আত্রাইয়ে ৫ দফা দাবিতে উপজেলা জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল ও শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বৈকাল ৪ ঘটিকায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের মাঠ
থেকে মিছিলটি বের হয়ে আত্রাই ব্রিজ, সিএনজি স্টেশন ও রেলগেট অতিক্রম করে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সাহেবগঞ্জ উপজেলা মেইন গেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, আগামী জাতীয় সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিতকরণ, বিগত সরকারের জুলুম ও গণহত্যা এবং দুর্নীতির দৃশ্যমান বিচার, হাসিনা সরকারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
আত্রাই উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমির মো. আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. খবিরুল ইসলাম বলেন, গণতন্ত্র একটি চলমান প্রক্রিয়া এবং এর সাফল্য নির্ভর করে রাজনৈতিক দলের অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের উপর। আমাদের দাবি সর্বদা একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য, যেখানে জনগণের ভোটই হবে চূড়ান্ত কথা।
তিনি আরও বলেন, আমরা আইনের শাসন, জবাবদিহিতামূলক শাসনব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পক্ষে। আমাদের লক্ষ্য সকল নাগরিকের জন্য শান্তি, সমৃদ্ধি ও ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করা। আমাদের প্রস্তাবিত পাঁচ দফা দাবি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি। এবং সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগকে আমাদের এই শান্তিপূর্ণ প্রস্তাবগুলো বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার নায়েব আমীর মো. ওসমান গণি, সেক্রেটারি মো. তোজাম্মেল হক, পাঁচুপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. শাহিন আহমেদ এবং উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. মতিউর রহমান প্রমুখ। র্যালি ও সমাবেশে জামায়াতের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে রাণীশংকৈলে জামায়াতের মিছিল-সমাবেশ

জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারাই বেশিরভাগ দুর্নীতির সাথে জড়িত: ডিসি মোঃ ইসরাইল হোসেন

চাঁদপুরে পরিত্যক্ত রান্নাঘর থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

আত্রাইয়ে ৫ দফা দাবিতে উপজেলা জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফুলছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এতিম খানায় দুপুরের খাবার ও দোয়ার আয়োজন করলো মানবিক করিম টিম

১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সম্মেলনের মাধ্যমে সংগঠনের পুনর্জাগরণ

খাগড়াছড়িতে দুর্গাপূজাকে ঘিরে জন নিরাপত্তায় র্যাবের টহল

নির্বাচনে খুনী, চাঁদাবাজ ও মাস্তানদের সাথে নতুন ভোটারদের লড়াই হবে -মিয়া গোলাম পরওয়ার

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আলীপুর মুমিন পাড়া সড়কটি যুগের পর যুগ উন্নয়ন ছোঁয়া থেকে বঞ্চিত
