ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

চর-ভূরুঙ্গামারী ইউনিয়নে বিএনপির কমীসভা অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৬-৯-২০২৫ দুপুর ২:৪৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির কর্মীসভা চর -ভূরুঙ্গামারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বিকেলে ভূরুঙ্গামারী উপজেলার চর -ভূরুঙ্গামারী ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে উপজেলার  বিএনপি নবগঠিত আহবায়ক কমিটির প্রথম কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে,।

উক্ত কর্মীসভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কাজী আলাউদ্দিন মন্ডল,আহবায়ক উপজেলা বিএনপি, প্রধান বক্তা হিসেবে ছিলেন,মোঃ শহিদুল ইসলাম আকন্দ,সদস্য সচিব উপজেলা বিএনপি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আব্দুল ওয়াদুদ সরকারসহ, উপজেলা বিএনপি এবং ইউনিয়ন বিএনপির  অঙ্গ ওসংগঠনের এবং সহযোগী সংগঠনের সকল স্তরে নেতাকমীরা এ সময় উপস্থিত ছিলেন।

সভা শুরু করার আগে বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে, দেশ এবং জাতীর কল্যানে দোয়া করা হয়।

বক্ততারা বলেন,চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ৯নং ওয়াডে কর্মীসভার উদ্দেশ্য ছিল, স্থানীয় রাজনীতিতে নেতাকর্মীদের সুসংহত করা এবং দলীয় দিকনির্দেশনা প্রদান ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে আনন্দ,উৎসাহ, উৎদ্দীপনা যোগানো এই কর্মীসভার লক্ষ্য। 
নেতারা বলেন ,এই ধরনের কর্মীসভা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উজ্জীবিত করে, একত্রিত করা এবং সংগঠনকে শক্তিশালী করা এর প্রধান লক্ষ্য । স্থানীয় রাজনীতিতে দলের ঘোষিত কর্মসূচিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীকে সম্পৃক্ততা করা। দলকে সংঘটিত করা এবং তৃণমূল নেতা কর্মীদের মাঝে আনন্দ উদ্দীপনার প্রাণসঞ্চার জোগায়। 

বক্তারা আরো বলেন,  দেশের বর্তমান রাজনীতির পরিস্থিতিতে  দলীয় কমসূচি পালনে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ,থাকার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল ঘোষিত যে প্রার্থীকেই দল মনোনয়ন দেন না কেন, আমরা তাদের হয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষেরপ্রতীক নিয়ে নির্বাচনী মাঠে কাজ করবে বলে  জানায়  এবং গনতন্ত্র পূর্ন উদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা  

কর্মী সভায় আসা তৃণমূল নেতাকর্মীরা জানান,চর-ভূরুঙ্গামারী ৯নং ওয়ার্ডে অনেক দিন পর  বিএনপির এই কর্মীসভা যেন তৃণমূল নেতাকমীদের মধ্যে,আনন্দ,উৎসহ্য, উদ্দীপনা,সাহস এবং আশারসস্চার জাগিয়েছে,

উপজেলা বিএনপির নেতাকর্মীদের কাছে পেয়ে  তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মাঝে  অনেক উৎজীবীত,দেখা গেছে,এবং তৃণমূল নেতাকমীরা বলেন,  আগামীতে দল যে কমসূচি দেখ না কেন ,আমারা চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন শাখা বিএনপি ,তা ঐক্যবদ্ধভাবে পালন করবে বলে জানান তারা,  এবং যে কোন মূল্যে তারা ঐক্যবদ্ধ থাকার আশ্বাস দেন তৃণমূল নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের রাজারহাট-আনন্দবাজার পাকা সড়ক দ্রুত সংষ্কারের দাবিতে মানববন্ধন

বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে নারীদের উন্নয়নে কাজ করবে সরকারঃ মিঠু

কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

আত্রাইয়ে মোটরসাইকেল চোরকে হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ

পাবনায় মাদকের টাকা না পেয়ে নামাজরত পিতাকে কুপিয়ে হত্যাঃ ছেলে আটক

বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার চায়,নেত্রকোনায় এটিএম আব্দুল বারী ড্যানী

দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল, অসুস্থ ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ

জান্নাতুল উলূম আলিম মাদরাসার সভাপতি হলেন ফয়সাল আহমেদ

কুমিল্লায় বিজিবির বিশেষ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

বি এন পি ক্ষমতায় এলে পল্লী চিকিৎসকদের কল্যাণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ঘোষণা দিয়েছেন তারেক রহমানঃ ইউসুফ খান বাদল

নামে উপজেলা গুইমারা,নেই হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন

সিংড়ায় ফুটবল খেলা দেখতে খেজুর গাছের মাথায় দর্শক

সাঘাটা-ফুলছড়িতে গণসংযোগে ব্যস্ত জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন