ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

সন্দ্বীপে দূর্গা পূজা উপলক্ষে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আমজাদ হোসাইনের মন্দির পরিদর্শন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৬-৯-২০২৫ দুপুর ২:৫৯

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যাপক আমজাদ হোসাইন ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় পৌরসভা ৩নং ওয়ার্ডে অবস্থিত সন্দ্বীপ টাউন জগন্নাথ আখড়া মন্দির পরিদর্শন করেন। তিনি পূজা কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন -ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা মীর ইসমাঈল হোসাইন, সাধারণ সম্পাদক  মাওলানা সুলতানুল ইসলাম ভূইয়াঁ,সহ-সভাপতি, হাফেজ মহিব্বুল্লাহ, সহ-সম্পাদক মাওলানা জোবায়ের হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ জাহিদুল ইসলাম, মিডিয়া সেল এর আহবায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহবায়ক আমীন রসুল রিয়াদ, সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ, নিউজ এডিটর সাইফুল ইসলাম, ফটোগ্রাফার আরিফ মুরাদ, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসীন আরাফাত ভূঁইয়া, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মুসলিম উদ্দিন, জিহাদুর রহমান  সহ   যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অধ্যাপক আমজাদ হোসাইনকে সঙ্গ দেন।

অধ্যাপক আমজাদ হোসাইন তাঁর বক্তব্যে বলেন,
“বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের মিলনভূমি। ধর্মীয় অনুষ্ঠান নিয়ে কারও ভয়ের কিছু নেই। আমরা চাই সন্দ্বীপে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বজায় থাকুক। নির্বাচিত হলে আমি এ দ্বীপে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখবো।”

তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেক সময় ভয়ের চোখে দেখা হয়। কিন্তু বাস্তবে আমাদের দল কখনও বিভাজন বা বিদ্বেষের রাজনীতি করে না। আমরা সবার কল্যাণ চাই, হোক সে মুসলিম বা অমুসলিম। ইসলাম প্রতিবেশীদের অধিকারকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। কোরআন ও হাদিসে বলা হয়েছে, মুসলিম হোক বা অমুসলিম—প্রতিবেশীর প্রতি সম্মান, নিরাপত্তা ও সহযোগিতা করা প্রত্যেক বিশ্বাসীর দায়িত্ব। ইসলাম কখনও ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে বৈরিতা শেখায় না, বরং পারস্পরিক সহমর্মিতা ও সহাবস্থান শেখায়।”
তিনি উপস্থিত পূজারী ও স্থানীয় নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সবার অধিকার প্রতিষ্ঠায় তিনি সর্বদা সচেষ্ট থাকবেন। 

পরিদর্শনকালে মন্দির কমিটির সাধারণ সম্পাদক মুকুল মজুমদার, কেশিয়ার শিমুল দে, পূজা কমিটির সভাপতি রাখাল মালাকার, সম্পাদক জনি সূত্রধরসহ দুঃখ হরন জলদাস, দিলিপ মালাকার, বলাই সূত্রধর,প্রদীপ মালাকার, ভুট্টো দে,  যুব কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত কর্মচারীদের প্রশিক্ষণ

পাঁচবিবিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল জোরদার

ঠাকুরগাঁও হাসপাতালে লিফট বন্ধ ১২ দিন : কাঁধে করে রোগী বহন, চরম দুর্ভোগ

কুমিল্লায় জামায়াত আমীরের সমাবেশের ব্যাপক আয়োজন, সেই সাথে সময় পরিবর্তন

লিবিয়া হয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রাপথে নিখোঁজ মাদারীপুরের ১০ যুবক

অন্যান্য নির্বাচনের তুলনায় এবার প্রস্তুতি বেশি ভালো

ঠাকুরগাঁওয়ে মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে পটুয়াখালীতে সেনাবাহিনী প্রধানের মতবিনিময় সভা,

১৯ বছর পর রাজশাহী আসছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মী

বারহাট্টায় মুক্তিযোদ্ধাদের সাথে ধানের শীষের প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মতবিনিময়

রৌমারীতে ৩টি ইউনিয়নের নির্বাচনের মেয়াদ শেষ

গোপালগঞ্জের আলোচিত হত্যা মামলার রায়

অরহর কালাই: গ্রামীণ জমিতে লুকিয়ে থাকা ঔষধি ও কৃষি সম্ভাবনা