পঞ্চগড়ে ৩ উপজেলার ২০৭টি ওয়ার্ডে একই সময়ে বিএনপির কর্মী সভা

জাতীয় নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে সংসদীয় ১ আসনের ৩ উপজেলায় ২০৭ টি ওয়ার্ডে একই সময়ে ওয়ার্ড বিএনপির কর্মীদের নিয়ে মতবিনিময় সভা শুরু হয়েছে। এই কর্মসূচীতে তিনটি উপজেলা এবং একটি পৌর সভার ওয়ার্ডগুলোতে একই সময়ে বিএনপির কর্মীদের নিয়ে মতবিনিময় সভা শুরু হয়েছে। সভাগুলোতে শুধুমাত্র ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠনের নেতা কর্মীরা অংশ নিচ্ছেন। নেতৃত্বকে বলিষ্ট এবং তৃণমূল নেতাকর্মীদের কর্মী বান্ধব ও উজ্জীবিত হয়ে ওঠার জন্য এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই কর্মসূচীতে বিএনপির সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন, দেশ সংস্কারের ৩১ দফার উপর আলোচনা এবং সরকার গঠন করলে বিএনপির ৯০ দিনের কর্মসূচী নিয়ে আলোচনা করছেন বক্তারা। সভায় আগামী নির্বাচন ঘিরে বিএনপির নানা কর্মসূচী নিয়ে আলোচনা চলছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির গত মাসে এই কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন। বিএনপির এই কর্মসূচীতে ২ শতাধিক সনাতন ধর্মালম্বি বিএনপিতে যোগ দিয়েছেন। গত বুধবার আটোয়ারী উপজেলার ৬ টি ইউনিয়নের ৫৪ টি ওয়ার্ডে বিকেল ৪ টায় একই সময়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলার ১০ টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডে এক যোগে বিকেল ৪ টায় শুরু হয়। শনিবার বিকেল ৪ টায় তেঁতুলিয়া উপজেলার ৭ টি ইউনিয়নের ৬৩ টি ওয়ার্ডে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। ওয়ার্ড বিএনপি এসব সভা আয়োজন করছে। সভায় সংশ্লিষ্ট ওয়ার্ডের বিএনপির নেতা কর্মী, ছাত্রদল, যুবদল, মহিলা দল সহ অন্যান্য অংগসংঠনের নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন। জেলা ও উপজেলা বিএনপি এসব আয়োজন মনিটরিং করছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি রীনা পারভিন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সাবেক ছাত্র নেতা এম মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুবেল পাটোয়ারী সহ ১৮ টি টিম বিভিন্ন ওয়ার্ডের কর্মী সভায় যোগ দিয়ে বিএনপির ৩১ দফা ও ১৮০ দিনের কর্মসূচীর উপর আলোচনা করছেন। কর্মীসভায় প্রায় সকল নেতা কর্মীই বক্তব্য রাখছেন। ৪ টায় শুরু হলেও কোথাও কোথাও এই কর্মী সভা চলে মধ্য রাত অব্দি¦।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এ প্রসঙ্গে জানান, তৃণমূল নেতৃবৃন্দ কে উজ্জীবিত করা এবং আগামী নির্বাচন পরবর্তি দেশ গঠনে বিএনপির ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রান্তিক মানুষের কাছে পৌছে দেয়ার জন্যই এই আয়োজন। আমরা বিপুল সারা পাচ্ছি। মানুষ বিএনপির কথা শুনতে চায়। দেশ গঠনে বিএনপি আগামীতে কি করবে তা মানুষ জানতে চায়। মানুষের এই আগ্রহটা প্রমাণ করে বিএনপি জনমানুষের দল ।
এমএসএম / এমএসএম

ফুলছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এতিম খানায় দুপুরের খাবার ও দোয়ার আয়োজন করলো মানবিক করিম টিম

১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সম্মেলনের মাধ্যমে সংগঠনের পুনর্জাগরণ

খাগড়াছড়িতে দুর্গাপূজাকে ঘিরে জন নিরাপত্তায় র্যাবের টহল

নির্বাচনে খুনী, চাঁদাবাজ ও মাস্তানদের সাথে নতুন ভোটারদের লড়াই হবে -মিয়া গোলাম পরওয়ার

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আলীপুর মুমিন পাড়া সড়কটি যুগের পর যুগ উন্নয়ন ছোঁয়া থেকে বঞ্চিত

ঝিনাইদহে ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসানের বিশেষ উদ্যোগ

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাটে নিরাপদ সড়ক চাই এর নব গঠিত কমিটির অভিষেক

সন্ত্রাস চাঁদাবাজদের স্থান বরগুনায় হবে না -নজরুল ইসলাম
