কেশবপুরের সাংবাদিক কন্যা সোনালী মল্লিক পেলেন ইয়েস কার্ড'

প্রতিভা অন্বেষণে উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো বাংলাদেশ টেলিভিশনের সিগনেচার প্রোগ্রাম ‘নতুন কুঁড়ি’র অডিশন শুরু হচ্ছে।
২৬ শে সেপ্টেম্বর ২০২৫ - বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা 'নতুন কুঁড়ি ২০২৫'-এর প্রথম অডিশনে 'ইয়েস কার্ড' পেয়েছেন যশোরের কেশবপুর উপজেলার মেয়ে সোনালী মল্লিক।
বাংলাদেশ টেলিভিশনের 'নতুন কুঁড়ি ২০২৫'ইয়েস কার্ড পেলেন কেশবপুরের সাংবাদিক কন্যা সোনালী মল্লিক। সে উপজেলার সরাপপুর গ্রামের শিক্ষক ও সাংবাদিক সুশান্ত মল্লিক এর কন্যা। কন্যা সোনালী মল্লিক দেশাত্মবোধক ও লোকগীতি বিভাগে 'খ' গ্রুপে অংশ নিয়ে এই গৌরব অর্জন করেন। তার অসামান্য প্রতিভা এবং পরিবেশনা বিচারকদের মুগ্ধ করে, যার ফলস্বরূপ সে বিভাগীয় পর্যায়ে যাওয়ার জন্য ইয়েস কার্ড' প্রাপ্ত হয়। প্রথম ধাপেই 'ইয়েস কার্ড পাওয়াটা তার কঠোর পরিশ্রম ও সৌভাগ্য। সোনালী মল্লিকের এই সাফল্যে তার পরিবারে বইছে আনন্দের ছোয়া। মেয়ের এই প্রথম ধাপের অর্জনে উচ্ছ্বসিত তার বাবা-মা।
সোনালীর বাবা সাংবাদিক সুশান্ত মল্লিক বলেন, সোনালীর এই সফলতা আমাদের জন্য এক বিশাল গর্বের মুহূর্ত। আমরা সবসময় চেয়েছি সে তার নিজের পছন্দের পথে এগিয়ে যাক। 'নতুন কুঁড়ি' বাংলাদেশের অন্যতম সেরা প্ল্যাটফর্ম, আর সেখানে প্রথম ধাপেই 'ইয়েস কার্ড' পাওয়াটা তার কঠোর পরিশ্রমের ফল।
আমার মেয়ে সবসময় গানকে মন থেকে ভালোবাসে। আমরা আশা করি, সে তার এই প্রতিভা দিয়ে আরও বহুদূর যাবে। বিভাগীয় পর্যায়েও সে যেন ভালো ফল করতে পারে, সেজন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চাই।
সোনালীর এই অর্জন কেশবপুর তথা বৃহত্তর যশোর অঞ্চলের অন্যান্য ছোট প্রতিভাদেরও অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করি।"
স্থানীয়রা মনে করেন সোনালী মল্লিকের এই অর্জন শুধু তার পরিবারের জন্যই নয়, পুরো কেশবপুর উপজেলার জন্য একটি গর্বের বিষয় হয়ে উঠেছে। স্থানীয়রা আশা করছেন, সোনালীর এই সাফল্য এলাকার সুপ্ত প্রতিভা বিকাশে নতুন উদ্দীপনা যোগাবে। সোনালীর শুভাকাঙ্ক্ষীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রতিযোগিতার পরবর্তী ধাপে তার পারফরম্যান্স দেখার জন্য।
এই প্রতিযোগিতায় সোনালীর পরবর্তী ধাপের জন্য তার প্রস্তুতি এবং পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছে তার শুভাকাঙ্ক্ষীরা।
প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বাছাই চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর। আঞ্চলিক পর্যায়ে ‘ইয়েস কার্ড’ প্রাপ্ত প্রতিযোগিরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে। বিভাগীয় পর্যায়ের অডিশন ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর। আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ের সকল অডিশন সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
তবে নির্ধারিত সংখ্যক অংশগ্রহণকারীর অডিশন শেষ না হওয়া পর্যন্ত ঐ দিনের অডিশন সমাপ্ত হবে না। অডিশনের তারিখ আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। বিভাগীয় পর্যায়ের উত্তীর্ণ প্রতিযোগিরা পরবর্তীতে বিটিভি, ঢাকা কেন্দ্রের বিভিন্ন ধাপগুলোতে অংশগ্রহণ করবে। এ সংক্রান্ত তথ্য বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত স্ক্রলের পাশাপাশি বিটিভির ওয়েব(www.btv.gov.bd) থেকে জানা যাবে।
অভিনয়, আবৃত্তি, গল্প বলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/ আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত ও হামদ-নাত এই ৯টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বয়সসীমা অনুযায়ী থাকবে দুটি শাখা : ‘ক’ শাখা (৬-১১ বছর) এবং ‘খ’ শাখা (১১-১৫)।
এমএসএম / এমএসএম

বড়লেখায় জীবননাশ ও গুমের আশঙ্কায় আতংকিত ব্যবসায়ী

নাসা গ্রুপের কর্মরত শ্রমিকদের পাওনা বেতন প্রাপ্তির লক্ষ্যে যৌথ আলোচনা সভা

অ্যাকুয়াকালচার নীতির প্রয়োজনীয়তা বিষয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে চার লাখ মানুষের সুপেয় খাবার পানির অভাব

রৌমারী উপজেল্ াস্বাস্থ্য কমপ্লেক্সেও ছের গাছের কি দোশ

দুর্গাপূজায় কোন ঝুকি নাই, নিরাপত্তা আমরা দিব, দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সম্প্রীতি ও মহোৎসব

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

বিশ্ব পর্যটন দিবসে পরিচ্ছন্ন অষ্টগ্রাম গড়ার শপথ

কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ নিহত-৪, আহত-৩

কেশবপুরের সাংবাদিক কন্যা সোনালী মল্লিক পেলেন ইয়েস কার্ড'
