ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ

বড়লেখায় সিএনজি স্ট্যান্ডের ১১ প্রার্থীর নির্বাচন বর্জন


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৯-২০২৫ দুপুর ২:৫৩

মৌলভীবাজারের বড়লেখার ফকির বাজার সিএনজি স্ট্যান্ডের আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ উঠেছে। এতে  নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন একাংশের ১১ প্রার্থী ও সিএনজি স্ট্যান্ডের সদস্যরা। 

বৃহস্পতিবার রাতে পৌরশহরের ইয়াম্মী প্যারাডাইস রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণা দেন প্রার্থীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি পদপ্রার্থী ছিদ্দিকুর রহমান। তিনি বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনের জন্য সভাপতি, সম্পাদক ও সচিব কর্তৃক প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় প্রকৃত চালক ও শ্রমিকদের অন্তর্ভুক্ত করা হয়নি।
তিনি অভিযোগ করে বলেন, চূড়ান্ত ভোটার তালিকা থেকে প্রকৃত ১৩ জন  শ্রমিক ও চালক ভোটারদের বাদ দিয়ে ১৫ জন অবৈধ কৃষক, দিনমজুর, গরু রাখালসহ বিভিন্ন পেশার লোকজনকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষক, দিনমজুর, গরুরাখালসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের ভোটার বানানো হয়েছে প্রকৃত ভোটার। অনেক প্রকৃত চালক ও শ্রমিকের ইউনিয়নের বৈধ কার্ড রয়েছে, আগের ভোটার তালিকাতেও তাদের নাম ছিল। কিন্তু ব্যক্তিস্বার্থে তাদের বাদ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তারা বাদ পড়া বেশ কয়েকজন প্রকৃত ভোটারের নাম ও কার্ড নম্বর প্রকাশ করেন। এর মধ্যে রয়েছেন-কার্ড নং ৬৪৭০ খলিলুর রহমান (উজিরপুর), ২০৬৪৮ ফারুক মিয়া (উজিরপুর), ৯৮৯০ পাপলু দাস (উজিরপুর),৯৮৯১ সিদ্দিকুজ্জামান (উজিরপুর), ৯৮৭০ সুমন আহমদ (উজিরপুর), ৯৮৭৩ মান্না, ৬৪৬৫ আব্দুল মন্নান (নয়াগাও), ৬৪৮৪ সোহাগ মিয়া (শিলকুরা), ৫৮৬৬ অয়েফ আহমদ (নয়াপাড়া), ১০৮৪৩ সোহেল আহমদ (বর্ণি চক), ২১৯৩২ শাহজাহান মিয়া (বর্ণি চক) প্রমুখ। অন্যদিকে, ভোটার হিসেবে যাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন-এনায়েত হোসেন (মুদৎপুর), আবু সাইদ (বর্ণি চক), জায়েদ হোসেন (বর্ণি চক), জাবের হোসেন ও কামিল হোসেন (বর্ণি নয়াগাও), বাবুল হোসেন ও হোসাইন আহমদ (বর্ণি চক),  মির্জান উদ্দিন ও শাকিল আহমদ (মুদৎপুর), নূর উদ্দিন জিলু (বর্ণি চক) সামাদ হোসেন (বর্ণি নয়াগাও) ও রাসেল (বর্ণি চক)। 

ছিদ্দিকুর রহমান জানান, তাদের অভিযোগের পর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখনো কোনো প্রতিকার পাওয়া যায়নি।
তিনি এই নির্বাচনকে পাতানো আখ্যা দিয়ে বলেন, এই  নির্বাচনে আমরা অংশ নেব না। আমরা তা বর্জন করছি। আমাদের দাবি-প্রকৃত শ্রমিক ও চালকদের নিয়ে নতুন ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।

তিনি আরও অভিযোগ করে বলেন, নির্বাচন বয়কটের কারণে বর্তমান শ্রমিক ইউনিয়নের থানা শাখার সভাপতি তাদের নানা হুমকি দিচ্ছেন। তিনি নিজের ঘনিষ্ঠজনকে ফকির বাজার সিএনজি স্ট্যান্ডের সভাপতি বানানোর চেষ্টা করছেন। এছাড়া ফকির বাজার সিএনজি স্ট্যান্ডের সাবেক ও বর্তমান সভাপতি তাদের হুমকি দিচ্ছেন। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহসভাপতি পদপ্রার্থী মাতাব উদ্দিন, সম্পাদক পদপ্রার্থী সাইবুর রহমান, সহসম্পাদক পদপ্রার্থী মন্তর আলী, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী জাকির হোসেন, কোষাধ্যক্ষ পদপ্রার্থী কয়েছ আহমদ, দপ্তর সম্পাদক পদপ্রার্থী জামিল আহমদ, প্রচার সম্পাদক পদপ্রার্থী আসুক আহমদ ও সদস্য পদপ্রার্থী ছয়েফ উদ্দিন, রনি আহমদ এবং কামিল হোসেন।

সংবাদ সম্মেলনে প্রার্থীরা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নির্বাচন স্থগিত করে তদন্ত সাপেক্ষে প্রকৃত শ্রমিকদের নিয়ে পুনরায় ভোটার তালিকা প্রণয়ন নতুন নির্বাচনের তারিখ দাবি জানান।

এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন