাকা বিক্রি করে আধুনিক প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের জিনিসপত্রে বাজার দখল। আমরা সারাবছর মাটির কাজ করে সংসার চালাতে হিমশিম হচ্ছে। এই ঐতিহ্য ধরে রাখতে সরকারি অর্থনৈতিক সহযোগিতা খুবই প্রয়োজন। সরকারি অনুদান পেলে আমরা এ পেশাকে টিকিয়ে রাখতে পারবো। স্বরসতি পাল (৩৫) এর স্বামী জয়পাল বলেন, পূজা মন্ডপ ও গৃহস্থালীর একসময় গ্রামের প্রতিটি ঘরে মাটির হাঁড়ি-পাতিল ব্যবহার হতো। এখন ব্যবহার কমলেও ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান গুলোতে এ শিল্পের পহেলা বৈশাখ, হিন্দুদের বিয়ে,পূজা পার্বণে একটু বেচাকেনা হয়। মৃৎশিল্পী নমিতা পাল (৩৯) বলেন, সিলভার ও প্লাস্টিকের হাঁড়ি-পাতিল, থালা-বাসন বের হয়ে মাটির জিনিস কেউ নেয় না। এটি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে সরকারে সহায়তার পৃষ্ঠপোষকতা পেলে এশিল্প আবারও নতুন ভাবে জেগে উঠবে।
এমএসএম / এমএসএম

টেকনাফে মহাসড়ক দখল করে রমরমা মাছের ব্যবসা

হরিপুরে ইয়াবা নিয়ে খাদ্য বান্ধব ডিলার সহ আটক দুই

কালীগঞ্জে ১শ ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

ধামইরহাটে মহিলা ডিগ্রি কলেজের পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা

চিতলমারী প্রেসক্লাবের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে আনোয়ারায় এনসিপির বিক্ষোভ

জুলাই'য়ে আহত অপূর্ব'র করা ১৩৫ আসামির বিরুদ্ধে মামলা এনসিপি'র নয়

শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডামুড্যা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ভেড়ামারার মূলধারার সাংবাদিক ছাড়াই ডিসি'র মতবিনিময়

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি, জনমনে স্বস্তি

কোনাবাড়িতে মুহাম্মদ আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
