ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

প্রধান অতিথি হিসেবে থাকবেন দেশনায়ক তারেক রহমান

১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সম্মেলনের মাধ্যমে সংগঠনের পুনর্জাগরণ


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২৬-৯-২০২৫ বিকাল ৫:১৮

দীর্ঘ ১৬ বছর পর পূর্ণাঙ্গ সম্মেলনের আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের পুনর্জাগরণে দৃঢ় অগ্রযাত্রা শুরু করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। দীর্ঘদিন রাজনৈতিক প্রতিবন্ধকতা,প্রশাসনিক চাপ ও সরকারের দমননীতির কারণে কার্যত স্থবির হয়ে পড়া দলটি এখন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নতুন নেতৃত্ব গঠনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার প্রক্রিয়ায় রয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর টাউনহলে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন ১০টি উপজেলার অধীনে ১০৩টি ইউনিয়ন, ১১৭টি ওয়ার্ড এবং ৪টি পৌরসভার ৩৬টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করা হয়েছে। এতে ৭০ হাজারের বেশি ডেলিগেট অংশগ্রহণ করছেন,যাদের মধ্যে ১,৪১৪ জন কাউন্সিলর সম্মেলনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

২০২২ সালের ৩০ মে অনুমোদিত ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি দুই বছরের বেশি সময় দায়িত্ব পালন শেষে চলতি বছরের জানুয়ারিতে বিলুপ্ত করা হয়। পরে ২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটি ৫ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করে, যার নেতৃত্বে থাকা সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন ও সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম দক্ষতার সঙ্গে জেলার বিভিন্ন ইউনিটে সম্মেলন সম্পন্ন করেন।

সম্মেলনের মধ্য দিয়ে দলীয় নেতৃত্বের দীর্ঘদিনের জট কাটানোর চেষ্টা করা হচ্ছে। পূর্বে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রশাসনিক বাধার কারণে অনেক সময় সংগঠনের কার্যক্রম থমকে ছিল। এবার সম্মেলন ঘিরে তৃণমূল থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। নেতাকর্মীরা সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন এবং জেলার প্রতিটি স্তরে সংগঠনকে চাঙা করতে নিরলস প্রচেষ্টা চালানো হচ্ছে।

দলের কেন্দ্রীয় নির্দেশনায় ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে সম্মেলনের মাধ্যমে নেতাদের নির্বাচিত করা হয়েছে। এতে দলীয় শৃঙ্খলা, ঐক্য এবং কার্যকর নেতৃত্ব গঠনের একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। সম্মেলনের মধ্য দিয়ে সৎ, যোগ্য ও জনসম্পৃক্ত নেতাদের উঠে আসার সুযোগ তৈরি হয়েছে বলে দলের অভ্যন্তরে আশা করা হচ্ছে।

এদিকে জেলা সম্মেলন ঘিরে দলের অভ্যন্তরে যেমন উদ্দীপনা তৈরি হয়েছে, তেমনি রাজনৈতিক বিশ্লেষকরাও এটিকে বিএনপির জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছেন। দীর্ঘদিন পর এমন একটি সম্মেলনের মাধ্যমে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বের পুনর্গঠন যেমন সংগঠনের গতি ফিরিয়ে আনবে, তেমনি জাতীয় রাজনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

নেতৃবৃন্দের মতে, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বিএনপি নতুন নেতৃত্বের হাত ধরে আবারও শক্তিশালী হয়ে উঠবে। এ সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে তৃণমূলের এই সাংগঠনিক শক্তি বিএনপিকে ভোটের রাজনীতিতে সক্রিয় ও প্রস্তুত একটি রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে। কুমিল্লা দক্ষিণ অঞ্চলে সংগঠনকে নতুন করে চাঙ্গা করে তোলার মধ্য দিয়ে বিএনপি তাদের হারানো ঘাঁটি পুনরুদ্ধারের কৌশলে অগ্রসর হচ্ছে।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, এই আহবায়ক কমিটির নেতৃত্বে উপজেলা পৌরসভা এবং ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে তৃণমূলে যে সাংগঠনিক কাঠামো তৈরি হয়েছে ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে সবগুলো আসন পুনরুদ্ধারে ব্যাপক ভূমিকা রাখবে। আমরা ২৭ তারিখ আমাদের দলনেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে নির্দেশনা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

সদর উপজেলা বিএনপি'র নবনির্বাচিত সভাপতি রেজাউল কাইয়ুম বলেন, দীর্ঘদিন পর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এতে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। আমরা আশা করছি সম্মেলনের মধ্য দিয়ে সমাজের ভালো মানুষেরা নেতৃত্বে আসার সুযোগ পাবে। একটি গণতান্ত্রিক উপায়ে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চান সম্মেলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উপায়ে ভালো মানুষেরা বিএনপির নেতৃত্বে আসুক, আমরা সেই প্রক্রিয়ার মধ্যেই আছি। 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহেরকে (সুমন) বলেন, দক্ষিন জেলা বিএনপির বিভিন্ন  উপজেলা ও চারটি পৌরসভা আওতাধীন সকল ইউনিটের সম্মেলনের মধ্য দিয়ে আমরা দক্ষিণ জেলা বিএনপির' সফল সম্মেলনের দ্বারপ্রান্তে। এতগুলো সম্মেলন করে আসতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে - বিভিন্ন এলাকায় কোন দল নিরসন করতে গিয়ে। এতেও আমরা সফল হয়েছি এবং সবগুলো ইউনিটে সফল সম্মেলনের মধ্য দিয়ে নেতৃত্ব পাওয়া গিয়েছে।  

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতৃত্ব পেতে যাচ্ছে। এই নেতৃত্ব আগামী নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে। আমাদের উপর আস্থা রাখার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ শিশুর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই।

সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কুমিল্লা নগরীর সড়ক ও অলিগলিতে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে। সম্মেলনে পাঁচটি পদে মোট ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পদপ্রার্থীরা।

এমএসএম / এমএসএম

ফুলছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এতিম খানায় দুপুরের খাবার ও দোয়ার আয়োজন করলো মানবিক করিম টিম

১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সম্মেলনের মাধ্যমে সংগঠনের পুনর্জাগরণ

খাগড়াছড়িতে দুর্গাপূজাকে ঘিরে জন নিরাপত্তায় র‌্যাবের টহল

নির্বাচনে খুনী, চাঁদাবাজ ও মাস্তানদের সাথে নতুন ভোটারদের লড়াই হবে -মিয়া গোলাম পরওয়ার

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আলীপুর মুমিন পাড়া সড়কটি যুগের পর যুগ উন্নয়ন ছোঁয়া থেকে বঞ্চিত

ঝিনাইদহে ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসানের বিশেষ উদ্যোগ

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাটে নিরাপদ সড়ক চাই এর নব গঠিত কমিটির অভিষেক

সন্ত্রাস চাঁদাবাজদের স্থান বরগুনায় হবে না -নজরুল ইসলাম

ধামরাইয়ে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২, মাইক্রোকার জব্দ