ভেঙে পড়া বটতলা ব্রিজে জীবনের ঝুঁকি
গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের পূর্ব আমদিরপাড়া বটতলা এলাকায় ভেঙে পড়া একটি ব্রিজ এখন হাজারো মানুষের জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। গত বছরের ভয়াবহ বন্যায় এলজিইডি’র অর্থায়নে নির্মিত ব্রিজটি ধসে পড়ে। ফলে বিকল্প কোনো পথ না থাকায় স্থানীয়রা চাল ও চাঁদা তুলে বাঁশ-কাঠ দিয়ে একটি অস্থায়ী সাঁকো বানিয়েছেন। প্রতিদিন শত শত মানুষ এ সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
১৯৯৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ১৯ মিটার দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণ করা হয়। তবে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে মাত্র ৫ বছরের মাথায় ব্রিজটি নড়বড়ে হয়ে পড়ে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এবং সাম্প্রতিক বন্যার প্রবল স্রোতে পুরো ব্রিজটি ভেঙে ধসে পড়ে। দুই পাশের মাটিও ভেঙে গিয়ে তৈরি হয়েছে গভীর খাদ।
এখন অস্থায়ী সাঁকো দিয়ে কেবল হেঁটে পারাপার সম্ভব হলেও যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। মোটরসাইকেল, সাইকেল বা অটোরিকশা পারাপারের সময় যাত্রীদের নামিয়ে নিতে হয়। এতে প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “এই ব্রিজ দিয়ে অন্তত ৫০ গ্রামের মানুষ যাতায়াত করে। প্রতিদিন শিশুদের নিয়ে অভিভাবকরা আতঙ্কে থাকে, রোগী নিয়ে যাতায়াত করা দুর্ভোগের ব্যাপার। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।”
অন্য বাসিন্দা রহিম উদ্দিন অভিযোগ করে বলেন, “১৯৯৮ সালে নিম্নমানের কাজের কারণে ব্রিজটি টেকেনি। সময়মতো সংস্কার করলে আজ এ অবস্থায় আসত না। আমরা দ্রুত নতুন ব্রিজ নির্মাণ চাই।”
ব্যবসায়ী আফসার মিয়া জানান, “ব্রিজ ভেঙে যাওয়ায় পরিবহন ব্যয় বেড়ে গেছে। গাড়ি চলাচল করতে না পারায় ব্যবসারও ক্ষতি হচ্ছে।”
এ ব্রিজটি সাঘাটার হলদিয়া ও জুমারবাড়ি ইউনিয়নের অন্তত ৮টি গ্রামের মানুষের একমাত্র যোগাযোগের পথ। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, রোগীসহ প্রতিদিন হাজারো মানুষ এ সড়ক ব্যবহার করেন।
এ বিষয়ে সাঘাটা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নয়ন রায় বলেন, “বর্তমানে নতুন ব্রিজ নির্মাণের বাজেট নেই। তবে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বাজেট পেলে দ্রুত কাজ শুরু করা হবে।”
তবে এলাকাবাসীর অভিযোগ, প্রায় দুই বছর ধরে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। তাঁরা দ্রুত বটতলা ব্রিজ পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর আশঙ্কা—ব্রিজ নির্মাণে বিলম্ব হলে প্রতিদিনের ভোগান্তি আরও বাড়বে, আর বড় ধরনের প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।
এমএসএম / এমএসএম
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম তুললেন শরীফ উদ্দিন
রাণীনগরে প্রায় ৮০ লক্ষ্য টাকা ব্যয়ে নির্মান হলো বৌদ্ধভূমিতে স্মৃতিসৌধ
নাজিরপুরে নামওয়াস্তে কাজ করে ৪০ লক্ষ টাকার শিংহভাগ আত্মসাতের অভিযোগ
মধুখালীতে বিকল্প আয়ের উৎস হিসেবে জেলেদের বকনা বাছুর প্রদান
চট্টগ্রামে গিয়াস কাদের ও হুম্মাম কাদেরের মনোনয়ন পত্র সংগ্রহ
মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ
এবারের নির্বাচন হবে দেশ ও গণতন্ত্র রক্ষার নির্বাচন- মনিরুল হক চৌধুরী
শৃংখলার সাথে প্রত্যেক ভোটারের বাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করুন : মাহমুদ হাসান খান বাবু
তানোরে তিন ফসলি জমি নষ্ট করে হিমাগার নির্মাণ
যশোরে খেজুরের রস ও গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা
নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোরগ্যাং রোধে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নেত্রকোনা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল