টেকনাফে মহাসড়ক দখল করে রমরমা মাছের ব্যবসা

গত ১৮ সেপ্টেম্বর 'টেকনাফে মহাসড়ক দখল করে রমরমা মাছের ব্যবসা' শিরোনামে দৈনিক সকালের সময় এ সংবাদ প্রকাশের পর মহাসড়ক দখলমুক্ত করা হয়েছে। আজ ২৪ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরীর নেতৃত্বে দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে রাকিব হাসান চৌধুরী জানান প্রচুর জনদুর্ভোগ দৃশটি হচ্ছে। জনগণের ভোগান্তি সৃষ্টি করে আপনারা মহাসড়ক দখল করতে পারবেন না। এই বাজারের কারণে মহাসড়কে প্রচুর পরিমাণ যানজট সৃষ্টি হয়৷
মসজিদের প্রবেশ পথ দখল করে মাছ বাজার বসা নিয়ে তিনি জানান—মুসল্লিদের ভোগান্তি সৃষ্টি হয়। এক্ষেত্রে আমরা জিরো টলারেন্স। ইউএনও স্যারের নির্দেশনায় আমরা আজকে এ অভিযান পরিচালনা করেছি। আমরা চাই, সবাই আইন মোতাবেক চলে। এক্ষেত্রে আমরাও আপনাদের সহযোগিতা করবো। আর যারা পুনরাবৃত্তি করার সাহস দেখাবে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাকিব হাসান চৌধুরী জানান—দায়িত্ব কিন্তু আমার একার না। আমি টেকনাফে চাকরি করতে এসেছি। নিজেকে এত দুর্বল ভাবলে হবে না। আমার চেয়ে দায়িত্ব কিন্তু আপনাদের ঘাড়ে বেশি। মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, তাই বলে এখানে সারাক্ষণ মাছ বিক্রি করা যাবে না। মসজিদের সামনে নোংরা করা যাবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে কক্সবাজারের টেকনাফে মহাসড়ক দখল করে দীর্ঘদিন ধরে চলছে রমরমা মাছের ব্যবসা। সন্ধ্যা থেকে প্রায় রাত ১২ টা পর্যন্ত এই এলাকায় মহাসড়কের অর্ধেকের বেশি দখলে থাকে শত-শত মাছ ব্যবসায়ীর। ফলে টেকনাফ ঝর্ণা চত্বর থেকে একদিকে পল্লী বিদ্যুৎ অফিস আরেকদিকে আলো শফিং কমপ্লেক্স পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। এর ফলে লেঙ্গুরবিল রোড, উপরের বাজার, কক্সবাজার-টেকনাফ মহাসড়ক ও আশপাশের এলাকাতে এর প্রভাব পড়ে। এতে অফিস ফেরত কর্মজীবী ও পথচারীদের গন্তব্যে পৌঁছাতে বেগ পেতে হয়।
মহাসড়ক দখল করে মাছ ও সবজির ব্যবসা করলেও নির্বিকার টেকনাফ থানা পুলিশ। নেই কোন ট্রাফিক শৃঙ্খলা। দীর্ঘ সময় মাছের টলি নিয়ে বসে থাকে ব্যবসায়ীরা। স্টেশন জামে মসজিদের সামনেও বসে শতাধিক মাছ ব্যবসায়ী। মাছের পানি ও রক্তের দুর্গন্ধে এই পথে চলা দায়। এতে বরফ গলা পানিতে ভিজে যায় সড়ক। স্যাঁতস্যাঁতে নোংরা পানি ও দুর্গন্ধে নাক বন্ধ হয়ে আসার উপক্রম।
ঝর্ণা চত্বর থেকে ইউ টার্ণ পর্যন্ত পুরো সড়ক মাছ ব্যবসায়ীর দখলে। আযান দিলে মসজিদে মুসল্লী যেতে নানা বিপত্তি ঘটে। সড়কের পশ্চিম পাশে প্রায় দুই শতাধিক খুচরা ও পাইকারি মাছ ব্যবসায়ী সড়ক দখল করে বসে আছে। যেখানে ক্রেতাদের উপস্থিতিও প্রচুর। মানুষের চাপে উভয় পাশে সড়কে লেগে থাকে তীব্র যানজট।
এমএসএম / এমএসএম

টেকনাফে মহাসড়ক দখল করে রমরমা মাছের ব্যবসা

হরিপুরে ইয়াবা নিয়ে খাদ্য বান্ধব ডিলার সহ আটক দুই

কালীগঞ্জে ১শ ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

ধামইরহাটে মহিলা ডিগ্রি কলেজের পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা

চিতলমারী প্রেসক্লাবের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে আনোয়ারায় এনসিপির বিক্ষোভ

জুলাই'য়ে আহত অপূর্ব'র করা ১৩৫ আসামির বিরুদ্ধে মামলা এনসিপি'র নয়

শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডামুড্যা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ভেড়ামারার মূলধারার সাংবাদিক ছাড়াই ডিসি'র মতবিনিময়

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি, জনমনে স্বস্তি

কোনাবাড়িতে মুহাম্মদ আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
